Tuesday, July 3, 2012

ভিডিও টিউটোরিয়াল বানাতে BSR স্কীন রেকোডার অতুলনীয়


ভিডিও টিউটোরিয়াল বানাতে BSR স্কীন রেকোডার অতুলনীয় ( ৫ মেগা-পোর্টেবল)


আস-সালামু আলাইকুম; আশাকরি ভাল আছেন সবাই।  আজ আপনাদের জন্য নিয়ে এলাম চমৎকার একটি স্কীন রেকোর্ডার। যা দিয়ে চমৎকার সব ইফেক্ট যোগ করে আপনার ডেস্কটপের স্কীন ভিডিও আকারে রেকোর্ড করতে পারবেন।
এটা সুবিধা বলে বুঝানো যাবে না; আমি শুধু কয়েকটি বৈশিষ্ট্য উল্লেখ্য করছি >

* আপনার ডেস্কটপে যাকিছু দেখা যাবে তা ভিডিও রেকোর্ড করতে সক্ষম;
* রেকোর্ড করা ভিডিওগুলো AVI, SWF, WMV এবং EXE ফাইলে সেভ করতে পারবেন;
JPG, PNG এবং BMP ফরমেটে পিকচার ফাইলেও সেভ করতে পারবেন;
* AVI ফাইল থেকে SWF, WMV এবং EXE ফরমেটে কনভার্ট করতে পারবেন;
* ওয়েব ক্যাম থেকেও সরাসরি রেকোর্ড করতে পারবেন;
* স্পীকার থেকে আউটপুট সাউন্ডও রেকোর্ড করে রাখতে পারবেন;
microphone, line-In, CD ইত্যাদি ডিভাইস থেকে অডিও রেকোর্ডও করতে পারবেন;
* মাউসের ক্লিক করার দারুন সাউন্ড ইফেক্ট দিয়ে রেকোর্ড করতে পারবেন;
* মাউসের আইকন কাষ্টমাইজ করে রেকোর্ড করতে পারবেন;
* Left and right ক্লিক হাইলাইট আকারে রেকর্ড করতে পারবেন;
* মজার ব্যাপার হচ্ছে 3D আকারে জুম করে রেকোর্ড করতে পারবেন;
* চলতি সময় ও তারিখ সহ রেকোর্ড করতে পারবেন;
* যেকোন ছবিকে ওয়াটার মার্ক দিয়ে সেভ করতে পারবেন;
* বিভিন্ন কাজের জন্য হটকী ব্যবহার করতে পারবেন;
* এটার ইন্টাফেইস English, German, French এবং Spanish ভাষায় দেওয়া আছে;

আর বলতে পারছি না; এছাড়াও আরো অনেক অপশন এবং সুবিধা রয়েছে। আশাকরি এটা দিয়ে মনের মতো টিউটোরিয়াল বানাতে পারবেন।

ডাউনলোড লিংক > http://www.mediafire.com/?v36yiv56oul0v5a

আর আমার দেওয়া সফ্টওয়্যার মানেই পোর্টেবল ; যা ইনষ্টল করার দরকার নাই। সাইজও মাত্র ৫ মেগাবাইট।
এটা উইন্ডোজের সকল ভার্সনে চালানো যাবে। আমি এক্সপিতে টেষ্ট করেছি।
ধন্যবাদ সবাইকে ; আশাকরি ব্যবহার করে মন্তব্য করবেন।

No comments:

Post a Comment