Saturday, June 23, 2012

কি-বোর্ড দিয়ে কম্পিউটার চালু করুন


0
pc power 150x150 কি বোর্ড দিয়ে কম্পিউটার চালু করুনআমরা CPU এর পাওয়ার বাটন দিয়ে কম্পিউটার চালু করি। কিন্তু অনেক সময় পাওয়ার বাটন নষ্ট হলে কম্পিউটার চালু করতে সমস্যা হয়। ইচ্ছা করলে CPU এর পাওয়ার বাটন না চেপে কি-বোর্ডের সাহায্যে কম্পিউটার চালু করতে পারি। এর জন্য প্রথমে কম্পিউটার চালু হওয়ার সময় Del বাটন চেপে BIOS এর প্রবেশ করতে হবে। তারপর Power Management Setup নির্বাচন করে Enter প্রেস করে Power on my keyboard নির্বাচন করে Enter দিতে হবে। Password নির্বাচন করে Enter দিন। Enter Password এ কোন একটি কি পাসওয়ার্ড হিসাবে দিয়ে সেভ করে বের হতে হবে। এখন কি-বোর্ড থেকে সেই পাসওয়ার্ড কি চেপে কম্পিউটার চালু করা যাবে। পদ্ধতিটি গিগাবাইট মাদারবোর্ড এর জন্য প্রযোজ্য হলেও অন্যান্য মাদারবোর্ডেও এই পদ্ধতিটি পাওয়া যাবে।

No comments:

Post a Comment