Sunday, April 3, 2016

সরাসরি ইন্টরনেট থেকে গুগল-ড্রাইভে ফাইল আপলোড করুন।

সরাসরি ইন্টরনেট থেকে গুগল-ড্রাইভে ফাইল আপলোড করুন।



সরাসরি ইন্টরনেট থেকে গুগল-ড্রাইভে ফাইল আপলোড করুন।

আমাদের অনেক সময় প্রয়োজন হয় নেট থেকে সরাসরি ডাউনলোড না করে নিজেদের স্টরে ফাইল আপলোড করার। অথবা আমরা যদি কোন ফাইল আপলোড করতে চাই তাহলে প্রথমে ডাউনলোক করে আপলোড করতে হয়। কিন্তু নিচের প্রদ্ধতিতে আমরা সরাসরি ফাইল আপলোড করতে পারি। এত করে সময়,নেট ব্যালেঞ্চ, এবং স্টোরেজ সবই বাচবে।
১. প্রথমে http://ctrlq.org/save/ এ ক্লিক করুন। নিচের মত একটি পেজ আসবে।

২. এখানে আপনার ই-মেইল দিয়ে সাইন ইন করুন। (আগে থেকে গুগলে সাইন ইন করা থাকলে ক্লিক করলেই সাইন ইন হয়ে যাবে।)
৩. সাইন ইন করলে নিচের মত একটি পেজ আসবে। (ব্রাউজার ভেদে আগে পরে হতে পারে।)

৪.  A. তে URL দিতে হবে। (আপনি যে ফাইলটি আপনার স্টোরে আপলোড করতে চান সে ফাইল টি র লিংক টি দিতে হবে। নিচের উদাহরনটি দেখুন।
৫.  আর B থেকে আপনার গুগল ড্রেইভটি সিলেক্ট করুন। (এখান থেকে আরো কয়েকটি ড্রাইভে ফাইল আপলোড করা যায়।)

6. এবার আপলোড বাটনে ক্লিক করলে নিচের মত দেখতে পাবেন আর আপনার ই-মেইল সনাক্ত করতে বলবে।

৭. এবার আপনার গুগল ড্রাইভ শো করবে। (একেবারে আপনার পিসির ড্রাইভের মত।) যেখানে রাখতে চান সিলেক্ট করুন। তারপর সেভ বাটনে ক্লিক করলেই ফাইল আপলোড হওয়া শুরু করবে। নিচের চিত্র দেখুন .

এবার আপনার ড্রাইভে গিয়ে দেখেন তা সেভ হয়ে গেছে।