Monday, July 2, 2012

মাত্র 2200 টাকায় তৈরি করুন আপনার IPS


মাত্র 2200 টাকায় তৈরি করুন আপনার IPS, আপনি নিজেই !!!!! বর্তমানে বিদ্যুতের যা অবস্থা তাতে IPS এর বিকল্প নাই


মাত্র 2200 টাকায় তৈরি করুন আপনার IPS আপনি নিজেই । বর্তমানে বিদ্যুতের যা অবস্থা তাতে IPS এর বিকল্প নাই । প্রথমে বলে রাখি যাদের ইলেক্ট্রনিক্সের উপর টুকটাক কাজ করার অভিজ্ঞতা আছে তাদের জন্য এই টিউন । আর যাদের ইলেক্ট্রনিক্স নিয়ে জানার প্রবল আগ্রহ আছে তারাও দেখতে পারেন । আর এর বাইরের যে কেউ পড়তে পারেন তবে বুঝতে না পারলে কতৃপক্ষ দায়ী নয় ।

ইলেক্ট্রনিক্স কাজের জন্য যা প্রয়োজন

  • ১। সোল্ডারিং আয়রন
  • ২। লীড
  • ৩। রজন
  • ৪। স্ক্রু ড্রাইভার, প্লেয়ার্স (প্লাস)
  • ৫। ড্রিল মেশিন

IPS তৈরিতে যা লাগবে

  • ১। একটি IPS বক্স
  • ২। দুইটি On Off সুইচ
  • ৩। দুইটি ফিউজ ও ফিউজ হোল্ডার
  • ৪। 3 pin চকেট
  • ৫। কমপিউটার CPU এর একটি পাওয়ার তার ( 3 pin প্লাগের জন্য )
  • ৬। প্রয়োজনীয় স্ক্রু ও প্রয়োজনীয় সংযোগ তার
  • ৭। একটি ট্রান্সফরমার (12-0-12V to 240V)
  • ৮। একটি Relay সুইচ
  • ৯। একটি Blank সার্কিট বোর্ড ( ব্যারো বোর্ড )
  • ১০। দুইটি Hit sink
  • ১১। অনেক গুলো খুটি (সার্কিট বোর্ড বসানোর জন্য)

সার্কিট তৈরি করতে যা লাগবে

  • ১। 4 টি FET ( IRFZ 44 )
  • ২। 2 টি IC ( CD4047 & 7809 )
  • ৩। 7 টি রোধ ( 4 টি 220 ওহম, 2 টি 2.2 k ওহম, 1 টি 10 k ওহম )
  • ৪। 1 টি ভেরিএবেল রোধ ( 100 k ওহম or 104)
  • ৫। 1 টি ক্যাপাসেটর ( 100nf or 104)
  • ৬। 2 টি ডায়োড ( 2A )




পর্যায় ক্রমিক ভাবে ফটো দেখুন । আমার তৈরি করা IPS ।
www.mediafire.com/download.php?2909dylvgw1xz10
Circuit Diagram Clear দেখা না গেলে উপরের লিংক থেকে ডাউনলোড করুন

কার্যপদ্ধতি :

  • প্রথমে IPS বক্স-এ দুইটি On Off সুইচ, ফিউজ হোল্ডার, 3 pin চকেট, কমপিউটার CPU এর পাওয়ার তার ইত্যাদি লাগাই ।
  • ***(পাওয়ার তার এর যে অংশ CPU তে লাগাই সে অংশ কেটে ফেলে দিন)
  • তারপর IPS বক্স এর মধ্যে ড্রিল মেশিন দিয়ে ছিদ্র করে ট্রান্সফরমার, Relay সুইচ, সার্কিট বোর্ড ( ব্যারো বোর্ড ) ইত্যাদি লাগানোর ব্যবস্থা করি ।
  • তারপর উপরের Circuit Diagram টি দেখে Blank সার্কিট বোর্ডে IC, রোধ, ক্যাপাসেটর, FET & ডায়োড ইত্যাদি ক্ষুদ্র যন্ত্রাংশ গুলো সোল্ডারিং করে সংযোগ স্থাপন করি ।
IPS সম্পর্কিত কিছু গুরুত্বপুর্ন তথ্য এবং সার্কিটের পুরো ব্যাখ্যা জেনে নিন

