Tuesday, October 23, 2012

কিছু ইন্টারেস্টিং স্পর্শকাতর তথসেবাদানকারী ওয়েবসাইট ও তাদের অদ্ভুত সেবা

কিছু ইন্টারেস্টিং স্পর্শকাতর তথসেবাদানকারী ওয়েবসাইট ও তাদের অদ্ভুত সেবা

এমন কিছু ওয়েবসাইট আছে যেগুলো মানুষের ব্যক্তিগত তথ্য খুঁজতে তার ইউজারদের সাহায্য  করে। ব্যাপারটা স্পর্শকাতর হলেও দিনের পর দিন সাইটগুলো তাদের সেবা দিয়েই যাচ্ছে। সাইটগুলো বেশিরভাগই ক্রমবর্ধমান জনসংখ্যার এই বিশ্বে কোন নির্দিষ্ট মানুষকে খুঁজে বের করার কাজটি করে।
 কিছু ইন্টারেস্টিং স্পর্শকাতর তথসেবাদানকারী ওয়েবসাইট ও তাদের অদ্ভুত সেবা
Wikileaks এর এসব ছোটভাইদের সাথে আসুন পরিচিত হই।

  • WhitePages হল এমন একটি সাইট যা লোকেদের নাম, ঠিকানা বা ফোন নাম্বার কোন একটি জানলে তাকে খুঁজে পেতে সাহায্য করে।

  • FriendFeed সাইটটি হল তাদের জন্য যাদের বন্ধুরা বিভিন্ন সামাজিক যোগাযোগ সাইটে ছড়িয়ে ছিটিয়ে আছেন। সাইটটি আপনাকে সবগুলো সাইটে আপনার বন্ধুরা কে কি শেয়ার করছেন সব একসাথে এনে হাজির করবে। এটি প্রায় সব প্রতিষ্ঠিত সামাজিক যোগাযোগ সাইট সাপোর্ট করে।

  • Spock এই সাইটটি একজনের স্কুল, অফিস, ছবি, সামাজিক নেটওয়ার্ক ইত্যাদি পর্যালোচনা করে বিভিন্ন সামাজিক যোগাযোগ সাইটে তার উপস্থিতি নিশ্চিত করে, তার ব্লগ, ছবি ইত্যাদিও খুঁজে বের করে।

  • GlassDoor এই সাইট আপনাকে দিবে এক অন্যরকম মজা। নেটে একদম অতিথি লেখক হিসেবে (anonymous) আপনি আপনার চাকুরী জীবনের খিস্তি খেউড় করতে পারবেন। ফেসবুকে বসকে আচ্ছা মত ঝাল ঝেড়ে নিতে পারছেন না? এখানে আসুন। আর বাকি সুবিধাগুলো আর বললাম না, মজা রাখলাম।

  • SearchSystems প্রিমিয়াম ইনফো সাইট। আপনি সারা দুনিয়ার প্রায় ৩৬০০০ ডেথ রেকর্ড, বিয়ে, সম্পত্তি ইত্যাদি রেকর্ড দেখতে পারবেন। আর মাত্র মাত্র ৫ ডলারের বিনিময়ে আপনি এমনকি দেখতে পারবেন বিভিন্ন কোম্পানির ব্যাঙ্ক-রাপসি কিংবা কারো ক্রিমিনাল রেকর্ড !!

  • Criminal Searches আপনাকে দিচ্ছে কারো ক্রিমিনাল রেকর্ড জানার সুবিধা।  কে জানে আপনার যে আজ প্রতিবেশী, তার না জানা কত ভয়ংকর অতীত রয়েছে।

  • FundRace আপনি কি জানেন আপনার আশেপাশের কে কোন পলিটিক্যাল পার্টিকে নিয়মিত ডোনেশন দিয়ে যায়?? আর কিছু বলতে হবে?

যে কোন Apllication এ Password দিন

যে কোন Proggram বা Apllication এ Password দিন ।


আসসালামুআলাইকুম
সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ।
একটি কম্পিউটারে একাধিক ব্যবহারকারী থাকলে বিভিন্ন ধরনের নিরাপত্তাহীনতায় ভোগা স্বাভাবিক| আপনি যদি চান আপনার গুরুত্বপূর্ণ সফটওয়্যারটি (এ্যাপলিকেশন) আপনি ছাড়া অন্য কেউ খুলতে পারবে না তাহলে সেটা অন্য ব্যবহারকারীদের জন্য নিষিদ্ধ বা ব্লক করা বেশ কষ্টকর।
কিন্তু আপনি এ্যামপেথি সফটওয়্যার দ্বারা যেকোন এ্যাপলিকেশন পাসওয়ার্ড প্রোটেক্ট করতে পারবেন।
ডাউনলোড করুন >> 
এবার সফটওয়্যারটি চালু করে (ব্রাউজ) বাটনে ক্লিক করে যে এ্যাপলিকেশন পাসওয়ার্ড প্রোটেক্ট করতে চাচ্ছেন সেটি খুলুন। এবার নিচে দুইবার পাসওয়ার্ড দিয়ে Protect বাটনে ক্লিক করলে এ্যাপলিকেশনটি পাসওয়ার্ড প্রোটেক্ট হবে। এখন থেকে উক্ত এ্যাপলিকেশনটি চালু করতে গেলে পাসওয়ার্ড চাইবে, পাসওয়ার্ড ছাড়া সফটওয়্যারটি চালু করা যাবে না।
এ্যাপলিকেশনটি আনপ্রোটেক্ট করতে চাইলে এ্যামপেথি সফটওয়্যারটি চালু করে একই ভাবে পাসওয়ার্ড দিয়ে Unprotect বাটনে ক্লিক করলেই হবে।
ফ্রি এই সফওয়্যারটি উইন্ডোজের সকল সংস্করণে চলবে।

