Wednesday, June 27, 2012

কোন সফটওয়্যার ছারাই পিসির ড্রাইভ গুলো পার্টিশন দিন ডাটা না হারিয়ে


কোন সফটওয়্যার ছারাই পিসির ড্রাইভ গুলো পার্টিশন দিন ডাটা না হারিয়ে

বিভিন্য কারনে আমরা আমাদের হার্ড ডিস্ক এর পার্টিশন করতে চাই। অনেক সময় দেখা যায় পুরনো হার্ড ডিস্ক হবার কারনে এই কাজটি করতে ভয় পাই ভেবে থাকি যে আমাদের ড্রাইভে থাকা ডাটা গুলো মুছে যাবে যদি পার্টিশন দেই। কিন্তু আপনি এই কাজটি খুব সহজে করে নিতে পারবেন যদি আপনার উইন্ডোজ ৭ থাকে কোন প্রকার সফটওয়্যার ছারাই পারবেন। এবং এই সিস্টেম দিয়ে করলে আপনার ড্রাইভ পার্টিশন ঠিক এ হবে কিন্তু কোন ধরনের ডাটা হারাবে না। মানে ব্যপারটা হচ্ছে মনে করেন আপনার একটি ড্রাইভে মোত স্পেস আছে ৩জিবি এখন আপনি চাইছেন এই ড্রাইভ থেকে ১জিবি স্পেস নিয়ে আরেকটি ড্রাইভ বানাতে এবং স্পেস নেবার সময় জেনো যেই ড্রাইভ থেকে নিচ্ছেন সেই ড্রাইভের ডাটা গুলো না হারিয়ে যায়। বুঝা গেছে বস? এটা আসলে বেসিক লেভের একটি টিউটোরিয়াল। তাহলে চলুন শুরু করা যাক?
partition magic norton crack disk management কোন সফটওয়্যার ছারাই পিসির ড্রাইভ গুলো পার্টিশন দিন ডাটা না হারিয়ে

১, প্রথমে My Computer এর মাঝে রাইট ক্লিক করে Manage এ ক্লিক করে ঢুকুন।
hard disk per1 কোন সফটওয়্যার ছারাই পিসির ড্রাইভ গুলো পার্টিশন দিন ডাটা না হারিয়ে

২। এবার নতুন পপ আপ উইন্ডোজ এসেছে তাই না? এখানে Storage থেকে Disk management এ ক্লিক করুন
hard disk per2 কোন সফটওয়্যার ছারাই পিসির ড্রাইভ গুলো পার্টিশন দিন ডাটা না হারিয়ে

৪। এবার আপনি যে ড্রাইভ টি পার্টিশন করতে চান সেতি সিলেক্ট করুন। এবং রাইট ক্লিক করে Shrink Volume অপশন টি সিলেক্ট করুন।
hard disk per3 কোন সফটওয়্যার ছারাই পিসির ড্রাইভ গুলো পার্টিশন দিন ডাটা না হারিয়ে

৫। এবার এরকম একটি উইন্ডোজ আসবে অপেক্ষা করুন।
hard disk per4 কোন সফটওয়্যার ছারাই পিসির ড্রাইভ গুলো পার্টিশন দিন ডাটা না হারিয়ে

৬। এবার আপনি ঠিক করে দিন কতখানি স্পেস আপনি shrink করতে চান তারপরে এন্টার দিন।
hard disk per5 কোন সফটওয়্যার ছারাই পিসির ড্রাইভ গুলো পার্টিশন দিন ডাটা না হারিয়ে
৭। মনে রাখতে হবে আপনার ড্রাইভের ফ্রী স্পেস থেকে যেনো বেশি না হয়। আগে ড্রাইভের সাইজ টি দেখে নিতে ড্রাইভের উপরে ক্লিক করে  Properties ওপেন করলেই দেখে নিতে পারবেন।
hard disk per6 কোন সফটওয়্যার ছারাই পিসির ড্রাইভ গুলো পার্টিশন দিন ডাটা না হারিয়ে
৮। যাই হক এবার Shrink বাটনে ক্লিক করুন সাইজ টাইজ ঠিক মত দেখে নেবার পরে।
hard disk per7 কোন সফটওয়্যার ছারাই পিসির ড্রাইভ গুলো পার্টিশন দিন ডাটা না হারিয়ে
৯। এবার দেখবেন নতুন একটি খালি রো স্পেস হয়ে আছে এটিকে রাইট ক্লিক করে  New Simple Volume দিন।
hard disk per8 কোন সফটওয়্যার ছারাই পিসির ড্রাইভ গুলো পার্টিশন দিন ডাটা না হারিয়ে
১০। এমন দেখতে পারবেন।
hard disk per9 কোন সফটওয়্যার ছারাই পিসির ড্রাইভ গুলো পার্টিশন দিন ডাটা না হারিয়ে
১১। Next এ ক্লিক করুন। নতুন করে আবার ফ্রী স্পেস টিকে পার্টিশন করতে যেটি আমরা স্রিঙ্ক করে বের করে নিয়ে আসলাম আরেকটি ড্রাইভ থেকে।
hard disk per10 কোন সফটওয়্যার ছারাই পিসির ড্রাইভ গুলো পার্টিশন দিন ডাটা না হারিয়ে
১২। এবার নতুন এই ড্রাইভের জন্য একটি লেটার চুস করুন।
hard disk per11 কোন সফটওয়্যার ছারাই পিসির ড্রাইভ গুলো পার্টিশন দিন ডাটা না হারিয়ে
১৩। এবার ফরম্যাট করে নিতে পারেন।
hard disk per12 কোন সফটওয়্যার ছারাই পিসির ড্রাইভ গুলো পার্টিশন দিন ডাটা না হারিয়ে
১৪। ফিনিশ দিতে পারেন এবার।  New Volume টি মাত্র তৈরি হয়েছে তাই এরকম অপশন দেখতে পারবেন ওপেন করুন আপনার ড্রাইভ তৈরি করার কাজ শেষ।
hard disk per13 কোন সফটওয়্যার ছারাই পিসির ড্রাইভ গুলো পার্টিশন দিন ডাটা না হারিয়ে
১৫। এবার my Computer এ গিয়ে দেখুন নতুন ড্রাইভ হয়ে গেছে।  icon biggrin কোন সফটওয়্যার ছারাই পিসির ড্রাইভ গুলো পার্টিশন দিন ডাটা না হারিয়ে মজা নেন মজা।
hard disk per14 কোন সফটওয়্যার ছারাই পিসির ড্রাইভ গুলো পার্টিশন দিন ডাটা না হারিয়ে
একি ভাবে আপনি বার বার এবং যত ইচ্ছে ড্রাইভ তৈরি করতে পারবেন। বাই বাই আবার দেখা হবে হয়ত।

No comments:

Post a Comment