মুলতত্ত্ব :

IPS এর মুল ভিত্তি হল ট্রান্সফরমার । ট্রান্সফরমারকে কেন্দ্র করে সবগুলো সার্কিট তৈরি হয় । ট্রান্সফরমারের কাজই হচ্ছে নিম্ন ভোল্টকে উচ্চ ভোল্টে বা উচ্চ ভোল্টকে নিম্ন ভোল্টে রুপান্তর করা । উদাহরন স্বরুপ বলতে পারি একটি উচ্চধাপী (12v to 240v) ট্রান্সফরমারে প্রাথমিক স্টেপে 12 ভোল্ট in করালে 240 ভোল্ট output হবে । তবে শর্ত থাকে যে 12 ভোল্ট A.C (ভোল্টেজ) হতে হবে । কারন ট্রান্সফরমার কখনো DC ভোল্টেজে কাজ করে না । আমরা ব্যাটারী থেকে যে ভোল্টেজ পাই তা হচ্ছে DC ভোল্টেজ । ট্রান্সফরমার যদি DC ভোল্টেজে কাজ করতো তবে ব্যাটারীর 12 ভোল্ট DC কে ট্রান্সফরমারের প্রাথমিক স্টেপে in করালে 240 ভোল্ট output পাওয়া যেত । কিন্তু ট্রান্সফরমার DC ভোল্টেজ সাপোর্ট করে না । তাই ব্যাটারীর DC ভোল্ট কে AC ভোল্টে রপান্তর করে ট্রান্সফরমারের প্রাথমিক স্টেপে in করানো হয় এবং এর ফলে 240 ভোল্ট output পাওয়া যায় । যে সার্কিট দিয়ে ব্যাটারীর 12 ভোল্ট DC কে 12 ভোল্ট AC বা 24 ভোল্ট AC তে রপান্তর করা হয় তাই হচ্ছে IPS সার্কিট ।

এখন আসা যাক সার্কিট ব্যাখ্যায় :

Driver Section

এই অংশটির কাজ হচ্ছে একটি AC সিগন্যাল তৈরি করা ।
এতে CD4047 একটি মাল্টিভাইব্রেটর IC আছে । যার 1,2,3 নাম্বার পা গুলো ব্যবহৃত হয় কম্পাংক নির্ধারণ করার জন্য । ভেরিএবেল রোধের মান 30 K ওহমের জন্য প্রায় 50 Hz কম্পাংক পাওয়া যায় । যা খুবই প্রয়োজনীয় । 4,5,6,14 নাম্বার পা গুলো হল ভোল্টেজ (+)। 7,8 ,9,12 নাম্বার পা গুলো হল ভোল্টেজ (-) । 10, 11 নাম্বার পা গুলো থেকে AC সিগন্যাল Output হয় । IC টিতে 12 ভোল্ট DC in করালেও কাজ করে তবে তাতে IC টি যে কোন মুহুত্বে নষ্ট হয়ে যেতে পারে, তাই IC টিতে 12 ভোল্ট এর পরিবর্তে 9 ভোল্ট DC in করানো হয়, যাতে IC টি নষ্ট হওয়ার সম্ভাবনা না থাকে । 12 ভোল্ট ব্যাটারী থেকে 9 ভোল্ট DC পাওয়ার জন্য 7809 মডেলের একটি রেগুলেটর IC ব্যবহার করা হয় ।
***ব্যাটারীর + প্রান্তটি Relay ও IPS on off সুইচ এর ভিতর দিয়েই Driver Section - এ আসে ।

