Saturday, April 15, 2017

Windows 10/7/8 এর Password Reset করুন সহজ পদ্দতিতে।

Windows 10/7/8 এর Password Reset করুন সহজ পদ্দতিতে।




আসসালামু আলাইকুম। সবাইকে বাংলা শুভ নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আজকের লেখা শুরু করছি। আগামী দিন গুলো সবাই সুখে এবং আনন্দে কাটান এটাই কামনা করি সারাক্ষন। আজ খুবই কমন একটা সমস্যার সমাধান নিয়ে টিউন করতে বসলাম। যারা কম্পিউটার ব্যবহার করেন তাদের অনেকের ক্ষেত্রে এই সমস্যাটা হয়ে থাকে।
অনেক সময় Computer এ আমরা সিকিউরিটির কারণে Password ব্যবহার করে থাকি। আর এই Password ভুলে যায় অনেকেই। আজ আমি খুবই সহজ উপায়ে আপনার ভুলে যাওয়া পাসওয়ার্ড কিভাবে Reset করবেন তার সমাধান নিয়ে আলোচনা করব। নিচের স্টেপগুলো ফলো করেন আর যদি বুঝতে সমস্যা হয় তাহলে নিচে ভিডিও লিংক দেওয়া আছে বিস্তারিত দেখে নিতে পারেন।

Step - 01 :

প্রথমে আপনি Lazesoft নামের  একটা ফ্রি সফটওয়্যার ডাউনলোড  করে নিতে হবে। সফটওয়্যারের ডাউনলোড লিংক নিচের ভিডিও Description  এ দেওয়া আছে। সফটওয়্যারেটি ডাউলোড করে নেওয়ার পর তা আপনি যেকোন কমপিউটারে ইন্সষ্টল করুন।

Step - 02 :

Software টি ইন্সষ্টল করার পর আপনি এখন মিনিমাম 1 GB ডাটা ধারন করে এমন একটি মেমরী কার্ড বা পেন ড্রাইভ পিসিতে প্রবেশ করান। এবং সফটওয়্যারটি ওপেন করুন। তার পর পেনড্রাইভটি বুটেবল করুন।

Step -03 :

Pendrive বা USB Device বুটেবল হওয়ার পর আপনার যে পিসির পাসওয়্যার ভুলে গেছেন সেই পিসিতে পেনড্রাইভ দিয়ে তার পর পিসে রিস্ট্রার্ট দেন। এবং বুট অপশন পেনড্র্রাইভ সিলেক্ট করে সফটওয়্যারটি রান করুন। এবং তারপর দেখবেন সফওয়্যারটি আপনার পিসেতে রান হবে এবং আপনার পিসির ইউজার একাউন্টগুলো দেখাবে এবং কোন ইউজার একাউন্ট পাসওয়ার্ড রিসেট করবেন সেটা সিলেক্ট করে রিসেট দেন। দেখবেন আপনার পাসওয়ার্ড চলে গেছে।

http://www.techtunes.com.bd/windows/tune-id/488185

খুব সহজেই Dual or Multiple Audio Movie তৈরী করুন সাথে subtitle add করুন।

খুব সহজেই Dual or Multiple Audio Movie তৈরী করুন সাথে subtitle add করুন।



আসসালামু আলাইকুম।
আশাকরি সবাই ভালোই আছেন আমিও আপনাদের দোয়ায় ও আল্লাহর রহমতে ভালোই আছি।
আজকে কি নিয়ে লিখবো আশা করি নাম দেখে বুঝে গেছেন না বুঝলে সমস্যা নেই আমি আছি তো। অনেকেই আছেন যারা যানেন না যে কিভাবে Dual or Multiple Movie তৈরী করবেন সাথে subtitle যুক্ত করবেন। আমি যেটা দেখাব সেটা করতে অবশ্যই PC বা Laptop ব্যবহার করতে হবে। এ পদ্ধতিতে original video এর রেজুলেশনের কোন পরিবতন হয় না তবে video গুলো mkv Format এ পরিনত হবে। আমার জানা মতে এটাই সবচেয়ে সহজ পদ্ধতি বলে আমি মনে করি। যাই হোক আমি সবদা অজানা বা নতুন কিছু শেখানোর চেষ্টা করি। আর কথা না বাড়াই তো চলুন
কিভাবে কাজ করবেন সেটার জন্য একটু কষ্ট করে নিচের ভিডিওটি দেখতে হবে
আশা করি টিউনটি সবার ভাল লেগেছে সমনে আর নতুন কিছু নিয়ে হাজির হব তত দিন সুস্থ থাকুন ভাল থাকুন আল্লাহ্ হাফেজ।

http://www.techtunes.com.bd/tutorial/tune-id/488248

Sunday, April 3, 2016

সরাসরি ইন্টরনেট থেকে গুগল-ড্রাইভে ফাইল আপলোড করুন।

সরাসরি ইন্টরনেট থেকে গুগল-ড্রাইভে ফাইল আপলোড করুন।



সরাসরি ইন্টরনেট থেকে গুগল-ড্রাইভে ফাইল আপলোড করুন।

আমাদের অনেক সময় প্রয়োজন হয় নেট থেকে সরাসরি ডাউনলোড না করে নিজেদের স্টরে ফাইল আপলোড করার। অথবা আমরা যদি কোন ফাইল আপলোড করতে চাই তাহলে প্রথমে ডাউনলোক করে আপলোড করতে হয়। কিন্তু নিচের প্রদ্ধতিতে আমরা সরাসরি ফাইল আপলোড করতে পারি। এত করে সময়,নেট ব্যালেঞ্চ, এবং স্টোরেজ সবই বাচবে।
১. প্রথমে http://ctrlq.org/save/ এ ক্লিক করুন। নিচের মত একটি পেজ আসবে।

