Sunday, June 24, 2012

কি Command Prompt দিয়ে chat করবেন?


কি Command Prompt দিয়ে chat করবেন?


আপনি যদি আপনার বন্ধু দের সাথে কন গোপন কোন বিষয় নিয়ে চ্যাট করতে চান তাহলে কোন সফটওয়্যার ব্যবহার করতে হবে না
নিজেই তৈরে করুন।।
যা যা লাগবে ঃ
  • command prompt.
  • যার সাথে চ্যাট করবেন তার ip.
           সুরু করা যাক।
  • প্রথমে আপনার notepad ওপেণ করুন।
  • নিচের CODE টী TYPE করুন বা কপি পেস্ট করুন।
@echo off
:A
Cls
echo MESSENGER
set /p n=User:
set /p m=Message:
net send %n% %m%
Pause
Goto A

 like as:
MESSENGER
User: 56.108.104.107
Message: Hi
 
  • এবার এটা SAVE করুন MRN HACKER MASSENGER.bat...। all files এ সেভ করুন।
  • এখন USER  এ আপনি যার চ্যাট  করতে চান তার IP ADDRESS টা দিন।
  • ্সেভ করবার পর ওপেন করুন ।
এখন শুধু ENTER চেপে MESSAGE টী পাঁঠিয়ে দিন।
এখন  আপনাদের মাঝে প্রশ্ন আসতে পারে ip পাব কিভাবে।আইতা আনেক ভাবেই পাওয়া  যায় আমি আইটা নিয়ে পরে বিস্তারিত করব।তবে আমি এখন একটা নিয়ম দেখাছি।এই নিয়মে আপনার ফেসবুক এর যাদের সাথে চ্যাট করসেন তাদের ip পাবেন।
  • শুধু ফেসবুক ট্যাব টা খোলা রাখুন এর সব ট্যাব বন্ধ করুন।
  • CMD ওপেণ করুণ।
  • COMMAND দিন।        netstat -a
  • আবার আপনি আপনার বন্ধুদের ip পেয়ে যাবেন।

M.R.N hacker 
ফেসবুক এ আমিঃ www.facebook.com/musfiqur.nabil

No comments:

Post a Comment