Saturday, June 23, 2012

ভার্চুয়াল ডেস্কটপ তৈরী করুন


ভার্চুয়াল ডেস্কটপ কী?:

কম্পিউটিংয়ে ভার্চুয়াল ডেস্কটপ এমন একটি শব্দ যা সাধারণত কোন পিসির ইন্টারফেস সম্পর্কে বোঝানো হয়। ভার্চুয়াল ডেস্কটপ আপনার কম্পিউটারের বিশৃঙ্খলা থামানোর একটি চমৎকার অস্ত্র হতে পারে। ভার্চুয়াল ডেস্কটপের মাধ্যমে আপনার যদি একাধিক মনিটর নাও থাকে তবে একটি মনিটরেই একাধিক ডেস্কটপের পরিবেশ সৃষ্টি করা সম্ভব। এবং আপনি ইচ্ছামত প্রতিটি ডেস্কটপে প্রয়োজনীয় আলাদা আলাদা ফাইল আলাদাভাবে রাখতে পারবেন। কোনটি হতে পারে কাজের ডেস্কটপ, কোনটি হতে পারে এন্টারটেইনমেন্ট, আবার কোনটি হতে পারে নেট ব্রাউজিংয়ের। এভাবে একটি ডেস্কটপে একাধিক ডেস্কটপ তৈরির মাধ্যমে একটি পিসিতেই আপনার যাবতীয় ফাইল-পত্র, কাজ ইত্যাদি সুন্দরভাবে গুছিয়ে ও আরামে করতে পারবেন। লিনাক্সে একাধিক ভার্চুয়াল ডেস্কটপ দেওয়া থাকে তাই সেক্ষেত্রে কোন সফটওয়্যার লাগে না। উইন্ডোজ পিসিতে একাধিক ডেস্কটপের জন্য সফটওয়্যারের প্রয়োজন হয়।তেমনই একটি ফ্রি সফটওয়্যার হল ডেক্সপট।

ডেক্সপট:

ভার্চুয়াল ডেস্কটপ তৈরিতে এবং পাশাপাশি বিভিন্ন নজরকাড়া ডিজাইন তৈরি করতে এর জুড়ি নেই। এটি ফ্রি কিন্তু ওপেনসোর্স নয়। তথাপিও স্টাইল ও সুযোগ-সুবিধার কথা বিবেচনা করে এই সফটওয়্যারটির কথা বলাই ভাল।

ডাউনলোড এবং ইন্সটলেশন পদ্ধতি:

  • Download Stable version 1.5 এ ক্লিক করুন:
  • ডাউনলোড শুরু হবে, IDM থাকলে স্টার্ট ডাউনলোড দিন:
ডাউনলোড শেষে ওপেন করুন: (উইন্ডোজ ৭ ব্যবহারকারী: ওপেন না হলে ফাইলে গিয়ে রাইট ক্লিক করে Run as administrator এ ক্লিক করুন)
  • এবার নতুন উইন্ডো ওপেন হলে OK চাপুন:
  • Next দিন:
  • I Agree চাপুন:
  • এগ্রিমেন্টে টিক দিন ও Next চাপুন:
  • Next দিন:
  • I do not want to install Nitro PDF Reader এ ক্লিক করুন, তারপর Install এ ক্লিক করুন:
  • Finish বাটনে ক্লিক করুন:
ইনস্টলেশন শেষ। এবার এটাকে ব্যবহার করে দেখি :)

ডেক্সপট কাস্টোমাইজেশন:

ভার্চুয়াল সোয়াপিং 3D ইফেক্ট: (পিসি অল্প স্লো করতে পারে)

  • এক ভার্চুয়াল পিসি থেকে আরেক ভার্চুয়াল পিসিতে যেতে নিচের ছবির মত ইফেক্ট পাওয়ার জন্য এই কাজগুলো করুন:
  • প্রথমে টাস্কবারের ডেক্সপট মনিটরের উপর রাইট ক্লিক করে সেটিংসে যান:
  • Plugins and Extras এ ক্লিক করুন, Dexcube এ টিক দিন ও OK বাটনে ক্লিক করুন:
ব্যাস! হয়ে গেল। এবার ডেস্কটপ পরিবর্তন করলেই স্টাইলিশ 3D ইফেক্ট দেখতে পাবেন। 3D ইফেক্ট পেতে হলে কম্পিউটারে অবশ্যই DirectX 9.0 বা তারচেয়ে বেশি থাকতে হবে। না থাকলে এই লিঙ্ক থেকে DirectX ডাউনলোড ও ইন্সটল করে নিন। এটা ছাড়া গুরুত্বপূর্ণ সফটওয়্যার কিংবা গেম চলে না। তাই ইন্সটল করাই ভাল। :)

যেকোন উইন্ডোকে এক ওয়ার্কস্টেশন থেকে অন্যটায় ট্রান্সফার করা:

  • যেকোন উইন্ডোর উপ্রে রাইট ক্লিক করুন, Move> Desktop 1/2/3/4

৪টি ওয়ার্কস্টেশন একবারে দেখা:

  • টাস্কবারের ছোট মনিটর আইকনের উপর রাইট ক্লিক করে Desktop Preview  তে ক্লিক করলে একবারে ৪টি উইন্ডো দেখা যায়:

মেমরি ইউসেজ:

ডেক্সপট খুব কম মেমরি ব্যবহার করে, তাই এই সফটওয়্যার ব্যবহার করলে আপনার পিসি স্লো হওয়ার সম্ভাবনা একদমই নেই:

No comments:

Post a Comment