Sunday, October 21, 2012

চোখের পলকেই দেখে নিন আপনার পিসির যেকোন ড্রাইভের সকল ফাইল ও ফোল্ডার

চোখের পলকেই দেখে নিন আপনার পিসির যেকোন ড্রাইভের সকল ফাইল ও ফোল্ডার!!!!!

বিসমিল্লাহীর রাহমানির রাহীম
আসসালামুআলাইকুম, মহান আল্লাহ তায়ালার অশেষ করুনায় সম্ভবত সকলেই ভালোই আছেন।
আমি যখন ছোট বেলায় পেন্টিয়াম-২ অথবা পেন্টিয়াম-৩ পিসি চালাতাম তখন দেখতাম ঐসকল পিসির হার্ডডিক্স মাত্র ৫/১০/১৫/৩০ জিবি। এই কিছুদিন আগের কথা আমাদের বাসায় একটি পেন্টিয়াম-৩ ছিল যার হার্ডসিক্স মাত্র ৩০ জিবি ছিল। এখন অবশ্যই পিসিটি নাই তবে ৩০ জিবি হার্ডডিক্সটা কিন্তু আছে। আসলে বলতে চাচ্ছি যে,
আগে আমাদের হার্ডডিক্স গুলো ছোট ছিল ফাইল ও কম ছিল। কিন্তু এখন আমাদের হার্ডডিক্সও বড় হয়েছে ফাইলের পরিমাণ ও অগিনত হয়েছে। তাই ফোল্ডার টু ফোল্ডার ক্লিক করে করে গিয়ে ফাইল খুজে বের করা অনেকের জন্য ই কষ্টে ব্যাপার। অনেকের কথা বাদ দিলাম আমার কথাই বলি আমার পিসি তে এত ফাইল যে অনেক সময় ফাইলের নামটাও মনে থাকে না। তাই  সার্চ করতে গিয়ে হিমশিম খেতে হয়। তাই মনে মনে ভাবলাম যদি এমন একটি সফট পাই যার দ্বার আমার ড্রাইভগুলোর সবফাইলকে এক ক্লিকেই মনিটরিং করে দিবে। তাহলে খুব মজার হত। যা ভাবা তাই কাজ নেটে ঘুরতে ঘরতে পেয়ে গেলাম একটি সফট যার নাম “SpaceSniffer”। আমার কাছে খুবই ভালো লেগেছে এটি।
প্রথম কারণ হল এটি একটি পোর্টেবল সফট, তাই সেটআপের ঝামেলা নেই।
দ্বিতীয়ত, মাত্র একটা ক্লিকেই ড্রাইভের সব ফাইলকে মনিটরিং করতে পারে।
তৃতীয়ত, শুধুকি মনিটরিং? ফাইলে ডাবল ক্লিক করার সাথে সাথে তা ওপেন ও হয়।
চতুর্থত, এর ওজন মাত্র ৫৮৩ কেবি। যা শেয়ার করা ও সহজ হবে।
তাই যদি মনে করেন আপনার প্রয়োজন আছে তাহলে ডাউনলোড করে নিতে পারেন।
সেটআপের কোন ঝামেলাই নেই। কারণ আগেই বলেছি এটি একটি পোর্টেবল সফট।

IDM এর যেকোন ভার্সনকে ফুল ভার্সন বানিয়ে ব্যবহার করুন আজীবন

IDM এর যেকোন ভার্সনকে নিজেই হ্যাক করে, ফুল ভার্সন বানিয়ে ব্যবহার করুন আজীবন!!! (IDM এর রেজি: ঝামেলার দিন শেষ)

