VLC মিডিয়া প্লেয়ার চলবে বাংলায়
আসসালামুলাইকুম আসাকরি ভাল আছেন অনেক কিছু বাংলা তে করছেন । প্রিয় VLC মিডিয়া প্লেয়ার বাংলায় চলবেনা আই তা কি মানাজায়……।। আসুন দেখি কিভাবে আপনি VLC মিডিয়া প্লেয়ার বাংলায় প্রথমে আপনি VLC মিডিয়া প্লেয়ার ওপেন করেনচালাবেন।
সাব মেনু তে প্রেফারেন্স(preferenceঅপশন এ ক্লিক করুন,
বা শট কার্ট ctrl+p চাপুন ।আকটি উইন্ডো আসবে ,
নিচের ছবির মত
- VLC মিডিয়া প্লেয়ার চালান বাংলায়
- vlc media player
উইন্ডোটির ল্যাঙ্গুয়েজ অপশন এ বাংলা সিলেক্ট করেন,
সেভ বাটন এ ক্লিক করুন।
এইবার মিডিয়া প্লেয়ার টি কেটে
পুনরাই চালু করুন
আই বার দেখুন আপনার প্রিয় VLC মিডিয়া প্লেয়ার বাংলায়।
আমি হাকিং ভালবাসি bangladesh syber army ও সকল হেকার কে সালাম জানাই। তাদের অবদানে ইন্ডিয়া সহ পার্শ্ব বরতি দেশ গুলা আমাদের ভয় পায়। আমি tunerpage এর অবদানে অনেক কিছু জানি। আর আই জন্য আমি tunerpage কে ধন্যবাদ জানাই। আমি নতুন হেসাবে আমার ভুলগুলি মাফ করবেন আমি চিন্তিত পথিক ভাইয়ের আনুপেরনায় করার চেস্ট করসি । বিপদ্য আপদে পথিক ভাই আমাদের অনেয়াক সাহায্য করে। আমি বেশি লিখতে পারিনা তাই চেষ্টা করলাম কিছু করার।
No comments:
Post a Comment