Monday, June 25, 2012

ভাইরাসের কারনে হিডেন হয়ে যাওয়া ফাইল/ফোল্ডার ফেরত আনুন নিমেষেই


1
hidden folders 300x106 ভাইরাসের কারনে হিডেন হয়ে যাওয়া ফাইল/ফোল্ডার ফেরত আনুন নিমেষেই
অনেক সময় অনেক ভাইরাসের কারনে আমাদের গুরুত্বপূর্ণ ফাইল/ফোল্ডার হিডেন হয়ে যায়। এন্টিভাইরাস ব্যবহার করে ভাইরাসটিকে কাটা গেলেও লুকানো ফাইল/ফোল্ডার ফেরত আনা যায়না। সমস্যাটি খুব ছোট হলেও খুব বিরক্তিকর।
তাই আজকে আপনাদের শেখাবো কিভাবে এই সমস্যার সমাধান করবেন।
১। এজন্য Win+R কীদ্বয় চেপে cmd লিখে এন্টার চাপুন।
২। এবার যে ড্রাইভ হতে আপনার ফাইল/ফোল্ডার হিডেন হয়ে গেছে সে ড্রাইভের ড্রাইভ লেটার লিখে সাথে একটি চিহ্ন দিয়ে এন্টার চাপুন। (উদাহরণ:-  যদি আপনার ফাইল/ফোল্ডার D ড্রাইভে হিডেন হয়ে থাকে তাহলে D: লিখে এন্টার চাপুন।
২। এবার attrib -s -r -h -a /s /d লিখে এন্টার চাপুন। এবার Exit লিখে বের হয়ে আসুন। এখন আপনার নির্দিষ্ট ড্রাইভে গিয়ে দেখুন লুকায়িত ফাইল/ফোল্ডারটি পেয়েছেন কিনা

No comments:

Post a Comment