Saturday, June 23, 2012

Windows XP এর User Password মনে পড়ছেনা কি করবেন


0
mrahman 150x150 Windows XP এর User Password মনে পড়ছেনা কি করবেন। অনেক সময় User তার Password ভুলে যাই ঐ সময় যদি Password মনে না পড়ে তাহলে নতুন করে উইন্ডোজ Setup করতে হয় বা Password Breaker নামক সিডি দিয়ে Password ডিলিট করতে হয় কাজটা অনেক ঝামেলার । আজ আমি আপনাদের দেখাব কিভাবে Password Breaker সিডি বা সফটওয়্যার ছাড়া কাজটা সহজে করা যাই ।
computer চালু হওয়ার পর যখন কম্পিউটারে প্রবেশ করার জন্য Password চাইবে তখন Control + Alt এক সাথে চেপে ধরে রেখে পরপর দুইবার Delete key  চাপতে হবে, দেখবেন একটা নতুন উইন্ডো আসবে তখন সেখানে ইউজার নামের পরিবর্তে  Administrator  লিখে এন্টার চাপুন।এখন দেখেন কম্পিউটার ওপেন হয়ে গেছে । মনে রাখবেন ইটা ইউজার অ্যাকাউন্ট না বা এখনও ইউজারের Password ডিলিট হয় নাই।  এখন  ইউজারের Password ডিলিট করার জন্য Control panel থেকে User account এ গিয়ে user এর  Password মুচে দিতে হবে, কাজ শেষ।
এখন কম্পিউটার রিস্টার্ট করে দেখেন Password ডিলিট হয়ে গেছে।

No comments:

Post a Comment