Monday, June 25, 2012

খুব সহজেই বন্ধ করুন বিরক্তিকর You may be a victim of software counterfeiting ম্যাসেজটি


1
You may be.. 300x238 খুব সহজেই বন্ধ করুন বিরক্তিকর You may be a victim of software counterfeiting ম্যাসেজটি
আমরা যতগুলো সফটওয়্যার কম্পিউটারে ব্যবহার করি তার প্রায় ৯৫% সফটওয়্যারই হয় ক্র্যাক করা বা পাইরেটেড। আমাদের মত দেশে পেইড সফটওয়্যার ব্যবহার করার ক্ষমতা খুব বেশি কারও নেই। তাই আমাদের বাধ্য হয়ে পাইরেটেড সফটওয়্যার ব্যবহার করতে হয়। কিন্তু যারা পাইরেটেড সফটওয়্যার ব্যবহারের সাথে সাথে ইন্টারনেট ব্যবহার করেন তারা প্রায়ই You may be a victim of software counterfeiting নামক একটি ম্যাসেজ বা সমস্যার সম্মুখীন হন। উইন্ডোজ এক্সপি ব্যবহারকারীরা এই সমস্যাই সবচেয়ে বেশি ভুগে থাকেন। ম্যাসেজটি ধীরে ধীরে ব্যবহারকারীর বিরক্তির উদ্রেক করে।
ম্যাসেজটি বন্ধ করার জন্য অনেকে পিসি পুনরায় সেটআপ দিয়ে থাকেন। কিন্তু এত ছোট একটি ম্যাসেজ/সমস্যার জন্য সেটআপ দেওয়া মশা মারতে কামানের ব্যবস্থা করার মত। তাই আজ আপনাদের শিখাবো কিভাবে খুব সহজেই রেজিস্ট্রি এডিট করার মাধ্যমে এই ম্যাসেজটি বন্ধ করতে পারবেন। এজন্য প্রথমে Run এ গিয়ে Regedit লিখে এন্টার চাপুন। এবার HKEY_Local_Machine\ Software\ Microsoft\ WindowsNT\ CurrentVersion\ Winlogon\ Notify এ যান। এবার WGALOGON নামক ফোল্ডারটি ডিলিট করে দিন। এখন আপনার পিসি রিস্টার্ট দিয়ে দেখুন ঐ বার্তাটি আর দেখাচ্ছে না।

No comments:

Post a Comment