২. এখানে আপনার ই-মেইল দিয়ে সাইন ইন করুন। (আগে থেকে গুগলে সাইন ইন করা থাকলে ক্লিক করলেই সাইন ইন হয়ে যাবে।)
৩. সাইন ইন করলে নিচের মত একটি পেজ আসবে। (ব্রাউজার ভেদে আগে পরে হতে পারে।)

৪.  A. তে URL দিতে হবে। (আপনি যে ফাইলটি আপনার স্টোরে আপলোড করতে চান সে ফাইল টি র লিংক টি দিতে হবে। নিচের উদাহরনটি দেখুন।
৫.  আর B থেকে আপনার গুগল ড্রেইভটি সিলেক্ট করুন। (এখান থেকে আরো কয়েকটি ড্রাইভে ফাইল আপলোড করা যায়।)

6. এবার আপলোড বাটনে ক্লিক করলে নিচের মত দেখতে পাবেন আর আপনার ই-মেইল সনাক্ত করতে বলবে।

৭. এবার আপনার গুগল ড্রাইভ শো করবে। (একেবারে আপনার পিসির ড্রাইভের মত।) যেখানে রাখতে চান সিলেক্ট করুন। তারপর সেভ বাটনে ক্লিক করলেই ফাইল আপলোড হওয়া শুরু করবে। নিচের চিত্র দেখুন .

এবার আপনার ড্রাইভে গিয়ে দেখেন তা সেভ হয়ে গেছে।

Saturday, November 17, 2012

pskiller.com এখানে যে কোন ছবি আপলোড করলেই এনালাইসিস করে বলে দেয় এটা ফটোশপে এডিট কি না

যে কোন ছবি ফটোশপে এডিট কিনা নাকি সেটা র (RAW) সেটা বোঝার জন্য নেটে অনেক ওয়েব সাইট পাওয়া যায়। যেমন www.pskiller.com এখানে যে কোন ছবি আপলোড করলেই এনালাইসিস করে বলে দেয় এটা ফটোশপে এডিট কি না।

