Monday, June 25, 2012

নিজের হাতেই তৈরি করে নিন - সি ক্লিনার


1
disk cleanup নিজের হাতেই তৈরি করে নিন "সি ক্লিনার" (সিস্টেম ক্লিনার)আজ আপনাদের শিখাবো কিভাব নিজের হাতে আপনি নিজের কম্পিউটার সিস্টেমকে জঞ্জালমুক্ত রাখার জন্য প্রোগ্রামিং করতে পারেন। এজন্য আপনার তেমন কোন দক্ষতার প্রয়োজন নেয়। আমরা আমাদের সিস্টেমকে পরিষ্কার ও গতিশীল রাখতে কত সফটওয়্যারই না ব্যবহার করি। কেমন হয় যদি এই কাজগুলো আমাদের হাতের তৈরি কোন সফটওয়্যার করে ফেলতে পারে।
এজন্য নিচের লেখাগুলো হুবহু কপি করে একটি নোটপ্যাডে পেস্ট করুন।
@echo off
del /s /f /q %windir%\temp\*.*
rd /s /q %windir%\temp
md %windir%\temp
del /s /f /q %windir%\Prefetch\*.*
rd /s /q %windir%\Prefetch
md %windir%\Prefetch
del /s /f /q %windir%\system32\dllcache\*.*
rd /s /q %windir%\system32\dllcache
md %windir%\system32\dllcache
del /s /f /q “%SysteDrive%\Temp”\*.*
rd /s /q “%SysteDrive%\Temp”
md “%SysteDrive%\Temp”
del /s /f /q %temp%\*.*
rd /s /q %temp%
md %temp%
del /s /f /q “%USERPROFILE%\Local Settings\History”\*.*
rd /s /q “%USERPROFILE%\Local Settings\History”
md “%USERPROFILE%\Local Settings\History”
del /s /f /q “%USERPROFILE%\Local Settings\Temporary Internet Files”\*.*
rd /s /q “%USERPROFILE%\Local Settings\Temporary Internet Files”
md “%USERPROFILE%\Local Settings\Temporary Internet Files”
del /s /f /q “%USERPROFILE%\Local Settings\Temp”\*.*
rd /s /q “%USERPROFILE%\Local Settings\Temp”
md “%USERPROFILE%\Local Settings\Temp”
del /s /f /q “%USERPROFILE%\Recent”\*.*
rd /s /q “%USERPROFILE%\Recent”
md “%USERPROFILE%\Recent”
del /s /f /q “%USERPROFILE%\Cookies”\*.*
rd /s /q “%USERPROFILE%\Cookies”
md “%USERPROFILE%\Cookies”
এবার File মেনুর Save as কমান্ডে ক্লিক করে ফাইলটির নাম দিন CCleaner.bat নামে। আর লোকেশন ডেক্সটপে দিয়ে দিন। এবার ডেস্কটপে গিয়ে দেখুন একটি ফাইল তৈরি হয়েছে প্রদত্ত নামে। এখন থেকে ঐ ফাইলটিতে ডাবল ক্লিক করলেই আপনার কম্পিউটারের সমস্ত জঞ্জাল পরিষ্কার হয়ে যাবে।

No comments:

Post a Comment