Monday, June 25, 2012

তৈরি করুন একটি গুগল সার্চ ইঞ্জিন পেজ আপনার নাম দিয়ে


1
my own google logo 300x300 তৈরি করুন একটি গুগল সার্চ ইঞ্জিন পেজ আপনার নাম দিয়ে
আমরা ইন্টারনেটে প্রতিনিয়ত যে কোন কিছু সার্চ করার জন্য কোন না কোন সার্চ ইঞ্জিনের সহায়তা নিয়ে থাকি। এদের মধ্যে গুগল, ইয়াহু, বিং অন্যতম। তবে সবচেয়ে জনপ্রিয় সার্চ ইঞ্জিন নিঃসন্দেহে গুগল। কেমন হয় যদি এই জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগলের পেজে গুগলের নাম এর জায়গায় আপনার নাম থাকে! তাহলে নিশ্চয় খুব মজার হয়? তাই আজ আপনাদের শেখাবো কিভাবে নিজের নাম দিয়ে গুগলের মতো পেজ তৈরি করবেন তাও আবার কয়েক সেকেন্ডের মধ্যেই। এজন্য যা করতে হবে-
১। এজন্য প্রথমে এই লিঙ্কেযান।
২। এবার Enter your name বক্সে আপনার নাম লিখে দিন।
৩।এবার Select a logo style অংশ হতে যে কোন একটি স্টাইল সিলেক্ট করলেই আপনি পেয়ে যাবেন আপনার নাম সম্বলিত গুগল পেজ।
৪। এবার ব্রাউজারের এড্রেস বার হতে লিঙ্কটি কপি করে পৌঁছে দিন আপনার বন্ধুর কাছে। আপনার বন্ধু নিঃসন্দেহে চমকাবেই।
আমার গুগল পেজটি দেখুন

No comments:

Post a Comment