Wednesday, June 20, 2012

আপনার blogspot সাইট কে সাজান নিজের মত করে পর্বঃ০২


আপনার blogspot সাইট কে সাজান নিজের মত করে(পর্বঃ০২)|পোস্টের শেষে Read more যুক্ত করুন।

আজ আমরা জানব কিভাবে ব্লগস্পট পোস্টের শেষে Read more যুক্ত করবো।
আমি আপনাদের যে পদ্ধতিতে ওই read more টা যুক্ত করবো তা একদম সহজ।
p1
তাহলে চলুন আমাদের ব্লগের পোস্ট এ read more যুক্ত করি।

প্রথমেএই খানথেকে একটা .zip ফাইল ডাওনলোড করুন।
এই জিপ ফাইলটার ভিতরে কিচু .txt ফাইল আছে।

যে ভাবে কাজ শুরু করবেনঃ
blogger.com এ গিয়ে লগিন দিন।
এর পর ডাসবোর্ড এ জান।
ডাসবোর্ড এ গিয়ে ডিজাইন এ ক্লিক করুন।এর পর HTML সম্পাদনা এ জান।
নিচের ছবিটি লক্ষ্য করুন।
p2
এখন ডাউনলোড করা .zip ফাইল থেকে search1.txt ফাইল থেকে লেখা গুলি সার্চ করুন।
সার্চকৃত লেখাটি পেয়ে গেলে ওই .zip ফাইল থেকে Search1+code.txt এই ফাইলটির লেখা গুলি বসান।
এখন,
পূনরায় আবার ওই .zip ফাইল থেকে Search2.txt ও Search2+code.txt উপরের নিয়মে ব্যাবহার করবেন।
ব্যাস এখন থেকে আপনার ব্লগে প্রতিটি পোস্টের শেষে read more লেখা থাকবে।

যারা এর পূর্ব রুপ দেখতে চানএই খানেক্লিক করুন।
সবাই ভাল থাকবেন।
আল্লাহ হাফেজ।
“”বুজতে অসুবিদে হলে কমেন্ট এ জানাবেন”"

No comments:

Post a Comment