Thursday, July 19, 2012

OREGAMI(ভাজ করা কাগজ কে ভিন্ন রূপ দেয়ার শিল্প কৌশল)


OREGAMI(ভাজ করা কাগজ কে ভিন্ন রূপ দেয়ার শিল্প কৌশল)

জুলাই 17, 2012
লিখেছেন : 
পোস্টটি দেখেছেনঃ 487 জন

আসসালামু আলাইকুম ।

আশা করি সবাই ভালো আছেন । এইবার একটু  ভিন্ন পোস্ট !

কাগজ আমাদের কত্ত উপকারী জিনিস তা না হয় নাই বললাম। তবে কাগজ দিয়ে অনেক সুন্দর জিনিস বানানো যায় ।আমরা সাধারণত প্লেন এবং নৌকা বানাতে পারি । আজকে আমরা এর ইতিহাস ও কিছু ভিন্ন আবিস্কার দেখব । আর সেই জন্যে কিছু সময় চাইব । মজা পাবেন শিওর ।

প্রথমেই একটি ছবি

এর বিশাল ছবির ভান্ডার ও তথ্য পেতে এই লিঙ্ক যেতে পারেন 

ইতিহাস:- এর উত্পত্তি সম্পর্কে খুব একটা জানা না গেলেও  শতাব্দীর পর শতাব্দী ধরে প্রাচ্যে OREGAMI র অনুশীলন করা হত।প্রকিত পক্ষে এটি জাপানে একটি জটিল কলায় রূপ নিয়েছিল,যেখানে এটি  সাজসজ্জা ও অনুষ্ঠানে বিশেষ ভাবে মুল্য পেয়েছ ।



 পাশ্চাত্তে ফ্রেডারিক ফ্রবেল [১৭৮২-১৮৫২]কর্তিক সর্বপ্রথম জার্মানিতে এর সূত্র পাত হযে  ছিল ,যা উনবিংশ শতাব্দিতে জার্মান কিন্ডারগার্টেন কর্তৃক স্কুল গুলোতে চিত্র কলার প্রতিকৃতি হিসেবে বেবহারিত হত । ১৯৩০ সালের দিকে স্পেন ও দক্ষিন আমেরিকার মত যুক্তরাষ্ট্র ও ইংলেন্ড এ বিনোদন মূলক আমোদ-প্রমোদ হিসেবে কাগজ ভাজ করার প্রতি উত্সাহ বেড়ে যায় । এটি জেমিতি বিষয়ক নির্মানের প্রতিরূপ হিসেবেও জন প্রিয়তা অর্জন করে ।

কিভাবে বানাবেন ?



No comments:

Post a Comment