
কি অবস্থা সবার? আজকে খুব কমন এবং সকলের চাহিদার সাথে মিল রেখে পোস্ট করছি। টপিক হল ফেসবুকের টাইমলাইন কভার ইমেজ। আমরা মাঝে মাঝে অনেকের ফেসবুক টাইম লাইন কভার ইমেজে অনেক সুন্দর সুন্দর ক্রিয়েটিভ ইমেজ দেখে থকাই আসলে এসব কিছুর মুলে হচ্ছে রেডিমেট কিছু ইমেজ যা সাইজ মত করা আছে জাস্ট নিজের প্রোফাইল বসিয়ে দিলেই কাজ শেষ। এ সমস্ত মনের মত অসাধারণ আকর্ষণীয় হাজার হাজার ফেসবুকের টাইমলাইন কভার ইমেজ পাওয়ার জন্য আজকে আমি ১৫টি ওয়েব সাইটের সাথে পরিচয় করে দিব যেখানে গেলে হাজার হাজার পেয়ে যাবেন আপনি ঘুরে ঘুরে দেখে নিন যেটি পছন্দ হয় নিজের প্রোফাইল চট করে সেট করে নিন।
No comments:
Post a Comment