Saturday, June 30, 2012

Skype থেকে ভিডিও রেকর্ড করুন ছোট একটি সফটওয়্যার দিয়ে খুব সহজে

Skype থেকে ভিডিও রেকর্ড করুন ছোট একটি সফটওয়্যার দিয়ে খুব সহজে!

bismillahir Rahmanir Rahim0113 Skype থেকে ভিডিও রেকর্ড করুন ছোট একটি সফটওয়্যার দিয়ে খুব সহজে!

আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। আমরা যারা ইন্টারনেট ব্যাবহার করি খুব তাদের মধ্যে অনেকেই কথা বলার জন্য Skype ব্যাবহার করে থাকি। ইন্টারনেট এ ফ্রীতে কথা বলার জন্য এর থেকে ভালো সফটওয়্যার নাই। শুধু কি কথাই! না সাথে যার সাথে কথা বলি তাকে ইচ্ছা করলে দেখতেও পাই মানে ভিডিও কলও করা যায়। আপনারা যারা skype ব্যাবহার করেন সবাই জানেন ইন্টারনেট এ ফ্রী অডিও/ভিডিও কল করার জন্য skype এর বিকল্প নাই। মাঝে মাঝে আমাদের মনে হয় ইস!যার সাথে কথা বলছি ভিডিও যদি ধারন করে রাখতে পারতাম! তবে হ্যাঁ তাদের জন্য আর কোন চিন্তা নেই। আমি আজ আপনাদের এমন একটি সফটওয়্যার দিবো যার মাধ্যমে খুব সহজেই Skype এর ভিডিও ধারন করে রাখতে পারবেন।
skype Skype থেকে ভিডিও রেকর্ড করুন ছোট একটি সফটওয়্যার দিয়ে খুব সহজে!

সফটওয়্যারটি সাইজে ছোট আর অবশ্যই ফুল ভার্সন। সফটওয়্যারটির নাম Evaer Video Recorder for Skype. এর মাধ্যমে আপনি ভিডিও/অডিও কল সহজে রেকর্ড করে রাখতে পারবেন। icon smile Skype থেকে ভিডিও রেকর্ড করুন ছোট একটি সফটওয়্যার দিয়ে খুব সহজে!

Evaer – চমৎকার স্কাইপ ভিডিও ও অডিও রেকর্ডার এর বৈশিষ্ট্যঃ-
►►► উচ্চ মানের ভিডিও এবং অডিও রেকর্ড এর ক্ষমতা।
►►► স্বয়ংক্রিয় চ্যাটের উত্তর।
►►► চাইলে MP3 তে অডিও রেকর্ড করার সুবিধা।
►►► চাইলে সফটওয়্যারটি আপডেট দিতে পারবেন ।
►►► এছাড়াও থাকছে আরও অনেক সুবিধা। আপনি ব্যাবহার করলেই বুঝতে পারবেন।

তাহলে দেরি না করে মিডিয়াফায়ার থেকে ডাউনলোড করতে ক্লিক করুন এখানে।
অথবা
জাম্বু থেকে ডাউনলোড করতে চাইলে এখানে ক্লিক করুন।
অপারেটিং সিস্টেমঃ-
32 Skype থেকে ভিডিও রেকর্ড করুন ছোট একটি সফটওয়্যার দিয়ে খুব সহজে!
সব ধরনের উইন্ডোজ ভার্সন ৩২বিট এবং ৬৪বিট এ ব্যাবহার করতে পারবেন।

তাহলে মনের আনন্দে রেকর্ড করুন আপনার Skype ভিডিও এবং অডিও কল। আজ এ পর্যন্তই।

১০১ টি মজার জিনিস যা অনলাইনে করবেন


১০১ টি মজার জিনিস যা অনলাইনে করবেন ;)



১ম পর্ব 
অনলাইনে রয়েছে মিলিয়ন মিলিয়ন ওয়েবসাইট । সবগুলোতে নিশ্চয়ই ঢু মারা সম্ভব না । এখানে আপনাদের জন্য ১০১ টি মজাদার ওয়েবসাইট শেয়ার করলাম , যেগুলোতে ঢুকে অনেক মজা করতে পারবেন , শিখতে পারবেন অনেক কিছু আর নিমিষেই দূর করতে পারবেন মনের বিষন্নতা । দু পর্বের লেখার প্রথম পর্ব দিলাম আজ । শুভ হোক আপনার অনলাইন ভ্রমণ । ;) 




