Saturday, June 30, 2012

Skype থেকে ভিডিও রেকর্ড করুন ছোট একটি সফটওয়্যার দিয়ে খুব সহজে

Skype থেকে ভিডিও রেকর্ড করুন ছোট একটি সফটওয়্যার দিয়ে খুব সহজে!

bismillahir Rahmanir Rahim0113 Skype থেকে ভিডিও রেকর্ড করুন ছোট একটি সফটওয়্যার দিয়ে খুব সহজে!

আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। আমরা যারা ইন্টারনেট ব্যাবহার করি খুব তাদের মধ্যে অনেকেই কথা বলার জন্য Skype ব্যাবহার করে থাকি। ইন্টারনেট এ ফ্রীতে কথা বলার জন্য এর থেকে ভালো সফটওয়্যার নাই। শুধু কি কথাই! না সাথে যার সাথে কথা বলি তাকে ইচ্ছা করলে দেখতেও পাই মানে ভিডিও কলও করা যায়। আপনারা যারা skype ব্যাবহার করেন সবাই জানেন ইন্টারনেট এ ফ্রী অডিও/ভিডিও কল করার জন্য skype এর বিকল্প নাই। মাঝে মাঝে আমাদের মনে হয় ইস!যার সাথে কথা বলছি ভিডিও যদি ধারন করে রাখতে পারতাম! তবে হ্যাঁ তাদের জন্য আর কোন চিন্তা নেই। আমি আজ আপনাদের এমন একটি সফটওয়্যার দিবো যার মাধ্যমে খুব সহজেই Skype এর ভিডিও ধারন করে রাখতে পারবেন।
skype Skype থেকে ভিডিও রেকর্ড করুন ছোট একটি সফটওয়্যার দিয়ে খুব সহজে!

সফটওয়্যারটি সাইজে ছোট আর অবশ্যই ফুল ভার্সন। সফটওয়্যারটির নাম Evaer Video Recorder for Skype. এর মাধ্যমে আপনি ভিডিও/অডিও কল সহজে রেকর্ড করে রাখতে পারবেন। icon smile Skype থেকে ভিডিও রেকর্ড করুন ছোট একটি সফটওয়্যার দিয়ে খুব সহজে!

Evaer – চমৎকার স্কাইপ ভিডিও ও অডিও রেকর্ডার এর বৈশিষ্ট্যঃ-
►►► উচ্চ মানের ভিডিও এবং অডিও রেকর্ড এর ক্ষমতা।
►►► স্বয়ংক্রিয় চ্যাটের উত্তর।
►►► চাইলে MP3 তে অডিও রেকর্ড করার সুবিধা।
►►► চাইলে সফটওয়্যারটি আপডেট দিতে পারবেন ।
►►► এছাড়াও থাকছে আরও অনেক সুবিধা। আপনি ব্যাবহার করলেই বুঝতে পারবেন।

তাহলে দেরি না করে মিডিয়াফায়ার থেকে ডাউনলোড করতে ক্লিক করুন এখানে।
অথবা
জাম্বু থেকে ডাউনলোড করতে চাইলে এখানে ক্লিক করুন।
অপারেটিং সিস্টেমঃ-
32 Skype থেকে ভিডিও রেকর্ড করুন ছোট একটি সফটওয়্যার দিয়ে খুব সহজে!
সব ধরনের উইন্ডোজ ভার্সন ৩২বিট এবং ৬৪বিট এ ব্যাবহার করতে পারবেন।

তাহলে মনের আনন্দে রেকর্ড করুন আপনার Skype ভিডিও এবং অডিও কল। আজ এ পর্যন্তই।

No comments:

Post a Comment