Monday, June 25, 2012

Pen Drive কে NTFS ফাইল সিস্টেমে ফরমেট করুন


0
pendrive 300x300 Pen Drive কে NTFS ফাইল সিস্টেমে ফরমেট করুন এবং জায়গা সাশ্রয় করুন
সাধারণত কোন Pen Drive কে NTFS ফাইল সিস্টেমে ফরমেট করা যায় না। কিন্তু Pen Drive কে NTFS ফাইল সিস্টেমে ফরমেট করা হলে আমরা খুব সহজেই কিছু অতিরিক্ত সুবিধা ভোগ করতে পারি। যেমন- Pen Drive কে NTFS ফাইল সিস্টেমে ফরমেট করা হলে Pen Drive এর জায়গা সাশ্রয় হতে পারে প্রায় ৪-৪০% পর্যন্ত। আর NTFS ফাইল সিস্টেমের সুবিধার কথাতো সবারই জানা। বর্তমানে স্টোরেজ মিডিয়াগুলোতে ব্যবহৃত সর্বাধুনিক ফাইল সিস্টেম হচ্ছে এই NTFS। বিভিন্ন অতিরিক্ত সুবিধার জন্য এই ফাইল সিস্টেমটি বিখ্যাত।
তবে Pen Drive কে NTFS ফাইল সিস্টেমে ফরমেট করা হলে কিছু ছোটখাট অসুবিধাও দেখা দেয়, যেমন- Pen Drive সেইফলি রিমুভ নাও হতে পারে। Copy-Paste Speed কমে যেতে পারে ইত্যাদি।
তবে অসুবিধার চেয়ে যেহেতু সুবিধাই বেশি সেহেতু ট্রাই করতে ক্ষতি কি? চলুন দেখি Pen Drive কে NTFS ফাইল সিস্টেমে কিভাবে ফরমেট করা যায়। এজন্য নিচের ধাপগুলো অনুসরন করি-
১। প্রথমে Pen Drive টির উপর রাইট বাটন ক্লিক করে Properties সিলেক্ট করে Hardware ট্যাবে ক্লিক করি।
২। এবার লাগানো পেন ড্রাইভটির উপর ক্লিক করে আবার Properties সিলেক্ট করি।
৩। এখন Policies ট্যাব থেকে Optimize for Performance অপশন বাটন (সাধারণত Optimize for quick removal চেক করা থাকে) চেক করে OK করি।
৪। এবার পেন ড্রাইভটির উপর রাইট বাটন ক্লিক করে Format সিলেক্ট করে NTFS ফাইল সিস্টেমে ফরমেট করা যাবে।

No comments:

Post a Comment