Sunday, July 1, 2012

Send To মেন্যুকে আরো বেশি করে কাজে লাগান


0
send to desktop shortcut 283x300 Send To মেন্যুকে আরো বেশি করে কাজে লাগানউইন্ডোজের Send To মেন্যুটা অনেক কাজের জন্য ব্যবহার হয়ে থাকে। বিশেষ করে প্রফেশনালদের জন্য অনেক দরকারি। এটি কোন ফাইল বা ফোল্ডারে রাইট মাউস ক্লিক করলে দেখা যায়। কোন ফাইল/ফোল্ডারের শর্টকাট ডেস্কটপে পাঠানো, ফাইল/ফোল্ডারকে সরাসরি পেন ড্রাইভে পাঠানো সহ আরো অনেক কাজে এটা ব্যবহার করা হয়ে থাকে। Send To কে আরো বেশি কাজে লাগানোর জন্য একটি ফ্রিওয়্যার ইউটিলিটি সফটওয়্যার ব্যবহার করতে হবে। এই সফটওয়্যারটির নাম হল Send To Toys। এটি ইনস্টল করার পর Send To মেন্যুতে আরো অনেক কাজের অপশন যুক্ত হয়ে যায়। যার মাধ্যমে আপনারা আপনাদের কাজের গতিকে আরো দ্রুততর করতে পারবেন। সফটওয়্যারটি ডাউনলোড করার জন্য নিচের লিঙ্কে ক্লিক করুন। 
ডাউনলোড লিঙ্ক

No comments:

Post a Comment