বিসমিল্লাহির রাহমানির রাহিম
আসসালামু আলাইকুম, সবাইকে টিউনারপেজ এ স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি সবাই মহান আল্লাহ তায়ালার অশেষ রহমতে পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন, পাড়া-প্রতিবেশি ও আশে পাশের সবাইকে নিয়ে খুবই ভাল আছেন। ভাল থাকুন ও ভাল রাখুন আপনার পাশের মানুষটিকে।
আজকে আপনাদের জন্য কয়েকটি লগইন/রেজিষ্টার প্লাগইন্স নিয়ে এলাম। আপনারা দেখেছেন যে, টিউনারপেজ এর লগইন সিস্টেমটা অন্যান্য ব্লগ সাইটের থেকে অনেক ভিন্ন রকম। এটা আসলে প্লাগইন্সের খেলা। আপনি চাইলে এই ধরনের প্লাগইন্স লাগিয়ে আপনার সাইটটাকে করতে পারেন আরও আকর্ষণীয় ও চমৎকার। এটি আপনার সাইট লোডিং এর জন্য সমস্যা করবে না। একটা মজার বিষয় হল, এই প্লাগইন্সটি ইন্সটল দেয়ার সাথে সাথেই আপনার সাইট যদি বাংলা হয়, তবে বাংলা হয়ে যাবে। মানে আপনাকে আর কষ্ট করে বাংলা করতে হবে না। তবে আপনি চাইলে পরিবর্তন করতে পারবেন। তাহলে চলুন প্লাগইন্সগুলো নিয়ে যাই 

BuddyPress Sliding Login Panel
লগইন প্যানেলটি দেখে নিন এক নজরে। অসাম… 

- লগইন না থাকলে

- লগইন করার পর

- লগইন করার পর Messages/Requests সহ অবস্থা

- সম্পূর্ণ প্যানেল দেখুন

WP Sliding Login | Register Panel
ডাউনলোড করার আগেই দেখে নিন অবস্থাটা…
- লগইন হেডার

- লগইন প্যানেল

- Login | Register হেডার

- রেজিষ্টার প্যানেল

- লগইন ও রেজিষ্ট্রার প্যানেল এক সাথে

WP Sliding Login/Dashboard Panel
এই লগইন প্যানেলটাই টিউনারপেজ এ ব্যবহার হয়। ডেমো তো টিউনারপেজ আছেই। যদিও টিউনারপেজের এডমিন এই প্যানেলটাকে কাষ্টমাইজ করে বিভিন্ন রকম করেছে। আপনারা লগইন করার আগে ও পরে দেখে নিন আপনাদের একাউন্ট থেকে। তবুও আমি আপনাদের জন্য স্ক্রীর্ণশট দিলাম।
- লগইন বা ড্যাসবোর্ড প্যানেল

- https://www.facebook.com/unselected
- লগইন/রেজিষ্টার প্যানেল
- লগইন করার পর

https://www.facebook.com/unselected
- উপরের অপশানগুলো অটোমেটিক। তবে আপনি চাইলে HTML কোড দিয়ে নিজের মতো করে নিতে পারেন।

SuperSlider-Login
এই লগইন বা রেজিষ্টার প্যানেলটি সবচেয়ে ভাল লেগেছে। টিউনারপেজ যেটা ব্যবহার করে সেটা পর এটাই সবচেয়ে বেশি ভাল লেগেছে। আপনি এটি ইন্সটল করার সাথে সাথেই আপনার সাইটে একদম উপরের বামদিকে দেখতে পাবেন আইকনটি। ডেমো দেখুন এখানে
- লগইন করার পর

- লগইন বা রেজিষ্টার প্যানেল

- লগইন করার পর এভাবেও করতে পারবেন

- অপশানগুলো

এবার আপনার পছন্দের প্লাগইন্সটি ব্যবহার করা শুরু করে দিন। পোষ্টটি বাজে মনে হলে ক্ষমা করে দিবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ…
No comments:
Post a Comment