Monday, June 25, 2012

উইন্ডোজ এক্সপি সেটআপ হবার সময় খেলুন পিনবল গেম


0
pinball 300x230 উইন্ডোজ এক্সপি সেটআপ হবার সময় খেলুন পিনবল গেম
বিভিন্ন সময় বিভিন্ন কারণে আমরা আমাদের কম্পিউটার সিস্টেম সেটআপ দিয়ে থাকি। কিন্তু এই সেটআপ প্রসেসটি অনেক ক্ষেত্রে বিরক্তির সৃষ্টি করে। তাই এই সেটআপ প্রসেসকে যাতে আর বিরক্তিকর মনে না হয় সেজন্য আজ আপনাদের দেব একটি দারুন টিপস্‌। আমরা অনেকেই জানি না যে উইন্ডোজ এক্সপি সেটআপ প্রসেস চলার সময় উইন্ডোজের পিনবল গেমটি খেলা যায় খুব সহজেই। এজন্য যা করতে হবে-
১। উইন্ডোজের পিনবল গেমটি সাধারণত ইন্সটল হয় উইন্ডোজের সিরিয়াল কী দেবার পর।
২। এজন্য উইন্ডোজের সিরিয়াল কী দেবার পর কী বোর্ড হতে Shift+F10 চাপুন। দেখবেন এবার কমান্ড প্রম্পট আসবে।
৩। এবার CD\  লিখে এন্টার চাপুন। এবার CD “PROGRAM  FILES” লিখে এন্টার চাপুন।
৪। এবার CD “WINDOWS  NT” লিখে এন্টার চাপুন। এবার CD  PINBALL লিখে এন্টার চাপুন।
৫। এখন PINBALL.EXE লিখে এন্টার চাপুন। এবার দেখুন পিনবল গেমটি আপনার সামনে চলে এসেছে।
এবার গেম খেলুন আর উইন্ডোজ এক্সপি সেটআপ করুন।

No comments:

Post a Comment