বিসমিল্লাহীর রহমানির রাহীম
আসসালামুআলাইকুম, মহান আল্লাহর রহমতে  সবাই ভাল থাকুন এই বলে আমার পোষ্ট শুরু করছি।
আজ আমি যে পোষ্টটি করতে যাচ্ছি তা হল ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য একটি অন্যতম জরুরী সফট IDM (Internet Download Manager) সম্পর্কি. এটি ব্যবহার করলে সুবিধার কোন শেষ নাই। আর অসুবিধা তো একটা থাকলেই চলে তা হল Serial key না থাকা। তবে অনেকে Crack, Patch প্রভূতি দিয়ে রেজি: এর কাজ চালান। আবার এখন দেখলাম Crack, Patch, সিরিয়াল প্রভূতি ছাড়াও এর ফুল ভার্সন পাওয়া যাচ্ছে। তবে আমার কথা হল কিভাবে এই IDM কে Crack, Patch, সিরিয়াল প্রভূতি ছাড়াই তৈরী করা হচ্ছে, আর ব্যবহার করা যাচ্ছে আজীবন। আমি সফটওয়্যার সম্পর্কে তেমন জানি না। কিন্তু খুজতে থাকলাম রহস্য। অবশেষ পেয়ে গেলাম। কিভাবে এটিকে HACK করে ফুল ভার্সন তৈরী করা যায়। তাই আগেই বলছি ভাই যারা IDM কে হ্যাক করতে পারেন তারা আমরার বকবকানি না শুনলেও চলবে অর্থাত আপনার জন্য ভাই এই পোষ্টটি না পড়লেও চলবে। আর যারা IDM কে HACK করার জন্য প্রস্তুতি
নিয়েছেন সেই সকল ভাইয়েদের জন্য মূল কথা লেখা শুরু করলাম।
### ভাই প্রথমেই বলছি এই কাজটি কিন্তু খুবই সহজ। বলতে গেলে পানির মতই সহজ। তবে শর্ত হল আপনাকে মনযোগ দিয়ে লেখাটি পড়তে হবে এবং ধৈর্য্য সহকারে কাজগুলো ধাপে ধাপে  গুলো করতে হবে। ###


১. সর্ব প্রথম এখানে ক্লিক করে ১ কেবি ওজনের একটি ফাইল ডাউনলোড করে নিন। এটি একটি Hosts ফাইল। তবে আপলোডের সুবিধার্থে আমি এটিকে .rar ফরম্যাটে রেখেছি। তাই Extract করার জন্য WinRAR বা 7ZIP ব্যবহার করুন।

২. যদি আপনার কাছে WinRAR বা 7zip না থাকে তাহলে আপনাদের সুবিধার্থে ডাউনলোড করার জন্য নিচের লিংক গুলো ফলো করুন এবং ডাউনলোড করে সেটআপ করে নিন ।( খুবই কাজের সফটওয়্যার)
“CLICK HERE FOR DOWNLOAD: THE WinRAR”(মাত্র ১.৩৩ এম বি)
“CLICK HERE FOR DOWNLOAD: 7zip” (মাত্র ৯০০ কেবি)
৩.  WinRAR বা 7zip সেটআপ হয়ে গেলে, প্রথমে ডাউনলোড করা ১কেবি ওজনের Hosts ফাইল টিতে রাইট বাটনর ক্লিক করে Extract এ ক্লিক করুন। দেখবেন Extract হয়ে গিয়েছে।
এখন আপনার পিসির Run এগিয়ে নিচের লেখাটি হুবহু পেষ্ট করে OK বাটনে ক্লিক করুন।
C:\WINDOWS\system32\drivers\etc

৪. দেখবেন নতুন একটি উইন্ডো এসেছে। এখানে Extract করা hosts ফাইলটির একটি কপি এনে পেষ্ট করুন। যদিকোন কিছু দেখায় তাহলে Replace বা Overwrite এ ক্লিক করুন।
৫. এখন সব কিছু ক্লোজ করে, পিসিকে রিষ্টার্ট দিন।
ব্যাস দেখবেন আপনার IDM এবার রেজি: ছাড়াই আজীবন কাজ করবে ইনশআল্লাহ।

যদি এই কাজ গুলো সঠিকভাবে করতে না পারেন তাহলে IDM সম্পর্কিত আমার আরেকটি পোষ্ট পড়ার জন্য নিচের লিংকে ক্লিক করুন।

যেকোন সাইটকে সম্পূর্ণ ডাউনলোড করে, কোন প্রকার ইন্টারনেটের কানেকশন ছাড়াই সাইটটি ব্রাউজ করুন

যেকোন সাইটকে সম্পূর্ণ ডাউনলোড করে, কোন প্রকার ইন্টারনেটের কানেকশন ছাড়াই সাইটটি ব্রাউজ করুন!!!


