Sunday, July 1, 2012

ত্রুটিপূর্ণ ছবিকে মনের মত করে নিন Photo Cleaner দিয়ে


ত্রুটিপূর্ণ ছবিকে মনের মত করে নিন Photo Cleaner দিয়ে।


আজ আপনাদের জন্য নিয়ে এসেছি, একটি সহায়ক কাজের সফট। যারা ফটোশপে কাজ করতে অনীহা প্রকাশ করেন কিংবা অত সহজ ভাবে ফটোশপকে মেনে নিতে পারেন না। তাদের জন্য নিয়ে এলাম খুব তাড়াতাড়ি একটি ছবিকে মনের মত করে সম্পাদনা করার সহজ সফট। যার নাম 
Photo Cleaner Pro v3.4.0.0391 মাত্র ৪.৬২ মেগাবাইট।  হা বন্ধুরা এটি দিয়ে আপনি খুব সহজে আপনার ডিজিটাল ক্যামেরা অথবা মোবাইলে তোলা ছবির ত্রুটি মুক্ত করে নিতে পারেন। কিভাবে? প্রথমে এখান থেকে ডাউনলোড করে নিন Photo Cleaner Pro v3.4.0.0391রার ফাইল Extract করুন। তার পূর্বে আপনার অপারেটিং সিস্টেমের এ্যান্টিভাইরাস এর অটো প্রটেক্ট অফ করে রাখুন। কারন হয়তো এ্যান্টিভাইরাস টি ক্র্যাক এর প্যাচ ফাইল কে ভাইরাস মনে করে তা ডিলেট করে দিতে পারে।Extractকরার পর আপনি দুইটি ফাইল পাবেন একটিPhotoCleanerPro_Trial_Install.exe নামের ও অপরটি Crackনামের। প্রথমেPhotoCleanerPro_Trial_Install.exeতে ডাবল ক্লিক করে ইন্সটল করুন এবং পরে Crackফাইলের প্যাচ কিগান এ ডাবল ক্লিক করুন। এবার আপনি এ্যান্টিভাইরাস এর অটো প্রটেক্ট চালু করে দিতে পারেন। ইন্সটল করার পর ডেস্কটপ আইকন এ পাবেন PhotoCleaner নামের আইকন। তাতে ডাবল ক্লিক করুন নিচের চিত্রের মত পাবেন।

  1. আপনি এবার ত্রুটি পূর্ণ ছবিকে এখানে এড করুন। এখানে আপনি ইমেজ রিসাইজ, ছবির উজ্জলতা কম বেশী, নয়েজ ঠিক করে নেয়া, অন্ধকারকে পরিস্কার করা, কালার ঠিক করা সহ ইত্যাদি ঠিক করে নিতে পারেন।
  2. এখানে আপনি ছবির চার পাশে বর্ডার দিতে পারেন ইচ্ছে মত কালার দিতে পারেন।
  3. এখানে আপনি ক্লিক দিলে আপনি যা পরিবর্তন গুলি করতে চেয়েছেন তা কিছুক্ষনের মধ্যে সম্পন্ন হয়ে যাবে।
  4. এখানে ক্লিক দিয়ে দেখে নিতে পারেন ছবির পরিবর্তন গুলি কেমন হয়েছে। যদি মনের মত না হয়, আবার এডিট করুন।
  5. এখানে আপনি ক্লিক দিয়ে Crop করে ছবিকে কেটে নিতে পারেন।
  6. এখানে ক্লিক দিয়ে আপনি  ছবির লাল চোখের অপসারণ করতে পারেন।
সব শেষে ছবির কাজ শেষ হলে পছন্দ মত জায়গায় সেভ করে নিতে পারেন।
দেখুন নিচের ছবি দুইটি।

এডিট করার আগে

এডিট করার পরে।
 
তো বন্ধুরা উপভোগ করুন PhotoCleanerভাল ও সুস্থ্য থাকুন।
ধন্যবাদ সহ-
মোঃ জাকির হোসেন
১১.০২.২০১২
আমার যত লেখা পিসি হেল্পলাইন বিডিতে পাবেন। 

 

No comments:

Post a Comment