Wednesday, July 18, 2012

ডাউনলোড করে নিন Internet Download Manager এর বড় ভাইকে


ডাউনলোড করে নিন Internet Download Manager এর বড় ভাইকে

বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন । আশা করি ভাল আছেন ।

আজ আমি আপনাদের Internet Download Manager এর মত কিন্তু Internet Download Manager এর চাইতে খুব ভাল একটি সফট্ওয়ার উপহার দেব । এই সফট্ওয়ারটিতে Internet Download Manager এর চাইতে বেশ কিছু সুযোগ সুবিধা পাবেন ।

***এই সফট্ওয়ারটিতে আপনারা যে যে সুবিধা পাবেন***
* আপনি যখন কোন ফাইল ডাউনলোড করবেন যদি ফাইলটিতে ভাইরাস থাকে তবে সঙ্গে সঙ্গে আপনাকে এই সফট্ওয়ারটি এলার্ট দিয়ে দেবে
* সফট্ওয়ারটি ইনস্টল করলে আপনার ডেস্কটপে My Completed Downloads নামে একটি ফোল্ডার তৈরী হয়ে যাবে । আপনি যে কোন কিছু ডাউনলোড করলে তা এই ফোল্ডারে জমা হবে ।
* এম.পি.থ্রী. বা ভিডিও গানের ক্ষেত্রে আপনি যতটুকু ডাউনলোড করবেন বা যে কোন কারনে ফেইল্ড দেখালে ফাইলটি যতটুকু ডাউনলোড হবে ততটুকুই প্লে করতে পারবেন ।
 * যখন একটি ফাইল ডাউনলোড করবেন তার জন্য পুশ বাটন ও রিসাম বাটন আছে আর যখন একের অধিক ফাইল ডাউনলোড করবেন তার জন পুশ অল বাটন ও রিসাম অল বাটন দেয়া আছে ।
* আপনি যখন একের অধিক ফাইল ডাউনলোড করবেন তখন Internet Download Manager এর মত এক একটি ডাউনলোডের জন্য এক একটি ট্যাব ওপেন হবে না একটি ট্যাবের মধ্যে সব ফাইল এক সঙ্গে ডাউনলোড হবে ।
* এটিতে আপনি বিভিন্ন ফাইল আপলোড করার সুবিধা পাবেন ।
* আপনি ইচ্ছা করলে কোন ফাইল ডাউনলোডের সময় দিয়ে রাখতে পারবেন ।
* আপনি যে যে ফাইল ডাউনলোড করবেন সে সে ফাইলের কেটাগরি দেয়া আছে ।
* এটিতে আপনি ১২ টি ভাষার সুবিধা পাবেন ।
এছাড়াও আপনারা বেশ কিছু সুবিধা পাবেন এই সফট্ওয়ারটিতে ।
সফট্ওয়ারটি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন

No comments:

Post a Comment