Sunday, July 1, 2012

ওয়েব পেজগুলো আরো দ্রুত লোড করুন


0
webpages 268x300 ওয়েব পেজগুলো আরো দ্রুত লোড করুন
অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় সম্পূর্ণ ওয়েবপেজটি ওপেন হতে দীর্ঘক্ষণ সময়ের প্রয়োজন হয়।
বাংলাদেশে এমনি তে ইন্টারনেট স্পীড আমরা অনেক কম পেয়ে থাকি; এক্ষেত্রে আপনি যদি ওয়েবপেজটি দ্রুত দেখতে চান অথবা কিছুটা হলেও সময় সাশ্রয় করতে চান তাহলে;
ইন্টারনেট এক্সপ্লোরার-এর Tools মেনু থেকে Internet Options-এ ক্লিক করুন।
Advanced ট্যাব এর অন্তর্ভুক্ত Multimedia Option থেকে Play Animation, Play Sounds, Play Videos অপশনগুলো অফ করে দিন।
এরপর লক্ষ্য করুন ওয়েবপেজগুলো আগের তুলনায় আরো দ্রুততর ওপেন হচ্ছে। আরেকটি উপায় হচ্ছে Temporary Internet Files মুছে দেয়া।
ব্রাউজিংয়ের সময় প্রত্যেকটি পৃষ্ঠা উইন্ডোজের Temporary Internet Files ফোল্ডারে রেখে দেয়। এতে তাত্ক্ষণিক দ্রুত রি-ভিজিটের সুবিধা যেমন আছে, তেমনি টেম্পোরারি ফাইলের সংখ্যা বাড়তে থাকে। ফলে সেগুলো ডিলিট করা না হলে ব্রাউজিং স্পিড কমে যায়।
টেম্পোরারি ইন্টারনেট ফাইলস মুছে দেয়ার জন্য—
Tools=>Internet Options=> Advanced =>Settings=>Security=>Empty temporary Internet Files Folder when browser is closed
বাছাই করে Ok চাপুন। ফলে এক্সপ্লোরার বন্ধ করার সময়ই Temp ফোল্ডার খালি হয়ে যাবে। পুরনো এক্সপ্লোরার ব্যবহারকারীরা উইন্ডোজ ফোল্ডারে ঢুকে Temporary Internet Files ফোল্ডারের *.tmp ফাইল ডিলিট করতে পারেন।
আজকে ইন্টারনেট এক্সপ্লোরার এর টিপস টি শেয়ার করা হলো; ইনশাআল্লাহ আমরা পরবর্তীতে মজিলা, ক্রোম, অপেরার টা শেয়ার করার চেষ্টা করবো।

No comments:

Post a Comment