Wednesday, June 20, 2012

খুব সহজেই পরিবর্তন করুন windows media player এর দরকারি শর্টকাট কী গুলো


খুব সহজেই পরিবর্তন করুন windows media player এর দরকারি শর্টকাট কী গুলো

আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। পোষ্ট করব করব করে করা হয়ে ওঠে না সময়ের অভাবে। তাই আজ সময় পেয়েই বসে গেলাম ছোট্ট একটা টিপস শেয়ার এর জন্য। আজ যে জিনিসটা আপনাদের সাথে শেয়ার করব জিনিসটা অনেকেই জানেন বিভিন্ন ভাবে। তারপরও যারা যানেন না আশা করি তাদের উপকারে আসবে। আমি কী বলতে চাচ্ছি উপরের শিরোনাম দেখে এতক্ষন টের পেয়ে গেছেন আশা করি। তো আর কথা না বাড়িয়ে আসুন কাজের কথায় আসা যাক……….
windows media player এর দরকারি শর্টকাট কী গুলো পরিবর্তন এর জন্য আপনাকে যেটা করতে হবে , এখান থেকে ৫২KB সাইজের Plug-in টা ডাউনলোড করে নিন।
ডাউনলোড শেষ হলে Plug-in টা Install করুন।
এবার windows media player এর দরকারি শর্টকাট কী গুলো পরিবর্তন করার জন্য যা করতে নিচে দেখুন…………
12 খুব সহজেই পরিবর্তন করুন windows media player এর দরকারি শর্টকাট কী গুলো

23 খুব সহজেই পরিবর্তন করুন windows media player এর দরকারি শর্টকাট কী গুলো

3 খুব সহজেই পরিবর্তন করুন windows media player এর দরকারি শর্টকাট কী গুলো

এখানে আপনার ইচ্ছা মত hot key গুলো বাসন, হয়ে গেলে ok>apply>ok দিয়ে বেরিয়ে আসুন আর উপভোগ করতে থাকুন নিজের দেওয়া hot key গুলোর মজা।
তো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন , কেমন লাগলো কোন সমস্যা হচ্ছে কিনা অবশ্যই জনাবেন। আল্লাহ হাফেজ

No comments:

Post a Comment