Monday, June 25, 2012

গুগল প্লাসের সার্কেল ব্যবহার করুন এখন ফেসবুকে


0
google plus circle 300x168 গুগল প্লাসের সার্কেল ব্যবহার করুন এখন ফেসবুকে!!!
আমরা যারা ফেসবুক ব্যবহারকারী তারা কমবেশী গুগল প্লাস এর কথা শুনেছি। গুগল প্লাস বর্তমানে ফেসবুকের একটি প্রতিদ্বন্দী হিসেবে আবির্ভূত হয়েছে। তবে ফেসবুক সমমানের প্রতিদ্বন্দীতা সৃষ্টি করতে গুগল প্লাসের আরও অনেক দিন সময় লাগবে। বর্তমানে গুগল প্লাস এর সদস্য সংখ্যা ৯ কোটি প্লাস। এরই আয়োজনে গুগল তার গুগল প্লাস প্রোডাক্টটিতে রেখেছে কিছু নতুন অপশন ও চমক। যারা গুগল প্লাস ইতিমধ্যে ব্যাবহার করেছেন তারা নিশ্চই দেখেছেন ফ্রেন্ড, ফ্যামিলি ও অন্যান্য সার্কেল লিষ্ট করা করা যায় । কেমন হয় যদি সিস্টেমটি ফেসবুকে চালু করা যায়?
চলুন দেখি কিভাবে এই সিস্টেম ফেইসবুকে করতে পারি-
প্রথমে ফেইসবুকে লগইন করুন। তার পর http://www.circlehack.com/login.html এই লিংকে যেয়ে Log In বাটনে ক্লিক করুন। এরপর যখন পার্মিশনের জন্য আপনাকে জিজ্ঞাসা করা হবে তখন Allow বাটনে ক্লিক করুন। ব্যাস এবার আপনি নতুন লিষ্ট তৈরি করতে পারবেন এবং ড্রাগ করে এড করতে পারবেন।

No comments:

Post a Comment