 বিস‌মিল্লাহীর রহমানির রাহিম
আসসালামুআলাইকুম, মহান আল্লাহ-তায়ালার রহমতে নিশ্চই সবাই ভালোই আছেন?
  আমারা যারা Dial-Up Modem ব্যবহার করি তারদের মধ্যে বেশীরভাগই কিন্তু মোবাইল অপারেটর থেকে নেট সাবক্রিপশন নিয়ে থাকি। আর বাংলাদেশের এসব মোবাইল অপারেটর গুলো হল এক একটা নাম্বার ওয়ান কসাই। জানি না আমার কথায় কি কেউ রাগ করলেন কিনা? তবে কেন বললাম জানেন? কারণ দেখেন বেশীরভাগ মোবাইল অপারেটর আছে যারা ১এমবি/৩এমবি/১৫এমবি/৯৯এমবি/১জিবি/আনলিমিটেড প্রভূতি রকমারি প্যাকেজ দিয়ে থাকে। তবে দেখার কথা হল তারা ১ এমবির দাম নেয় ৩/=প্রায়, ৩ এমবির দাম নেয় ১০/=প্রায়, আবার  ১৫ এমবির দাম নেয় ভ্যাট সহ প্রায় ৩৫ টাকা। দেখুন তো এ রকম যদি হয় নেট প্যাকেজের দাম তাহলে ভেবে দুখুনতো নেট ইউজ করা আমাদের মত মধ্যোবিত্ত বা নিম্ম মধ্যোবিত্তদের জন্য কি রকমের ব্যায়ব্যহুল? আবার যদি ১জিবি করি তাও ৩৪৫/- লাগবে। দেখাযাবে যে এক মাস মেয়াদের পূর্বেই আবার যদি শেষ হয়ে যায় তাহলে আবার নতুন করে প্যাকেজ নিতে হবে। আর আনলিমিটেড তো আকাশ ছোয়া ব্যাপার-স্যাপার যা মাত্র ৭০০টাকা প্রায়! তবে ঢাকাতে যারা নেট ব্যবহার করেন তাদের জন্য অনেক সুবিধা আছে। তাদেরকে মোবাইল অপারেটরদের মুখাপেক্ষী হতে হয় না।
আবার অনেক মোবাইল অপারেটর আছে যারা বিশেষ সুবিধা দিয়ে থাকে। যেমন আপনি যদি বাংলালিংক ব্যবহার করে থাকেন তাহল আপনার ফোনে *৭৮৯# (বিএল পাওয়ার মেনু) বা *৭৮৯*২*৩# ডায়াল করে ইন্টারনেট অপশনে গিয়ে দেখতে পাবেন যে ওরা ভোর ৫ট থেকে সকাল ১০টি পর্যন্ত মাত্র ২০টাকায় আনলিমিটেড প্যাকেজ দিচ্ছে। আমি মনে করি এটি অন্যতম একটি সুযোগ। কারণ অনেক সময় বড় বড় ফাইল ডাউনলোড করতে হয়। এসময় ৫ঘন্টার এই প্যাকেটি দারুন কাজে আসে। বা অনেক সময় অনেক ওয়েব সাইটকে আমাদের ঘন্টার পর ঘন্টা ব্রাউজ করতে হয়। কিন্তু লিমিটেড নেট কানেকশন নিয়ে ঘন্টার পর ঘন্টা ব্রাউজ করা আমাদের জন্য অসম্ভব হয়ে পরে। তাই ভাবলাম যদি ২০ টাকা দিয়ে ৫ঘন্টা আনলিমিটেড নেট কানেকশন পাই আর যদি এই সময়ের মধ্যে আমার প্রয়োজনীয় সাইটটিকে পুরোপুরি কপি করে পিসিতে রাখতে পারি তাহলে তো ইন্টারনেট কানেকশন ছাড়াই পরবর্তীতে পুরো সাইটিকে ব্রাউজ করতে পারব!! আর এই প্রয়াসে একটি সফটওয়্যার সংগ্রহ করলাম যার নাম BackStreet Browser(মাত্র ১.৭৭এমবি). এটি দিয়ে আপনি ওয়েব সাইটকে সম্পূর্ণ ডাউনলোড করে পিসিতে সেভ করে রাখতে পারবেন। পরবর্তীতে নেট কানেকশন ছাড়াও ব্রাউজ করতে পারবেন। তাই যদি মনে করেন যে আপনার এই সফটটি প্রয়োজন আছে তাহলে এখনি ডাউনলোড করতে পারেন।

আপলোডের সুবিধার্থে আমি এটিকে .rar আকারে রেখেছি। তাই এটিকে Extract করার জন্য WinRAR, 7zip প্রভূতি প্রয়োজন।
যদি আপনার কাছে WinRAR বা 7zip না থাকে তাহলে আপনাদের সুবিধার্থে ডাউনলোড করার জন্য নিচের লিংক গুলো ফলো করুন। ( খুবই কাজের সফটওয়্যার)
“CLICK HERE FOR DOWNLOAD: THE WinRAR”(মাত্র ১.৩৩ এম বি)
“CLICK HERE FOR DOWNLOAD: 7zip” (মাত্র ৯০০ কেবি)
WinRAR বা 7zip ডাউনলোড হয়েগেলে তা সেটআপ নিয়ে প্রথমে ডাউনলোড করা BackStreet Browser.rar নামক ফাইল টির উপর রাইট বাটন ক্লিক করে Extract করে নিন। এখন আর দশটি সফটয়ের মতই এটিকে সেটআপ করে নিন।
এর ব্যবহার বিধি মোটামুটি একেবারেই সহজ। তবে এটুকু বলতে পারি যে, সফটটি ওপেন করার পর New তে ক্লিক করার পর URL এর বক্সে আপনার কাঙ্খিত ওয়েব সাইটটি এড্রেসটি লিখুন তার পর ok বাটনে ক্লিক করুন। দেখবেন ডাউনলোড শুরু হয়ে যাবে (ইনশআল্লাহ)।

ভাই আমিওতো আপনার মতই একজন মানুষ। সুতরাং আমারওতো ভূল-ত্রূটি থাকতেই পারে, তাই না? [আল্লাহ হাফেজ]

 

Saturday, October 20, 2012

ফেইসবুক নোটিফিকেশান দিয়ে কি জিমেইল ইনবক্স ভরে গেছে?

ফেইসবুক নোটিফিকেশান দিয়ে কি জিমেইল ইনবক্স ভরে গেছে?


