Wednesday, June 20, 2012

আপনার blogspot সাইট কে সাজান নিজের মত করে(পর্বঃ০৮


আপনার blogspot সাইট কে সাজান নিজের মত করে(পর্বঃ০৮)|আপনার ব্লগের কমেন্ট বক্স এর রূপ পরিবর্তন করুন।

আসসালামু আলাইকুম।কেমন আছেন আপনারা?আশাকরি সৃর্ষ্টি কর্তার রহমতে ভালো আছেন।আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনার ব্লগার এর কমেন্ট এর ঘরটি পরিবর্তন করুন Disqus এর কমেন্ট বক্স দ্বারা।


Disqusকি?
disqus2 আপনার blogspot সাইট কে সাজান নিজের মত করে(পর্বঃ০৮)|আপনার ব্লগের কমেন্ট বক্স এর রূপ পরিবর্তন করুন।

Disqusহচ্চে Social কমেন্ট সিস্টেম।
যার দ্বারা আপনি একসাথে সবগুলি Social প্রোপাইল দ্বারা কমেন্ট করতে পারবেন।পৃথিবীর প্রায় 57% মানুষ এই Disqus টা ব্যাবহার করে।

Disqusকি কি সাইটে ব্যাবহার উপযোগি?

Disqusএর কমেন্ট সিস্টমকে আপনি ব্লগার,ওয়ার্ডপ্রেস,ধুরপাল,টাইপেড,জুমলা…ইত্যাদি।অর্থাত্‍,যে সব সাইট দিয়ে ব্লগিং করা যায়,ওই সব সাইটে Disqus ব্যাবহার করা যায়।

Disqusকেন ব্যাবহার করবেন?

এক কথায় Disqus আপনার ব্লগের সোন্দর্য্য রক্ষা করে।
এবং,এটির কমেন্ট সিস্টমটা খুব সুক্ষ্য।

Disqus কমেন্ট সিস্টেম এর সুবিদা কি কি?

Disqus কমেন্ট সিস্টেম এর দ্বারা আপনি শুধু নাম ও ইমেল এর দিয়ে কমেন্ট করতে পারবেন।এচাড়াও ফেসবুক,টুইটার,গুগল প্লাস…ইত্যাদি দ্বারা কমেন্ট করা যায়।

কি ভাবে আপনার ব্লগে Disqus এর কমেন্ট বক্স বসাবেনঃ

DisqusForBlogger আপনার blogspot সাইট কে সাজান নিজের মত করে(পর্বঃ০৮)|আপনার ব্লগের কমেন্ট বক্স এর রূপ পরিবর্তন করুন।
প্রথমে এইখানে ক্লিক করে সাইন আপ করে নিন।
এরপর,
এই রকম একটা পেজ আসবে
DisqusBloggerIcon আপনার blogspot সাইট কে সাজান নিজের মত করে(পর্বঃ০৮)|আপনার ব্লগের কমেন্ট বক্স এর রূপ পরিবর্তন করুন।
ওখান থেকে ব্লগর চিহু স্থানে ক্লিক করুন।এর পর যা যা আসবে সব সঠিক তথ্য দিয়ে এটি পূরণ করবেন।এবার এই রকম একটা বাটন আসবে
AddDisqusButton আপনার blogspot সাইট কে সাজান নিজের মত করে(পর্বঃ০৮)|আপনার ব্লগের কমেন্ট বক্স এর রূপ পরিবর্তন করুন।
এখানে ক্লিক করে এটি ব্লগারে সংযুক্ত করুন।এবার আপনার যে কোন পোস্ট দেখুন আপনার ব্লগে গিয়ে।কি?Disqus বাটন টা যুক্ত হয়েছে?যুক্ত হলে এই বার Disqus.com এ গিয়ে এডমিন এ ক্লিক করুন।এর পর TOOL এ ক্লিক করুন।
DisqusToolsTab আপনার blogspot সাইট কে সাজান নিজের মত করে(পর্বঃ০৮)|আপনার ব্লগের কমেন্ট বক্স এর রূপ পরিবর্তন করুন।
এবার সঠিক ভাবে এটি পূরণ করুন।
.
.
(enjoy)
কোনো সমস্যা হলে কমেন্ট করবেন।
সবাই ভাল থাকবেন…আল্লাহ হাফেজ।
(পূর্ব রূপ দেখতে বা কমেন্ট টা কি রকম হবে তা দেখতে এই খানে ক্লিক করুন।অবশ্যই কমেন্ট করার চেস্টা করাবেন।)

No comments:

Post a Comment