০. প‌্যারিসের আইফেল টাউয়ারের উপরে উড়তে চান আর শহর ঘুড়ে দেথতে চান ?অনেক মজা পাবেন । ;)

১. বিনামূ্ল্যে সুন্দর ও উচ্চ রেজ্যুলুশনের ওয়ালপেপার দিয়ে আপনার ডেস্কটপ কে সাজাতে চান , তাহলে সরাসরি চলে যান এই সাইটে । B-) 

২. আপনার বাসাকে / থাকার ঘরকে কি সুন্দরভাবে সাজাতে চান অথবা পুন:বিন্যস্ত করতে চান তাহলে এই ওয়েবসাইটের সাহায্য নিতে পারেন B-) 

৩. কারুর গোপন কিছু পড়তে চান ? দেখুন উপায় ;)

৪.চিঠি নিয়ে খেলুন এবং কিছু শব্দ বের করতে চেষ্টা করুন । মোটেও সহজ কাজ নয় ;)

৫. বিনামূল্যে অডিও বই নিন ! হ্যাঁ , সম্পূর্ণ বিনামূল্যে । :)

৬. অসাধারন সুন্দর কিছু কিউটি ছবি দেখতে চান , তাহলে ঘুরেই আসুন এখান থেকে । 

৭.আপনি কি নতুন কোন ভাষা শিখতে আগ্রহী ? তাহলে আর অপেক্ষা না করে চলে যান এখানে 

৮. এক গোলগাল লোকের বিখ্যাত গানের সাথে নাচ দেখুন । :D:P

৯ . ভাবছেন নিজেই কিছু রেঁধে ফেলবেন রাতের বেলা । তাহলে এই পোর্টালটি থেকে মজাদার সব খাবারের রেসিপি দেখে নিতে পারেন ---- ইয়ামম্মি ;)

১০. ছবি এবং ভিডিও - বাস্তব জীবনে বিভিন্ন পরিস্থিতিতে সুস্পষ্ট ভুল পাওয়া ব্যর্থ ব্লগ ​​তালিকা । 

১১. অ্যান্টার্কটিকার কিছু ওয়েবক্যামে দেখুন পেঙ্গুইন-রা ঠিক এই মুহূর্তে কি করছে ;)

১২. Angela Fraleigh এর কিছু অসাধারন তৈলচিত্র দেখুন , সত্যিই অসাধারন । 

১৩. Guido Daniele এর অবিশ্বাস্য সব হাতের পেইনাটিং দেখুন । নিশ্চিত অবাক হবেন ।

১৪ . ওহ! এবার দেখুন Guido Daniele এর অবিশ্বাস্য সব বডি পেইন্টিং 

১৫ . না মজা নয় , একটি সত্যিকারের কুকুর স্কেইট্ বোর্ডিং করছে ! ভিডিও দেখুন 

১৬. যেখানে বিনামূল্যে ইন্টারনেট পেতে পারেন । ভ্রমণের সময় কাজে লাগতে পারে । 

১৭. একটি নামহীন / বেনামী ইমেইল অথবা এসএমএস পাঠাতে চান ? তাহলে এখানে চলে যান । ;)

১৮ . বিনামূল্যে ২৪/৭ টেকি সাহায্য/সাপোর্ট পেতে চান ? তাহলে জলদি এখানে দৌড় দেন 

১৯. উদ্বুদ্ধ হোন বিশ্বের শীর্ষ ব্যক্তিদের দ্বারা - ( অনুপ্রেরণামূলক ভিডিও এর ওয়েবসাইট )---অনেক দারুন একটা সাইট 

২০ . আপনার মস্তিস্ক কে পরিস্কার ও ধারালো করতে চান , তাহলে বিনামূল্যে গেম খেলে বৃদ্ধি করুন আপনার আই কিউ । 

