Monday, June 25, 2012

Google secret


GoogleSecrets 300x179 আসুন জেনে নিই কিছু সিক্রেট গুগল ট্রিক্স
আজ আপনাদের জন্য নিয়ে এসেছি গুগলের কিছু সিক্রেট ট্রিক্স। গুগল ব্যবহার করেনি এমন কোন ইন্টারনেট ব্যবহারকারী খুঁজে পাওয়া যবেনা। কিন্তু এই খোঁজাখুঁজির সাথে যদি কিছু ট্রিক্স ব্যবহার করা যায় তাহলে সঠিক ফলাফলটি খুঁজে পেতে তেমন বেগ পেতে হয় না। তাই আজ আপনাদের সাথে এমনই কিছু ট্রিক্স শেয়ার করব। জলদি সংগ্রহ করে নিন এই ট্রিক্সগুলো আর হয়ে যান গুগল গুরু।
১. গুগল অপারেটর ট্রিক্সঃ
সর্টকোডবিস্তারিতউদাহরণ
defineআপনি এই সর্টকোডটি দিয়ে যেকোন শব্দ টাইপ করে সার্চ দিলে তার সঠিক সংজ্ঞাসহ বিস্তারিত জানতে পারবেন।Define computer
InfoInfo দিয়ে সাধারণত একটি ওয়েবসাইটের বিস্তারিত জানতে পারবেন, যেমনঃ সাইটের লিংক কোন কোন সাইটের সাথে, সেই থেকে কোন কোন যায়গায় লিংক রয়েছে, একই ধরনের সাইট, ইত্যাদি।info:http://pchelplinebd.com
SiteSite দিয়ে আপনি গুগল ধারণকৃত ইন্ডেক্স পেইজগুলো দেখতে পাবেন। এর মাধ্যমে গুগল আপনার ওয়েবপেইজ কোন ধরনের তা যাচাই করে।site:www.pchelplinebd.com
LinkLink এর মাধ্যমে আপ্নি জানতে পারবেন আপনার সাইট কয়টি সাইটের সাথে ব্যাকলিংক করা আছে। দুর্ভাগ্যবশত এই ব্যাকলিংক সবসময় আপডেট থাকে না অথবা সব লিংক দেখায় না সবসময়।link:www.pchelplinebd.com
allinurlAllinurl দিয়ে আপনি যেকোন শব্দকে সর্টলিস্ট করতে পারবেন।allinurl:www.pchelplinebd.com
fileformatFileformat দিয়ে আপনি যেকোনো ফরমেটের ফাইল খুজে পেতে পারেন অতি সহজেই। ধরুন আপনি একটি পিডিএফ ফাইল খুজছেন, তখন আপনার তা খুজে পেতে সহজ হবে।fileformat:.pdf nanotechnology
২. বহুল প্রচলিত ১০টি গুগল ট্রিক্সঃ
সর্টকোডবিস্তারিতউদাহরণ
keyword filetype:dockeyword filetype:doc দিয়ে আপনি আপনার পছন্দের শব্দের ডকুমেন্ট অথবা, অন্যান্য ফাইল অতি সহজেই খুজে পেতে পারেন।Computer filetype:doc
keyword site:.edukeyword site:.edu দিয়ে আপনি অতি সহজেই educational রিসোর্স খুজে পেতে পারেন।Computer site:.edu
Time ‘country’যেকোন দেশের সময় জানতে পারবেন।time Bangladesh
‘City’ weatherযেকোনো স্থানের আবহাওয়া সম্পকে জানার জন্যdhaka weather
লাইভ ইভেন্ট কমেন্ট্রি দেখার জন্যএখন ধরুন কোন লাইভ ইভেন্ট চলছে, এবং আপনি তার আপডেট দেখতে চাচ্ছেন। তখন আপনি আমার দেয়া উদাহরণ অনুযায়ী সার্চ করতে পারবেন।olympic games london 2012
কেলকুলেটর হিসেবেসার্চ ইঞ্জিনকে কেলকুলেটর হিসেবে ব্যাবহার করুন। উদাহরণ অনুযায়ী টাইপ করে  সার্চ দিন।(143+234)(119-8)
কারেন্সি কনভার্সন টুল হিসেবেঅন্য কোন ওয়েবসাইট ঘুরে না দেখে উদাহরণ অনুযায়ী টাইপ করে ইন্টার দিন।“1 USD in AUD” অথবা, “10 US Dollars in Australian Dollar”
কোন কিছু পরিমাপের স্কেল হিসেবেধরুন আপনি জানতে চাচ্ছেন, এক কয়ারটার কাপে কত টিস্পুন, তখন উদাহরণ অনুযায়ী টাইপ করুন।quarter cup in teaspoons
কত মিনিট কত সময়আপনি কোন সময়ের হিসেব জানতে উদাহরণ অনুযায়ী টাইপ করুনseconds in a year
ষ্টক এক্সচেইঞ্জের রিপোর্টআপনি ষ্টক এক্সচেইঞ্জের রিপোর্ট জানতে উদাহরণ অনুযায়ী সার্চ ইনপুট বক্সে টাইপ করুন।stocks:MSFT মাইক্রোসফটের ষ্টকের রিপোর্ট দেখাবে।
৩. সেরা এবং দরকারি গুগল সার্চ শর্টকাটঃ
সর্টকোডবিস্তারিতউদাহরণ
আপনার এলাকার আবহাওয়া জানতেটাইপ করুনঃ “weather [city name or zip/postal code]”“weather 3020″ or “weather sunshine”
আপনার ফ্লাইটের স্টেটাস জানতেএই ক্ষেত্রে গুগল, FlightStats.com ওয়েবসাইট থেকে ডাটা সংগ্রহ করে আপনাকে জানাবে। আপনাকে শুধু আপনার ফ্লাইট নম্বর জানতে হবে।টাইপ করুনঃ “flight name and/or number”“bc254″ or “newyork21″
দূরত্ব মাপার যন্ত্র হিসেবেটাইপ করুনঃ “[value] [first distance unit] to [second distance unit]”100 kilometers to miles
পরিচিত কার ফোন নম্বর খুজে পেতে“[person’s name], [city or zip/postal code]”john smith, london”
কোন প্রতিষ্ঠান খুজে পেতে“[business name or type], [city or zip/postal code]”bookstore, Melbourne
onlinerel আসুন জেনে নিই কিছু সিক্রেট গুগল ট্রিক্স facebook আসুন জেনে নিই কিছু সিক্রেট গুগল ট্রিক্স 
 twitter আসুন জেনে নিই কিছু সিক্রেট গুগল ট্রিক্স myspace আসুন জেনে নিই কিছু সিক্রেট গুগল ট্রিক্স friendfeed আসুন জেনে নিই কিছু সিক্রেট গুগল ট্রিক্স technorati আসুন জেনে নিই কিছু সিক্রেট গুগল ট্রিক্স delicious আসুন জেনে নিই কিছু সিক্রেট গুগল ট্রিক্স digg আসুন জেনে নিই কিছু সিক্রেট গুগল ট্রিক্স google আসুন জেনে নিই কিছু সিক্রেট গুগল ট্রিক্স yahoobuzz আসুন জেনে নিই কিছু সিক্রেট গুগল ট্রিক্স stumbleupon আসুন জেনে নিই কিছু সিক্রেট গুগল ট্রিক্স weekendjoy আসুন জেনে নিই কিছু সিক্রেট গুগল ট্রিক্স

No comments:

Post a Comment