Wednesday, June 27, 2012

পেনড্রাইভ পোর্ট নিয়ে দূশ্চিন্তার দিন শেষ


 চিন্তা নাই বন্ধু! পেনড্রাইভ পোর্ট নিয়ে দূশ্চিন্তার দিন শেষ! এবার নিজেই ঠিক করুন !!


আসসালামু আলাইকুম, আজ আমি আপনাদের একটি গুরুত্বপুর্ন টিপস দিব।
অনেক সময় আমাদের কম্পিউটার এর  সামনের অথবা পিছনের পেনড্রাইভ এর পোর্ট সঠিক ভাবে কাজ করে না। পেন ড্রাইভ অনেক সময় পায় আবার পায় না। আসলে বিরক্তিকর একটি বিষয় । এই সমস্যাটি হয় মূলত পিসিতে ভাইরাস আক্রমনের ফলে (যদি এন্টিভাইরাস সফটওয়্যার ব্যবহার না করা হয়)। এর ফলে অপারেটিং সিস্টেমের রেজিষ্ট্রি ফাইল গুলো সঠিকভাবে কাজ করেনা ফলে অনেকক্ষেত্রে পোর্ট ডিটেক্ট করতে সমস্যা হয়। আসলে পেনড্রাইভ পোর্ট নিয়ে এত ঠেলাঠেলি করতে কার ভালো লাগে?
অবশ্য একটু চেষ্টা করলে এই সমস্যা থেকেও মুক্তি পাওয়া সম্ভব। অআমি সেই সমাধানটা বলে দিচ্ছি- মাত্র ১ কিলোবাইট এর একটি ফাইল দিয়ে।
১।প্রথমেই আপনার start অপশন থেকে run এ যান।
২। এরপর এক এক করে prefetch, recent, %temp% ফাইল ডিলিট করুন।
৩। এরপর নিচের Pen Drive port Fixer ফাইল টি ডাউনলোড করে সেটি তে ডাবল ক্লিক করুন
৪। yes বাটনে ক্লিক করুন
৫। ok করুন ।
 ডাউনলোড করতে আমার দেওয়া এই লিংকটি অনুসরন করুন (প্রায় ৫ কিলোবাইটের ফাইল)-
Password-ad
ব্যাস কাজ শেষ! আশা করি এরপর কোন ঝামেলা করবে না আপনার কম্পিউটার এর পেন্ড্রাইভ পোর্ট।
—————————————————————-

No comments:

Post a Comment