২১. জয়েন করলেই আপনার ইনবক্সে প্রতিদিন মজার সব জোকস চলে আসবে । সম্পূর্ণ ফ্রী;)


২২.বই তৈরি করুন এবং বিক্রয় করুন Blurb.com এ । B-)

২৩. ধাঁধাঁর খেলা থেকে হাসির জিনিস সবই আছে এখানে । এছাড়াও মজা করতে পারবেন আপনার বন্ধুদের সাথে । ;)

২৪. আপনি হিবিজিব কোন কিছু লিখতে পারেন বা আঁকতে পারেন । 

২৫ . কারও সাথে কৌতুক করতে চান বা কাউকে বোকা বানাতে চান ? এখানে প্রচুর আইডিয়া পাবেন । 

২৬. আপনার বানানো বিভিন্ন slideshows গুলো এখানে শেয়ার ও আপলোড করতে পারেন । 

২৭. পড়ার জন্য অসংখ্য ফ্রী বই পাবেন এখানে । 

২৮. এখানে পোস্টকার্ড বিনিময় ও বন্ধুত্ব করতে পারেন । 

২৯ .ছবি, চিঠি ও আরও অনেক কিছুর ASCII চিত্র আঁকতে পারেন এখানে । (অনেক মজার ) 

৩০ . আপনার ব্যবসায়িক নেটওয়ার্ক তৈরি করুন । B-)

৩১. একসাথে আপনি কতটি টি-শার্ট পড়তে পারবন একটার উপর আরেকটা এভাবে ? টি-শার্ট পড়ার গিনেস বুক রেকর্ডের ভিডিওটি দেখুন । :D

৩২ . ইংরেজীতে ভালভাবে লিখতে ও বলতে চান ? আপনার ইংরেজী স্কিলের দ্রুত উন্নতির জন্য চলে যান এখানে । 

৩৩. একটি শিশুর অসাধারন নাচ দেখুন । :D

৩৪. এবার দেখুন আরেক লিটল সুপারস্টারের নাচ ;) 

৩৫ . আপনার ডেস্কটপের জন্য উচ্চমানের আর্থ ওয়ালপেপার পেতে এখানে খুঁজুন । 

৩৬. পৃথিবীজুড়ে থাকা বিভিন্ন জায়গা দেখুন ওয়েবক্যামে । 

৩৭ . অবিশ্বাস্য পরিসংখ্যান শিল্পের ছবি দেখুন । 

৩৮ .এই সরঞ্জাম এবং টুলসগুলো দিয়ে আঁকতে থাকুন মানুষের মুখ । ;)

৩৯. ফ্যাব্রিক দিয়ে কিভাবে বিভিন্ন জিনিস তৈরি করবেন । জানতে হলে দেখুন । 

৪০ . কিভাবে একটি শার্ট ভাঁজ করবেন । কিভাবে একটি শার্ট ভাঁজ করবেন । 

৪১ . আপনার নিজের নামের সাথে Anagrams করুন ;)

৪২ . কয়েক হাজার দারুন অ্যানিমেটেড ছবি পাবেন এখানে । 

৪৩ . কেন ইমেইল দ্বারা কিছু ফুল পাঠান না 

৪৪ .৫০ টি লিস্টের মাধ্যমে আপনার স্পিরিট সম্পর্কে লিখুন । ( অনুপ্রেরণামূলক ) 

৪৫ . রহস্যময় আমেরিকা : আমেরিকার ভৌতিক ও অদ্ভূত রহস্যময় ঘটনা সম্পর্কে জানুন । 

৪৬ . বিভিন্ন কাজ কাজ করার নিয়ম নিয়ে হাজার খানেক কার্যকরী ভিডিও টিউটরিয়াল । 

৪৭ . ড্রেসআপ করান আপনার ল্যাপটপ কে । ;) 

৪৮ . কারও মুখে ঘুষি মারতে চান ? এই ভদ্রমহিলাকে দেখুন এবং উনার কাছ থেকে শিখুন ।;) :D

৪৯ . শেক্সপিয়রের সম্পূর্ণ রচনা পড়ুন এখানে । 

৫০ . সুন্দর ও ফুটফুটে পশু শিশুদের ছবি । 




চলবে....................................