Tuesday, June 26, 2012

বাংলাদেশে তৈরি অপেক্ষাকৃত দ্রুত ও সহজ Web Browser “Bee”


0
আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা ? নিশ্চয়ই ভালো। আমিও বেশ আছি। আজ আমি আপনাদের মাঝে শেয়ার করবো বাংলাদেশী এক প্রযুক্তি প্রেমি দ্বারা তৈরি একটা Web Browser যা কিনা অপেক্ষাকৃত দ্রুত লোড হয় এবং অপারেটিং সিস্টেম ও খুব সহজ। আর এই ব্রাউজার এর নাম হচ্ছে Bee Web Browser। চলুন এর বৈশিষ্ট গুলো জেনে নেই।
Bee Web Browser  সবচেয়ে সহজ আর দ্রুত একটি Web Browser. কিছু দিন আগে Bee Web Browser এর 1.21 Version বের হয়েছিল যার বেশ কিছু সমস্যা ছিল। সেই সব সমস্যা সমাধান করে এবং আরও দ্রুত গতি নিয়ে বের হলো Bee Web Browser – V – 2.00
Bee Web Browser 1024x578 নিয়ে নিন বাংলাদেশে তৈরি অপেক্ষাকৃত দ্রুত ও সহজ Web Browser “Bee”
Bee Web Browser এর কিছু বৈশিষ্ট্যঃ
  • *অন্য যে কোন Browser এর চেয়ে সহজ একটি Browser.
  • *অন্য যে কোন Browser এর চেয়ে দ্রুত Page Load হয়।
  • *এটি পরিচালনার জন্য RAM এর খুবই কম জায়গা খরচ হয়।
  • *খুব প্রয়োজনীয় Web Site গুলো এক ক্লিকে অতি দ্রুত Load হয়।
  • *এর Size অন্যদের তুলনায় অনেক ছোট।
  • *একাধিক Tab ব্যবহার করা যায়।
  • *Drop Down Address লিস্ট এর সুবিধা।
  • *Google, Yahoo, Wikipedia তে খুব সহজে Search এর সুবিধা।
  • *History দেখার সুবিধা।
  • *পছন্দ মতো Home Page Settings এর সুবিধা।
Download করুনঃ

No comments:

Post a Comment