আমার প্রথম টিউনে সবাইকে স্বাগতম।
Facebook account নেই এমন মানুষ খুঁজে পাওয়া কষ্টকর;কিন্তু fb notification দিয়ে gmail account ভর্তি দেখলে অনেক সময় মাথাটা ঘুরে যায়,তাই এই ছোট্ট প্রয়াস।
  • প্রথমে আপনার gmail account এ log in করুন।
    এবার নিচের stepগুলো অনুসরন করুন।
    settings>levels>create a new level>এখানে facebook লিখে ওকে করুন।
  • এবারেsettings>filters>create a new filter>এখন একটা বক্স আসবে,এখানে প্রথম ঘর From: এ facebook লিখে ,নিচে next step এ চাপুন।
  • এবারে যে বক্স আসবে সেখানে skip the inbox সিলেক্ট করুন, apply the level সিলেক্ট করে সেখানে facebook নির্বাচন করুন
  • এবারে create filter সিলেক্ট করুন, দেখবেন facebook এর সব notification এক জায়গায় চলে এসেছে।
এভাবে আপনি আপনার inbox ও clear রাখতে পারবেন,আবার আপনার gmail account দেখে আর মাথা গরম ও হবে না আশা করি।
সবাই ভাল থাকুন.......................................।

GP তে ফ্রী ফেসবুক ব্যাবহার করুন

GP তে ফ্রী ফেসবুক ব্যাবহার করুন

ফ্রীতে ইউজ করেন ফেসবুক!!
১০০% নয় ২০০% নয় ৩০০% নয়
১০০০% ওয়ারকিং ট্রিক্সস!!
জিপি বাংলা দেশের ১ নং চোর কম্পানি ,
যে ভাবে পারতেছে পাবলিক কে বাঁশ
দিয়ে কোটি কোটি টাকা আয় করতেছে|
নেট ইউজ
করতে খরচ সবচেয়ে বেশি হয় ঐ জিপি তেই!
আমারা সাধারনত নেট ইউজ করি ফেসবুক চালাতেই |
কেমন হয়
যদি জিপির ফুল স্পীডে নেট ইউজ করা যায় ???
ব্যাপক মজানা কি?
জাস্ট নিচের স্টেপ গুলো ফলো করেন :-
1.Opera mini এর যে কোন ভার্সন
2. এখন অপেরা র এড্রেস
বারে গিয়ে 0.facebook.com
লেখে এন্টার করুন
!!Done!!!!
ফুল স্পীডে ফেসবুক ইউজ করুন
মনের শান্তিতে !
সতর্কতা !
1. সিমে এক পয়সাও রাখা চলবে না আগেই
বলে দিলাম!
2. এই ভাবে ছবি ডাইরেক্ট দেখতে পারবেননা !
Photo
লেখাতে ক্লিক দিলে উপরে লেখা আছে Youare
using
aversion of Facebook
withoutphotos. To view the
photo below, click here. Standard
data charges may
apply. এইটা লেখা আছে ঐ খানে Click here
এইটা তে ক্লিক দিলেই দেখতে পারবেন !!
3. অন্য সিমে হবেনা !
4. শুধু মাত্র ফেসবুক চালাতে পারবেন এইভাবে |

কম্পিউটার এর সাউন্ড আরো অসাধারণ সুন্দর করুন

কম্পিউটার এর সাউন্ড আরো অসাধারণ সুন্দর করুন : না দেখলে ১০০% মিস

আজ আমি আপনাদের একটা সফটওয়্যার শেয়ার করছি যা আপনার কম্পিউটার এর সাউন্ড অনেক সুন্দর করবে. এই সফটওয়্যার টি ব্যবহার করে কম্পিউটার এর সাউন্ড HD এবং 3D সাউন্ড এ রূপান্তর করতে পারেন এবং নিজের মত করে পিসি সাউন্ড লেভেল পরিবর্তন করতে পারেন  খুব সহজে. এই সফটওয়্যার সহজে ব্যবহার করে আপনি খুব সহজেই আপনি কম্পিউটার এর সাউন্ড কোয়ালিটি অসাধারণ সুন্দর করে তুলতে পারেন . এই সফটওয়্যার এর মাধ্যমে আপনি আপনার কম্পিউটার এর গেম সাউন্ড , মুভি সাউন্ড এবং হেড ফোন সাউন্ড এর কোয়ালিটি ফাটাফাটি সুন্দর করতে পারেন . তাই আপনি যদি চান আপনার কম্পিউটার এর সাউন্ড কোয়ালিটি আরো সুন্দর আর শ্রুতি মধুর করতে তাহলে এই সফটওয়্যার তা নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন ………
তাই আর দেরী না করে এই সফটওয়্যার টি  ডাউনলোড করে নিন খুব সহজে নিচের লিংক এ গিয়ে ………..

ডাউনলোড করুন 

সিরিয়াল/ক্রাক/প্যাচ/কীজেন ডাউনলোড করার কিছু জটিল সাইট

This summary is not available. Please click here to view the post.

