Wednesday, June 27, 2012

প্রিমিয়াম কুকি ব্যবহার করে প্রিমিয়াম ইউসার হওয়ার বিস্তারিত নিয়ম


প্রিমিয়াম কুকি ব্যবহার করে প্রিমিয়াম ইউসার হওয়ার বিস্তারিত নিয়ম। ডাউনলোডের পাগল হলে তাড়াতাড়ি এইদিকে আসেন!!!


আমরা সবাই কমবেশী ফাইল ইন্টারনেট হতে ডাউনলোড করে থাকি। কিন্তু সব সাইট বা ফোরাম তাদের ফাইলসমূহ Mediafire এ আপলোড করে না। বলতে গেলে ৮০% সাইট তাদের ফাইলসমূহ রেপিডশেয়ার, হটফাইল, ফাইলসনিক, মেগাআপলোড, ফাইলসার্ভ ইত্যাদি সাইটে আপলোড করে থাকে। কিন্তু প্রিমিয়াম অ্যাকাউন্ট ছাড়া এসব সাইট থেকে কোন ফাইল ডাউনলোড করা অত্যন্ত ঝামেলার কাজ। রিজিউম সাপোর্ট পাওয়া যায় না, ক্যাপচা এন্ট্রি করতে হয়, প্যারালাল ডাউনলোড করতে যায় না, কিছু সময় ওয়েট করতে হয় এছাড়া আরও অনেক ঝামেলা থাকে।
প্রিমিয়াম কুকি দিয়ে প্রিমিয়াম ইউসারের মতই ডাউনলোড করা যায়। প্রিমিয়াম কুকি ফায়ারফক্সে ব্যবহার করতে হলেএখান থেকে অ্যাড-অনটি ডাউনলোড করে ইন্সটল করুন। এবার ফায়ারফক্স রিস্টার্ট দিয়ে Tools> Cookies Manager+ এ যান। এবার নিচের ছবির মত Search বক্সে Filesonic লিখুন।
এখানে লক্ষ্য করুন PHPSESSID নামে কোন ভ্যালু আছে কিনা। যদি থাকে তাহলে ContenT বক্সে আপনার প্রিমিয়াম কুকিটি Paste করে Save করে ক্লোজ করুন। এবার Filesonic.com এ ঢুকলে দেখতে পাবেন আপনি প্রিমিয়াম ইউসার হয়ে গেছেন। এবার কোন ফাইলসনিকের ফাইল কপি করে অ্যাড্রেসবারে পেস্ট করলেই ডাউনলোড শুরু হবে।
যদি PHPSESSID ভ্যালু না থাকে, তাহলে Cookies Manager ওপেন করে Search বক্সে Filesonic লিখুন। তারপর অ্যাড বাটনে ক্লিক করুন। এবার নিচের ছবির মত Nameবক্স এ লিখুন PHPSESSID, Content এর ঘরে আপনার প্রিমিয়াম কুকি, Host এর ঘরে .filesonic.com(ডট দিতে হবে) এবং Path এর ঘরে / দিন। এবার আগের মত সেভ করে ক্লোজ করে ব্যবহার শুরু করুন।
উপরে শুধু ফাইলসনিকের নিয়ম দেখিয়েছি। যদি অন্য সাইট হয়, যেমন- Hotfile.com বা Fileserve.com, তাহলে শুধু Name, Content এবং Host পরিবর্তন হবে। হোস্ট এর ঘরে লিখবেন .hotfile.com বা .fileserve.com বা অন্য কোন সাইট। Content এর ঘরে সেই সাইটের প্রিমিয়াম কুকি এবং Name এর ঘরে নিচের মত সাইটের নাম অনুযায়ি Name দিনঃ-
  • Filesonic.com এর জন্য Search করুন filesonic এবং নেম হিসাবে দিন PHPSESSID
    Hotfile.com এর জন্য Search করুন hotfile এবং নেম হিসাবে দিন auth
    Megaupload.com এর জন্য Search করুন megaupload এবং নেম হিসাবে দিন user
    Rapidshare.com এর জন্য Search করুন rapidshare এবং নেম হিসাবে দিন enc
    Fileserve.com এর জন্য Search করুন fileserve এবং নেম হিসাবে দিন PHPSESSID
    Oron.com এর জন্য Search করুন oron এবং নেম হিসাবে দিন xfss
    Depositfiles এর জন্য Search করুন depositfiles এবং নেম হিসাবে দিন autologin
    Netload.in এর জন্য Search করুন netload এবং নেম হিসাবে দিন cookie_user

No comments:

Post a Comment