Saturday, April 15, 2017

Windows 10/7/8 এর Password Reset করুন সহজ পদ্দতিতে।

Windows 10/7/8 এর Password Reset করুন সহজ পদ্দতিতে।




আসসালামু আলাইকুম। সবাইকে বাংলা শুভ নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আজকের লেখা শুরু করছি। আগামী দিন গুলো সবাই সুখে এবং আনন্দে কাটান এটাই কামনা করি সারাক্ষন। আজ খুবই কমন একটা সমস্যার সমাধান নিয়ে টিউন করতে বসলাম। যারা কম্পিউটার ব্যবহার করেন তাদের অনেকের ক্ষেত্রে এই সমস্যাটা হয়ে থাকে।
অনেক সময় Computer এ আমরা সিকিউরিটির কারণে Password ব্যবহার করে থাকি। আর এই Password ভুলে যায় অনেকেই। আজ আমি খুবই সহজ উপায়ে আপনার ভুলে যাওয়া পাসওয়ার্ড কিভাবে Reset করবেন তার সমাধান নিয়ে আলোচনা করব। নিচের স্টেপগুলো ফলো করেন আর যদি বুঝতে সমস্যা হয় তাহলে নিচে ভিডিও লিংক দেওয়া আছে বিস্তারিত দেখে নিতে পারেন।

Step - 01 :

প্রথমে আপনি Lazesoft নামের  একটা ফ্রি সফটওয়্যার ডাউনলোড  করে নিতে হবে। সফটওয়্যারের ডাউনলোড লিংক নিচের ভিডিও Description  এ দেওয়া আছে। সফটওয়্যারেটি ডাউলোড করে নেওয়ার পর তা আপনি যেকোন কমপিউটারে ইন্সষ্টল করুন।

Step - 02 :

Software টি ইন্সষ্টল করার পর আপনি এখন মিনিমাম 1 GB ডাটা ধারন করে এমন একটি মেমরী কার্ড বা পেন ড্রাইভ পিসিতে প্রবেশ করান। এবং সফটওয়্যারটি ওপেন করুন। তার পর পেনড্রাইভটি বুটেবল করুন।

Step -03 :

Pendrive বা USB Device বুটেবল হওয়ার পর আপনার যে পিসির পাসওয়্যার ভুলে গেছেন সেই পিসিতে পেনড্রাইভ দিয়ে তার পর পিসে রিস্ট্রার্ট দেন। এবং বুট অপশন পেনড্র্রাইভ সিলেক্ট করে সফটওয়্যারটি রান করুন। এবং তারপর দেখবেন সফওয়্যারটি আপনার পিসেতে রান হবে এবং আপনার পিসির ইউজার একাউন্টগুলো দেখাবে এবং কোন ইউজার একাউন্ট পাসওয়ার্ড রিসেট করবেন সেটা সিলেক্ট করে রিসেট দেন। দেখবেন আপনার পাসওয়ার্ড চলে গেছে।

http://www.techtunes.com.bd/windows/tune-id/488185

খুব সহজেই Dual or Multiple Audio Movie তৈরী করুন সাথে subtitle add করুন।

খুব সহজেই Dual or Multiple Audio Movie তৈরী করুন সাথে subtitle add করুন।



আসসালামু আলাইকুম।
আশাকরি সবাই ভালোই আছেন আমিও আপনাদের দোয়ায় ও আল্লাহর রহমতে ভালোই আছি।
আজকে কি নিয়ে লিখবো আশা করি নাম দেখে বুঝে গেছেন না বুঝলে সমস্যা নেই আমি আছি তো। অনেকেই আছেন যারা যানেন না যে কিভাবে Dual or Multiple Movie তৈরী করবেন সাথে subtitle যুক্ত করবেন। আমি যেটা দেখাব সেটা করতে অবশ্যই PC বা Laptop ব্যবহার করতে হবে। এ পদ্ধতিতে original video এর রেজুলেশনের কোন পরিবতন হয় না তবে video গুলো mkv Format এ পরিনত হবে। আমার জানা মতে এটাই সবচেয়ে সহজ পদ্ধতি বলে আমি মনে করি। যাই হোক আমি সবদা অজানা বা নতুন কিছু শেখানোর চেষ্টা করি। আর কথা না বাড়াই তো চলুন
কিভাবে কাজ করবেন সেটার জন্য একটু কষ্ট করে নিচের ভিডিওটি দেখতে হবে
আশা করি টিউনটি সবার ভাল লেগেছে সমনে আর নতুন কিছু নিয়ে হাজির হব তত দিন সুস্থ থাকুন ভাল থাকুন আল্লাহ্ হাফেজ।

http://www.techtunes.com.bd/tutorial/tune-id/488248