Saturday, October 6, 2012

নেট সংযোগে ২ জিবি সাইজের যে কোন ফাইল শেয়ার করুন কোন প্রকার ডাউনলোড ছাড়াই!!


নেট সংযোগে ২ জিবি সাইজের যে কোন ফাইল শেয়ার করুন আপনার বন্ধুর পিসিতে! কোন প্রকার ডাউনলোড ছাড়াই!!


সবাইকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের দিনের ২য় পোস্ট।

অফিসের কোনো জরুরি ফাইল অথবা কোনো বন্ধুকে কিছু ছবি হয়তো পাঠাতে চাইছেন ইন্টারনেটের মাধ্যমে। এখন তাহলে উপায় কী। উপায় হলো, দেওয়া ফাইলটি, অথবা কোনো ফাইল শেয়ারিং ওয়েবসাইটে আপলোড করে দেওয়া। আপনার ফাইলটির আকার হলো ৫০০ মেগাবাইট। প্রথমত, এটি আপনি ই-মেইল করতে পারছেন না, আর যদি ফাইল শেয়ারিং ওয়েবসাইটের মাধ্যমে বন্ধুর কাছে পাঠাতে চান, তাহলে আপনাকে নিজের ৫০০ মেগাবাইট ডেটা খরচ করতে হবে, সেই সঙ্গে ফাইলটি আপলোড হতে বেশ কিছু সময়ও নেবে। 
আবার আপনার বন্ধু যখন সেই ফাইল শেয়ারিং ওয়েবসাইট থেকে ফাইলটি নামিয়ে নেবেন, তখন তারও খরচ হবে সেই ৫০০ মেগাবাইট ডেটা আর বেশ কিছু সময়। এখন কত সময় লাগবে আপনার কাছ থেকে ফাইলটি বন্ধুর কাছে পৌঁছতে, নিশ্চয় বুঝতে পারছেন। এখন যদি এমন হতো, আপনার ফাইলটি আপনাকে ইন্টারনেটে সময় এবং ডেটা খরচ করে আপলোড করতে হলো না। শুধু ফাইলের অবস্থান দেখিয়ে দিলেন আর বন্ধু সেটা সরাসরি আপনার কম্পিউটার থেকেই নামিয়ে নিলেন। এটা সম্ভব এবং একেবারেই বিনা মূল্যে। এ জন্য আপনাকে জাস্ট বিম ইট ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। উক্ত সাইটে প্রবেশ করতে হলে নিচের লিংকে ধাক্কা দিন-
এবারে কাঙ্ক্ষিত ফাইলটি টেনে এনে ওই পেজের বক্সে ফেলুন অথবা সিলেক্টে ফাইল টু বিম অপশন থেকেও ফাইলটি কম্পিউটারে কোথায় আছে দেখিয়ে দিন। এবারে নতুন একটি পেজে ‘শেয়ার দিস লিংক’-এর নিচে একটি লিংক পাবেন।

সেটি আপনার বন্ধুকে পাঠিয়ে দিন। এখন আপনার বন্ধু দুনিয়ার যে প্রান্তেই থাকুক না কেন, ওই লিংকে ক্লিক করে আপনার কম্পিউটার থেকে কাঙ্ক্ষিত ফাইলটি খুব সহজেই নামিয়ে নিতে পারবেন। এই ওয়েবসাইটের সাহায্যে প্রতিবারে সর্বোচ্চ ২ গিগাবাইট পর্যন্ত ফাইল শেয়ার করতে পারবেন একেবারে বিনা মূল্যে। আরেকটি কথা, ডাউনলোডের সময়টুকুর মধ্যে আপনার কম্পিউটার অবশ্যই চালু থাকতে হবে এবং সেই সাথে নেট সংযোগ চালু থাকতে হবে।
পরিশেষে অআশা করি উক্ত পোস্টটি অনেকের উপকারে আসবে। তাহলে এখনি শুরু করে দিন প্রিয় মানুষ/বন্ধুজনদের নিকট প্রিয় ফাইল শেয়ারিং করে তাদেরকে অবাক করে দিন। এবং হ্যা পোস্টটি ভাল লাগলে কমেন্ট করতে ভূলবেন না যেন!
(তথ্যসূত্র: প্রথম আলো পত্রিকা
)

No comments:

Post a Comment