Monday, June 18, 2012

ডাউনলোড ম্যানেজার ছাড়া ইউটিউব এর ভিডিও নামানোর তিনটা পদ্ধতি


কোনও ডাউনলোড ম্যানেজার/ অ্যাড অন ছাড়া ইউটিউব এর ভিডিও নামানোর তিনটা পদ্ধতি।

যদিও ইউটিউব থেকে ভিডিও নামানোর জন্য সবাই আইডিএম ব্যবহার করতেই বেশি পছন্দ করে, তবে আজ আমি আইডিএম বা কোনও অ্যাড অন ছাড়া ইউটিউব এর ভিডিও নামানোর পদ্ধতি জানাবো, যাদের জানা নেই, তাদের কাজে লাগতেও পারে।।

পদ্ধতি ০১

1)) যে ভিডিও নামাতে চান, সেই  address এ যান।
2)) এবার www. এর জায়গায় ss দিন, মানে www.youtube.com/watch?xyz123 হলে হবে ssyoutube.com/watch?xyz123 ।
3)) কাজ শেষ, এবার পছন্দমত ফরম্যাট এ ডাউনলোড করুন।।

পদ্ধতি ০২

1))  আগের মতই address এ যান, এবার www এরপরে লিখুন kiss  [ icon razz কোনও ডাউনলোড ম্যানেজার/ অ্যাড অন ছাড়া ইউটিউব এর ভিডিও নামানোর তিনটা পদ্ধতি। ];  মানে উপরের address টা হবে  www.kissyoutube.com/watch?xyz123 ।
2)) আপনার পিসিতে যদি জাভা এনেবলড থাকে, তাহলে “সেইভ এস” প্রম্পট চলে আসবে। FLV এক্সটেনশনে সেইভ করে নিন।
YouTube Music কোনও ডাউনলোড ম্যানেজার/ অ্যাড অন ছাড়া ইউটিউব এর ভিডিও নামানোর তিনটা পদ্ধতি।


পদ্ধতি ০৩

যান। URL এ ইউটিউবের লিঙ্ক দিন।
2)) get link এ ক্লিক করুন। Download Link এ ক্লিক করলেই “সেইভ এস” প্রম্পট চলে আসবে। FLV এক্সটেনশনে সেইভ করে নিন।

পদ্ধতি ০৪[extra icon wink কোনও ডাউনলোড ম্যানেজার/ অ্যাড অন ছাড়া ইউটিউব এর ভিডিও নামানোর তিনটা পদ্ধতি। ]

আরও দুইটা সাইট দিলাম, উপরের পদ্ধতি ইউস করতে পারবেন।।

No comments:

Post a Comment