Saturday, November 10, 2012

ওয়েব ডিজাইনারদের জন্য জটিল ডিজাইনের একটি Navigation Bar

ওয়েব ডিজাইনারদের জন্য জটিল ডিজাইনের একটি Navigation Bar।

Ads by Techtunes - tAds
Akhoni.com - Place for The Best Deals
সবাইকে অনেক শুভেছা জানাচ্ছি।
অনেক দিন ধরে টিউন করবো করবো কিন্তু টাইম নামের কি যেন একটা আছেনা ওটাকে কোন ভাবেই যেন ধরতে পারছিলামনা। যাই হোক আজ ধরেই পেল্লাম।
আমার আজকের এই টিউনটা পরীক্ষামুলক,  ওয়েব ডিজাইন এর উপর একটা ধারাবাহিক টিউনের সব কল্পনা জল্পনার অবশান ঘটিয়ে ফেলিছি, খুব শীগ্রোই আপনাদের সামনে নিয়ে আসবো ইনসাল্লাহ তালা।
আজকেও আপনাদের ভালো কিছু উপহার দিবো আশাকরি।
সেই উপহারটি একটি জটিল ধরনের Navigation Bar
যেটার নাম দিয়েছি আমি “পানির ডেউ
নাম শুনে বুঝতেই পারছেন ডিজাইনটা কেমন হবে।
তো দেরি না করে চলুন তৈরি করে ফেলি সেই পানির ডেউ।
প্রথমে নিচের লিঙ্ক থেকে File টি ডাউনলোড করেনিন,
linkটি
এরপর Fileটিকে Extract করুন, করার পর jsfile নামের একটি ফোল্ডার পাবেন, সেই ফোল্ডারটির ভিতরে আর একটি js নামের ফোল্ডার পাবেন ওগুলো ধরার প্রয়োজন নাই। তারপর নিচের Code গুলো Copy করে সরাসরি সেই jsfile নামের ফোল্ডারটিতে index.html অথবা আপনারইচ্ছা.html এই নামে সেইভ করবেন ।
(বিঃদ্রঃ js নামের ফোল্ডারটির ভিতরে সেইভ করবেননা)
“”কোড সেইভ করার নিয়ম- আপনার কম্পিউটার এর নোটপেড ওপেন করুন কোড টি copy করে past করুন এবং Save As করুন index.html অথবা আপনারইচ্ছা.html এই নামে সেইভ করুন।”"
আর অবশ্যই কিছু জানার থাকলে বা নাবুঝলে Comments করবেন।
“আর একটি কথাঃ
আপনার একটি  Comment আমাকে আনেক বেশী উৎসাহ জোগাবে আপনাকে নতুন কিছু শেখানোর ♥।”
আমার ওয়েব ডিজাইন পেইজ।
Code:
<!DOCTYPE html>
<head>
<title>facebook.com/WebsiteDevelop</title>
<link href="js/style.css" rel="stylesheet" type="text/css">
<script type="text/javascript" src="js/jquery_002.js"></script>
<script type="text/javascript" src="js/jquery_003.js"></script>
<script type="text/javascript" src="js/jquery_004.js"></script>
<script type="text/javascript">
$(document).ready(function(){
$(".logobanner").mouseover(function(){
$(".logobanner span").fadeIn("fast");
$(".logobanner span").animate({top:27},"fast");
});
});
$(document).ready(function(){
$(".logobanner").mouseout(function(){
$(".logobanner span").animate({top:25},"fast");
$(".logobanner span").fadeOut("fast");
});
});
$(function() {
$("#1, #2, #3").lavaLamp({
fx: "backout",
speed: 700,
click: function(event, menuItem) {
}
});
});
$(document).ready(function(){
$("input[type=file]").change(function(){$(this).parents(".uploader").find(".filename").val($(this).val());});
$("input[type=file]").each(function(){
if($(this).val()==""){$(this).parents(".uploader").find(".filename").val("");}
});
});
</script>
</head>
<body>
<ul id="2">
<li><a href="#">Home</a></li>
<li><a href="#">About</a></li>
<li><a href="#">Services</a></li>
<li><a href="#">Coontact us</a></li>
<li><a href="#">Button 1</a></li>
<li><a href="#">Button 2</a></li>
<li><a href="#">Button 3</a></li>
<li><a href="#">Button 4</a></li>
<li><a href="#">Button 5</a></li>
<li><a href="#">Button 6</a></li>
</ul>
</body>
</html>

কম নেট স্পিড আর চিন্তা নেই অনলাইন টিভি থেকে শুরু করে সব ভিডিও দেখুন কোন বাফারিং ছারা

কম নেট স্পিড আর চিন্তা নেই অনলাইন টিভি থেকে শুরু করে সব ভিডিও দেখুন কোন বাফারিং ছারা

প্রথমে সকলকে জানায় আমার আন্তরিক শুভেচ্ছা।আমাদের বেশির ভাগের বেশি স্পিড দেয় এমন নেট কানেকশন ব্যবহার করতে পারি না কারন অনেক টাকা দিতে হয় যেটা আমাদের ক্ষমতায় বাহিরে ফলে আমরা বলতে যাদের নেটে স্পিড কম তারা অনলাইন ভিডিও (অন লাইন গান,সিনেমা, টিভি চ্যানেল ,বা যে কোন ভিডিও)দেখার সুখ থেকে বণ্চিত হই।কিন্তু আর হবে না ।প্রশ্ন কি করে হবে? উত্তর- প্রথমে আপনাকে real player ডাউনলোড করে ইনস্টল করতে হবে । পাবেন এইhttp://realplayer.en.softonic.com/ খানে। তারপর mozilla firefox ওপেন করে সেটিং এ options ওপেন করে applications এ rtsp কে use real player (default) করতে হবে। এ বার mozilla firefox খুলে এইhttp://nisha4you.wapka.mobi/site_349.xhtml এই সাইটে যান যে টিভি চ্যানেল দেখতে চান সেকানে watch ক্লিক করুন আর কোন buffering ছারা দেখুন তা ছারা ও (১) http://m.vuclip.com/ (২) http://m.youtube.com/ দুটো সাইটের যে কোন একটি তে যান আর online video কোন buffering ছারা উপভোগ করুন । আর একটা কথা যারা rtsp খুজে পাননি তারা real player ডাউনলোড করে ইনস্টল আর উপরে দেওয়া দুটো সাইটের যে কোন একটি তে যান আর প্রথমে ১ এ তারপর ২ এ ক্লিক করুন online video কোন buffering ছারা উপভোগ করুন । কিন্তু ভাই সব ভিডিও গুলি একটু খারাপ কোয়ালিটির (ভাই আমরা গরীব মানুষ চলুন দুধের স্বাদ ঘোলে মেটায়) হবে মানে 3gp ফরমাটের হবে আর একটা কথা আপনি গুগুল ক্রোমে ও দেখতে পারবেন আবার কাজটা vlc player দিয়েও হয় কিন্তু মজিলা ফায়ারফক্স আর রিয়েল প্লেয়ার হলে ভালো হয় । আমার ভাই দের যদি একটু কাজে লাগে তাহলে আমি খুব আনন্দ পাবো কারন লাইভ টিভি দেখার পদ্ধতি টা আমি খুব কস্ট করে বার করেছি।ভালো থাকুন।