Sunday, July 1, 2012

ডাউনলোড করুন বাংলাদেশের তৈরি সিস্টেম ক্লিনিং সফটওয়্যার "ঝাড়ুদার" ডাউনলোড করুন বাংলাদেশের তৈরি সিস্টেম ক্লিনিং সফটওয়্যার "ঝাড়ুদার"


0
disk cleanup ডাউনলোড করুন বাংলাদেশের তৈরি সিস্টেম ক্লিনিং সফটওয়্যার "ঝাড়ুদার"
কম্পিউটারকে জঞ্জাল মুক্ত রাখতে আমরা কত না সিস্টেম ক্লিনিং সফটওয়্যার ব্যবহার করে থাকি। এসব সফটওয়্যার বিভিন্ন টেম্পরারি ফাইল, কুকি, ইন্টারনেট হিস্টোরি, প্রিফেচ, ব্রোকেন শর্টকাট ইত্যাদি অনাকাঙ্খিত ও অপ্রোয়জনীয় ফাইলসমূহ মুছে ফেলে কম্পিউটারকে জঞ্জালমুক্ত রাখতে সাহায্য করে। তবে এসব সফটওয়্যারের সবগুলোই বিদেশী সফটওয়্যার। তাই আজ আপনাদের জন্য নিয়ে এলাম বাংলাদেশে তৈরি প্রথম পূর্ণাঙ্গ সিস্টেম ক্লিনিং সফটওয়্যার, যার নাম “ঝাড়ুদার”।
সফটওয়্যারটি পিসির প্রায় ৮০ ধরনের সিস্টেম ডাস্ট ডিটেক্ট ও ক্লিন করতে সক্ষম। সফটওয়্যারটির মাধ্যমে ইউএসবি রাইট প্রোটেকশন রিমুভ করাও সম্ভব। সফটওয়্যারটি সম্পূর্ণ বাংলাদেশী একটি উন্মুক্ত সফটওয়্যার। যা কোন অংশেই অন্যান্য বিদেশী সফটওয়্যার থেকে কম শক্তিশালী নয়। তাই এক্ষুণি ডাউনলোড করে নিন এই কাজের সফটওয়্যারটি নিচের লিংক হতে।

No comments:

Post a Comment