Sunday, October 14, 2012

আরো ১০ টি বই

আরো ১০ টি বই!!!!
**********
১। একাত্তরের চিঠি (মুক্তিযুদ্ধের চিঠির সংকলন)
http://www.mediafire.com/?8vgfu3onq57nn77
২। অর্ধেক নারী অর্ধেক ঈশ্বরী - আহমেদ ছফা
http://www.mediafire.com/?ktcp1awc89727jl
৩। অ্যালান অ্যান্ড দ্য হোলি ফ্লাওয়ার - হেনরি রাইডার হ্যাগার্ড/ কাজী মায়মুর হোসেন
https://www.box.com/s/790ecd492575fa380201
৪। ডিসেপশন পয়েন্ট (অনুবাদ) - ড্যান ব্রাউন
https://www.box.com/s/6afdec0f6ecd603faea2
৫। সংঘাত (ওয়েস্টার্ন) - শওকত হোসেন
http://www.mediafire.com/?yxnp9c3mo1hub5p
৬। পায়ের তলায় খড়ম - হুমায়ুন আহমেদ
http://www.mediafire.com/?z8dqc4rzo28nbxp
৭। গাব্বু - মুহম্মদ জাফর ইকবাল
http://www.mediafire.com/?c5sc6r16bfdo66d
৮। ভোলগা থেকে গঙ্গা - রাহুল সাংকৃত্যায়ন
http://www.mediafire.com/?jxnim7r7qclirjh
৯। কঙ্কাল দ্বীপ (তিন গোয়েন্দা) - রকিব হাসান
http://www.mediafire.com/?v3nbd2g1d1g283a
১০। চারিদিকে শত্রু ১, ২ (মাসুদ রানা) - কাজী আনোয়ার হোসেন
http://www.mediafire.com/?er33ue83vz0c4ez
*****************************************
rar password: amarboi.com

Sunday, October 7, 2012

সহজেই যে কোন ফাইল খুজে বের করুন গুগল থেকে!!

সহজেই যে কোন ফাইল খুজে বের করুন গুগল থেকে!!

লিখেছেনঃ 
সালাম নিবেন আশাকরি সকলে ভালো আছেন। আমাদের বিভিন্ন প্রয়োজনে বিভিন্ন জিনিষ যেমন- মিউজিক, ভিডিও সফটওয়ার ইত্যাদির প্রয়োজন হয়। এখন যেটি আপনার প্রয়োজন সেটি যদি আপনার কম্পিউটারের হার্ডডিস্কে না থাকে বা কোন নিকট বন্ধুর কাছেও যদি না পান তাহলে? হ্যা এখন উপায় শুধু গুগল। আর আমরা সবাই জানি যে গুগল থেকে ফাইল খুজে বের করার চেয়ে চীনে গিয়ে কিনে নিয়ে আসা খুব সহজ। তাই আর যেন আপনাকে চীনে না যেতে হয় তাই একটা টিপস শেয়ার করব আপনাদের সাথে। যার মাধ্যমে আপনি সকল ফাইল এক ক্লিকে পেয়ে যাবেন  গুগল থেকে। তাহলে আসুন দেখা যাক।
প্রথমে এই কোড টি কপি করুন।
-inurl:htm -inurl:html intitle:”index of” ফাইলের ফরম্যাট “নাম”
উদাহরণ:
1. -inurl:htm -inurl:html intitle:”index of” mp3 “It’s my Life”
2. -inurl:htm -inurl:html intitle:”index of” exe “kmplayer”
সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।

Saturday, October 6, 2012

ওয়েবসাইটের ফালতু টেমপোরারি ফাইল ডিলিট করার এক দারুন সফট


ভাল একটা সফটওয়্যার নিয়ে নিন কাজে লাগবে।


আসসালামু আলাইকুম।সবাই কেমন আসেন আসাকরি সবাই ভাল আছেন আমিও আপনাদের দোয়াতে ভাল আছি।দেরি না করে কাজের কথায় আসি।আজ আপনাদের এমন একটা সফটওয়্যার এর সাথে পরিচয় করি এ সফটওয়্যার এর নাম Filesland Advanced Cookie Manager। Cookie হল যারা যে কোন সাইট এ ডোকেন না কেনো সেখান থেকে এক ধরনের ময়লা ও বলতে পারেন যা কম্পিউটার এ জমা হয়।ফলে কম্পিউটার slow হয়।এই সফটওয়্যার দিয়ে সহজেই দূর করতে পারবেন। আপনাদের যদি সময় থাকে তাহলে আরও বিস্তারিত আছে দেখে নিতে পারেন। বিস্তারিত এখানে দেখতে পারেন।
সফটওয়্যার নামঃ Filesland Advanced Cookie Manager।


ডাউনলোড লিঙ্কঃ

ডাউনলোড

ডাউনলোড


ভুল হতেই পারে তাই বলছি ভুল হলে ক্ষমা করে দিবেন। আগামী দিন হাজির হব নতুন কোন সফটওয়্যার নিয়ে, ততদিন ভালো থাকবেন সুন্দর থাকবেন।
কেমন লাগল কমেন্ট এ জানাবেন

নেট সংযোগে ২ জিবি সাইজের যে কোন ফাইল শেয়ার করুন কোন প্রকার ডাউনলোড ছাড়াই!!


নেট সংযোগে ২ জিবি সাইজের যে কোন ফাইল শেয়ার করুন আপনার বন্ধুর পিসিতে! কোন প্রকার ডাউনলোড ছাড়াই!!


সবাইকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের দিনের ২য় পোস্ট।

অফিসের কোনো জরুরি ফাইল অথবা কোনো বন্ধুকে কিছু ছবি হয়তো পাঠাতে চাইছেন ইন্টারনেটের মাধ্যমে। এখন তাহলে উপায় কী। উপায় হলো, দেওয়া ফাইলটি, অথবা কোনো ফাইল শেয়ারিং ওয়েবসাইটে আপলোড করে দেওয়া। আপনার ফাইলটির আকার হলো ৫০০ মেগাবাইট। প্রথমত, এটি আপনি ই-মেইল করতে পারছেন না, আর যদি ফাইল শেয়ারিং ওয়েবসাইটের মাধ্যমে বন্ধুর কাছে পাঠাতে চান, তাহলে আপনাকে নিজের ৫০০ মেগাবাইট ডেটা খরচ করতে হবে, সেই সঙ্গে ফাইলটি আপলোড হতে বেশ কিছু সময়ও নেবে। 
আবার আপনার বন্ধু যখন সেই ফাইল শেয়ারিং ওয়েবসাইট থেকে ফাইলটি নামিয়ে নেবেন, তখন তারও খরচ হবে সেই ৫০০ মেগাবাইট ডেটা আর বেশ কিছু সময়। এখন কত সময় লাগবে আপনার কাছ থেকে ফাইলটি বন্ধুর কাছে পৌঁছতে, নিশ্চয় বুঝতে পারছেন। এখন যদি এমন হতো, আপনার ফাইলটি আপনাকে ইন্টারনেটে সময় এবং ডেটা খরচ করে আপলোড করতে হলো না। শুধু ফাইলের অবস্থান দেখিয়ে দিলেন আর বন্ধু সেটা সরাসরি আপনার কম্পিউটার থেকেই নামিয়ে নিলেন। এটা সম্ভব এবং একেবারেই বিনা মূল্যে। এ জন্য আপনাকে জাস্ট বিম ইট ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। উক্ত সাইটে প্রবেশ করতে হলে নিচের লিংকে ধাক্কা দিন-
এবারে কাঙ্ক্ষিত ফাইলটি টেনে এনে ওই পেজের বক্সে ফেলুন অথবা সিলেক্টে ফাইল টু বিম অপশন থেকেও ফাইলটি কম্পিউটারে কোথায় আছে দেখিয়ে দিন। এবারে নতুন একটি পেজে ‘শেয়ার দিস লিংক’-এর নিচে একটি লিংক পাবেন।

সেটি আপনার বন্ধুকে পাঠিয়ে দিন। এখন আপনার বন্ধু দুনিয়ার যে প্রান্তেই থাকুক না কেন, ওই লিংকে ক্লিক করে আপনার কম্পিউটার থেকে কাঙ্ক্ষিত ফাইলটি খুব সহজেই নামিয়ে নিতে পারবেন। এই ওয়েবসাইটের সাহায্যে প্রতিবারে সর্বোচ্চ ২ গিগাবাইট পর্যন্ত ফাইল শেয়ার করতে পারবেন একেবারে বিনা মূল্যে। আরেকটি কথা, ডাউনলোডের সময়টুকুর মধ্যে আপনার কম্পিউটার অবশ্যই চালু থাকতে হবে এবং সেই সাথে নেট সংযোগ চালু থাকতে হবে।
পরিশেষে অআশা করি উক্ত পোস্টটি অনেকের উপকারে আসবে। তাহলে এখনি শুরু করে দিন প্রিয় মানুষ/বন্ধুজনদের নিকট প্রিয় ফাইল শেয়ারিং করে তাদেরকে অবাক করে দিন। এবং হ্যা পোস্টটি ভাল লাগলে কমেন্ট করতে ভূলবেন না যেন!
(তথ্যসূত্র: প্রথম আলো পত্রিকা
)