Power Section

এর কাজ হচ্ছে Driver Section থেকে আসা AC সিগন্যাল কে বিবর্তিত ( Amplify ) করা ।
এখানে রয়েছে 4টি FET, 2 টি Hit sink । প্রতিটি Hit sink-এ 2টি করে মোট 4টি FET লাগানো হয় । 2টি Hit sink এর জন্য System এর মধ্যে 2টি অংশ তৈরি হয় । FET এর তিনটি পা আছে এগুলো হল Gate, Source ও Drain .
System এর ১ম অংশে FET এর Gate গুলো দিয়ে রোধের মাধ্যমে AC সিগন্যালের একপ্রান্ত input করানো হয় । System এর অপর অংশে FET এর Gate গুলো দিয়ে রোধের মাধ্যমে AC সিগন্যালের অন্যপ্রান্ত input করানো হয় । FET এর Source প্রান্ত গুলোর সাথে ব্যাটারীর ঋণাত্বক (-) প্রান্ত যুক্ত করা । Hit Sink এর সাথে FET এর Drain যুক্ত থাকায়, Hit Sink থেকেই FET এর Drain পাতের সংযোগ নেওয়া হয় । Hit Sink দুটির সাথে ট্রান্সফরমারের দুটি প্রান্ত যুক্ত করা হয় ।
**** IPS এর ওয়াট বৃদ্ধি করার জন্য জোড়ায় জোড়ায় Hit Sink এর সাথে FET বৃদ্ধি করতে হবে, তবে শর্ত থাকে যে ট্রান্সফরমারের মান বাড়াতে হবে ।

Transform Section

এর কাজ সল্প মানের AC ভোল্টকে উচ্চ AC ভোল্টে রুপান্তর করা ।
এটি একটি ট্রান্সফরমার যার প্রাইমারী স্টেপ এর প্রান্তীয় পাতে 24 ভোল্ট AC input করানো হয় । এর ফলে সেকেন্ডারী স্টেপে 220 – 260 ভোল্ট AC output পাওয়া যায় ।

Auto On Off Section

এর কাজ হচ্ছে বিদ্যুৎ চলে যাওয়ার সাথে সাথে IPS কে চালু করা । আবার বিদ্যুৎ আসার সাথে সাথে IPS বন্ধ করা এবং চার্জিং সিস্টেম চালু করা ।
একটি Relay সুইচ এর মাধ্যমে এটি তৈরি করা হয় । বৈদ্যুতিক নিরাপত্তার জন্য input & output – এ ফিউজ ব্যবহার করা হয় ।

সতর্কতা :

  • ১। ব্যাটারীর ধনাত্বক ও ঋণাত্বক প্রান্ত সঠিক ভাবে সংযোগ করুন ।
  • ২। 3 pin প্লাগ বা চকেটের মধ্যে L ও N সঠিক ভাবে সংযোগ করুন । L হচ্ছে hot প্রান্ত, N হচ্ছে cool প্রান্ত ।
  • ৩। ব্যাটারীর তার গুলো যথাসম্ভব মোটা ব্যবহার করুন ।
  • ৪। IPS অন অবস্থায় ট্রান্সফরমারের Output লাইনে 220 - 260 V কারেন্ট থাকে । তাই ইলেকট্রিক শকের বিষয়ে সাবধান থাকবেন ।

পরামর্শ :

  • ১। সার্কিটে কোন ইন্ডিকেটর লাইট দেখানো হয়নি । তাই বুদ্ধি করে IPS on, Charge On ইত্যাদি ইন্ডিকেটর লাইট লাগিয়ে নিবেন ।
  • ২। Auto full Charge এর কোন সিস্টেম দেওয়া হয়নি । Auto full Charge এর জন্য ইলেক্ট্রনিক্স দোকানে 60 টাকা দামের একটি সার্কিট পাওয়া যায় । যা আপনি সিস্টেমে সংযোগ করতে পারেন ।
  • ৩। IPS এর Watt বৃদ্ধি করতে চাইলে FET এর পরিমার & ট্রান্সফরমারের মান বাড়াতে হবে।
  • ৪। যাদের বিদ্যুৎ লাইনের ভোল্টেজ কম থাকে তাদের ব্যাটারী চার্জ করতে একটু সমস্যা হতে পারে । এক্ষেত্রে আলাদা ট্রান্সফরমার দিয়ে চার্জ করা উত্তম । ( সাদা কালো টিভির 18 ভোল্ট এর ট্রান্সফরমার দিয়ে চার্জ করতে পারেন )
  • ৫। ব্যাটারী 50A থেকে 120A ব্যবহার করতে পারেন । অন্য ভাবে বলা যায় 11 প্লেট থেকে 21 প্লেট ব্যাটারী ব্যবহার করতে পারেন ।
এইতো হয়ে গেল আপনার IPS । (Just Enjoy)

No comments:

Post a Comment