আপনার blogspot সাইট কে সাজান নিজের মত করে(পর্বঃ০৫)|আপনার ব্লগে GOOGLE+ এর শেয়ার বাটন যুক্ত করুন।

আসসালামু আলাইকুম।কেমন আছেন আপনারা?গত দুই দিন আমার এলাকায় বিদ্যুত্ নেই।তাই পোস্ট দেওয়া হয়নি।
আমি আজকে আপনাদের GOOGLE+ শেয়ার বাটন কিভাবে আপনার ব্লগে লাগাবেন তা দেখাবো।
প্রথমে Blogger Dashboard এ জান।এর পর ডিজাইন এ জান।HTML সম্পাদনায় যান।এখন HTML কোডটি edite করুন।
এর পর এই ইমেজে যে লেখাটি তা সার্চ করুন।

কি?পেয়েগেছেন?যদি পেয়ে যান তাহলে নিছের কোডটি বসান।(ওই লেখাটির পর যেটা আপপনি সার্চ দিয়ে বের করেছেন)
Download
আবার এই লেখাটি সার্চ করুন(ইমেজ এ লেখা আছে)।

এই লেখাটির পর আপনার পচন্দ মত একটা শেয়ার বাটন এর কোড লাগিয়ে নিন।
Medium

Download
Large

Download
Vertical

Download
এবার আপনার HTML টি সেভ করুন।
কোনো সমস্যা হলে কমেন্ট করবেন।
আল্লাহ হাফেজ।
ইমেজ দেখা না গেলে এখানে দেখুন।
No comments:
Post a Comment