আপনি যেখানেই থাকেন জেনে নিন আপনার ভাই বোন বা সন্তানরা কে কি করতেছে


আপনি যেখানেই থাকেন জেনে নিন আপনার ভাই বোন বা সন্তানরা কে কি করতেছে।

3540af96ed000a0f8beb3e899aeb8c35aef4 1screen1 257x191 আপনি যেখানেই থাকেন জেনে নিন আপনার ভাই বোন বা সন্তানরা কে কি করতেছে।
শুরুতেই সকল প্রশংসা মহান প্রভুর নামে।
আচ্ছালামু আলাইকুম,
আশা করি মহান আল্লাহ্‌ তায়ালার অশেষ রহমতে আপনারা সকলেই
ভালো আছেন এবং আমি ও ভালো আছি আমার জন্য দোয়া করবেন।
এটি একটি অদৃশ্য সফটওয়্যার যাহা সকল ব্যবহারকারীর কাজকর্মের রেকর্ড এবং এনক্রিপ্ট করা লগ ফাইলের মধ্যে সংরক্ষণ করে রাখে এবং লগ ফাইল একটি টেক্সট বা ওয়েব পেজ হিসাবে সংরক্ষিত করে রাখে।এই সফটওয়্যারটি খুঁজে বের করতে পারবে আপনার কম্পিউটারে আপনি সফরে/বা ঘরের বাইরে থাকাকালীন কে কি করেছে বা দেখেছে বা কি ব্যাবহার করেছেন।
স্বয়ংক্রিয়ভাবে আপনাকে জানিয়ে দেবে,ই-মেইলের মাধ্যমে বা আপনি নিজ থেকে দেখে নিতে পারবেন ডেইট বাই ডেইট অনুযায়ী।এবং প্রত্যাকটি কাজের বা পেইজের আলাদা আলাদা স্কীন সর্ট ও দেখতে পারবেন।
এই অদৃশ্য সফটওয়্যারটির বর্তমান বাজার মুল্য ৪৪.৯৫ ইউএস ডলার।
আর দ্বিতীয় বৈশিষ্ট হলঃ
ব্যাবহার কারির ফটো/ছবি ও দেখতে পারবেন (এই সফটওয়্যারটি নিজ থেকেই ব্যাবহার কারির ছবি সেভ করে রাখবে ) এবং এতে আপনার ওয়েভ ক্যামেরা কোন ফ্লাসিং বা কোন সাউন্ড দিবেনা বলতে পারেন এক কথায় মশা মাছিও টের পাবেনা আপনার ফটো যে ক্যাপছার হবে বা নিবে) যদি আপনার কম্পিউটারে সেই সিস্টেম থাকে আর কি তার মানে বেশি কিছু নয়। একটা ওয়েভ ক্যামেরা থাকতে হবে।
তাই ওয়েভ ক্যামেরা যদি থাকে।তাহলে আপনার পিসিতে একদিনে যদি ৫জন লোক বসে
আপনি ওই ৫জনের কে কতক্ষন ইউজ করেছে এবং কি কি করেছে তার ছেহারা,তার লগিন টাইম
আউট টাইম একই ব্যাক্তি যদি একদিনে ১০বার লগিন করে আপনি ১০বার ই টের পেয়ে জাবেন
এই সফটওয়্যারটির মাধ্যমে।
ওয়েভ ক্যামেরা না থাকে তাহলে একটি জিনিস থেকে বঞ্ছিত হবেন সেটি হলো ফেইস/
ছবি দেখা তাই একজনের দোষ আরেকজনের গাড়ে ছাপাবেন না ভুলেও।
বিশেষ দ্রষ্টব্য ঃ এই সফটওয়্যারটি ব্যাবহার করে কারো কোন ক্ষতি করার চেষ্টা করবেন না
আমি আপনাদের সাথে শেয়ার করলাম ( আই মেন জাস্ট ফর ফান )
সফটওয়্যারটির নামঃ Ardamax Keylogger
ভার্সনঃ ৩.৮.৯.১
সাইজঃ ২.০১ মেগাবাইট
লাইসেন্স টাইপ এন্ড ভ্যাইলেডিটিঃ
আন রেজিস্টার ভার্সন মেয়াদকাল ঃ ১সপ্তাহ
রেজিস্টার ভার্সন মেয়াদকাল ঃ কোন লিমিট দেখিনি
এই অদৃশ্য সফটওয়্যারটি চালানো যাবে যে সব ইউন্ডোজে > ইউন্ডোজ ২০০০/০৩,এক্সপি,ভিস্তা,এবং ইউন্ডোজ ( ৭ )সেভেন।
ইন্সটল শেষে একবার রানিং করে নিলেই কাজ শেষ আপনাকে আর কিছু করতে
হবেনা তবে আপনি যখন বাসার বাইরে যাবেন। এই সফটওয়্যার কে আপনার টাস্কবার থেকে হাইড করে দিয়ে যাবেন তার কারন হল ইউজার কারি যদি পটু হয় আমাদের মতো মানে ছালাক আর কি তাহলে কান ধরে বের করে দিবে কিছু বুজে উটার আগেই তাই খেয়াল করে সিস্টেম টাস্কবার থেকে হাইড করতে ভুল করবেন না এবং ছাইলে সার্টডাউন ও করে দিতে পারেন টাস্কবার থেকে হাইড করলে ভাববেন না যে সব বুজি গোল্লায় গেল।নাহ উনার কাজ উনি ঠিক ভাবেই করে জাচ্ছেন সুতরাং নো ছিন্তা ডু ফুর্তি এর নামি হল অদৃশ্য সফটওয়্যার।
আপনি টাস্কবার থেকে হাইড করে পিসি সার্ট ডাউন করার পরে পুনরায় পিসি স্টার্ট দিলে ও এটি হাইড অবস্তায় সক্রিয় থাকবে। জতক্ষন পর্যন্ত না আপনি একে টাস্কবারে পুনরায় উজ্জীবিত না করছেন।
আশা করি আপনাদের কে বুজাতে পেরেছি এক এক কথা ২/২ বার ও বলেছি যাতে আপনাদের বুজতে কোন কষ্ট না হয়।তার পরে ও কারো যদি কোন অভিযোগ থাকে
আমাকে কমেন্ট করবেন আমি চেস্টা করবো আপনাকে সহযোগিতা করার জন্য।
এত বড় ব্লগ কখনো লিখিনী। তাই ভুল হলে আমি দুঃখিত
এবং আমাকে কমেন্ট করতে ভুলবেন না।
নিচের লিংক থেকে ডাউনলোড করুন ।

download214 আপনি যেখানেই থাকেন জেনে নিন আপনার ভাই বোন বা সন্তানরা কে কি করতেছে।

serial key 3.9