Wednesday, June 20, 2012

আপনার blogspot সাইট কে সাজান নিজের মত করে পর্বঃ০৫


আপনার blogspot সাইট কে সাজান নিজের মত করে(পর্বঃ০৫)|আপনার ব্লগে GOOGLE+ এর শেয়ার বাটন যুক্ত করুন।


GooglePlusShareButtonBlogger আপনার blogspot সাইট কে সাজান নিজের মত করে(পর্বঃ০৫)|আপনার ব্লগে GOOGLE+ এর শেয়ার বাটন যুক্ত করুন।
আসসালামু আলাইকুম।কেমন আছেন আপনারা?গত দুই দিন আমার এলাকায় বিদ্যুত্‍ নেই।তাই পোস্ট দেওয়া হয়নি।
আমি আজকে আপনাদের GOOGLE+ শেয়ার বাটন কিভাবে আপনার ব্লগে লাগাবেন তা দেখাবো।

প্রথমে Blogger Dashboard এ জান।এর পর ডিজাইন এ জান।HTML সম্পাদনায় যান।এখন HTML কোডটি edite করুন।
এর পর এই ইমেজে যে লেখাটি তা সার্চ করুন।
146 আপনার blogspot সাইট কে সাজান নিজের মত করে(পর্বঃ০৫)|আপনার ব্লগে GOOGLE+ এর শেয়ার বাটন যুক্ত করুন।
কি?পেয়েগেছেন?যদি পেয়ে যান তাহলে নিছের কোডটি বসান।(ওই লেখাটির পর যেটা আপপনি সার্চ দিয়ে বের করেছেন)
Download
আবার এই লেখাটি সার্চ করুন(ইমেজ এ লেখা আছে)।
228 আপনার blogspot সাইট কে সাজান নিজের মত করে(পর্বঃ০৫)|আপনার ব্লগে GOOGLE+ এর শেয়ার বাটন যুক্ত করুন।
এই লেখাটির পর আপনার পচন্দ মত একটা শেয়ার বাটন এর কোড লাগিয়ে নিন।

Medium
GooglePlusShareMedium আপনার blogspot সাইট কে সাজান নিজের মত করে(পর্বঃ০৫)|আপনার ব্লগে GOOGLE+ এর শেয়ার বাটন যুক্ত করুন।
Download

Large
GooglePlusShareLarge আপনার blogspot সাইট কে সাজান নিজের মত করে(পর্বঃ০৫)|আপনার ব্লগে GOOGLE+ এর শেয়ার বাটন যুক্ত করুন।
Download

Vertical
GooglePlusShareVerticalAnnotation আপনার blogspot সাইট কে সাজান নিজের মত করে(পর্বঃ০৫)|আপনার ব্লগে GOOGLE+ এর শেয়ার বাটন যুক্ত করুন।
Download

এবার আপনার HTML টি সেভ করুন।
কোনো সমস্যা হলে কমেন্ট করবেন।
আল্লাহ হাফেজ।
ইমেজ দেখা না গেলে এখানে দেখুন।

No comments:

Post a Comment