Saturday, June 23, 2012

Windows XP এর Start বাটনের জায়গায় আপনার লিখতে চান


0
এর জন্য প্রথমে আপনাকে একটি softwere দরকার হবে যা আপনার XP CD তে পাবেন “CD\XP_XTRAS\RESOURCE HACKER” এখনে RESHACKER.RAR নামে এই RAR ফাইল টি winrar এর মাধ্যমে Extract করুন। এরপর C:\WINDOWS এখান থেকে explorer.exe কে RESHACKER দিয়ে ওপেন করুন।
Resource  Windows XP এর Start বাটনের জায়গায় আপনার লিখতে চান?
এখানে string table এর ৩৭ নম্বর এর ১০৩৩ এ ক্লিক করুন দেখবেন ডানে একটি txt pad এসেছে এখানে ৫৭৮ তে Start এর স্থলে আপনার নাম বা অন্য কিছু (Start মেনু তে Start এর স্থলে যা লিখতে চান)আমি “XP Next” লিখেছি
37 1033 Windows XP এর Start বাটনের জায়গায় আপনার লিখতে চান?
আবার string table এর ৩৮ নম্বর এর ১০৩৩ এ ক্লিক করুন দেখবেন ডানে একটি txt pad এসেছে এখানে ৫৯৫ তে Start এর স্থলে ৩৭ নম্বর এর ১০৩৩ এর ৫৭৮ তে যা লিখেছেন তা লিখুন আমি “XP Next” লিখেছি।
38 1033 Windows XP এর Start বাটনের জায়গায় আপনার লিখতে চান?
কেল্লা ফতে এখন file মেনু হতে save as দিন xplorer.exe নামে C:\WINDOWS এখানে। আপাদত কম্পপ্লিট।
১টি নোটপ্যাড চালু করে তাতে
Windows Registry Editor Version 5.00
[HKEY_LOCAL_MACHINE\SOFTWARE\Microsoft\Windows NT\CurrentVersion\Winlogon]
“Shell”=”xplorer.exe”
এই কমান্ড দিন তারপর save as দিন তারপর rename করে xplorer.reg করুন।
তারপর ডাবল ক্লিক করে yes দিয়ে ok করুন। restart দিন দেখুন কাজ হয়েছে।

No comments:

Post a Comment