Sunday, July 1, 2012

হাতের স্পর্শেই ক্র্যাশ করুন আপনার বন্ধুর উইন্ডোজ এক্সপি


0
xp crash হাতের স্পর্শেই ক্র্যাশ করুন আপনার বন্ধুর উইন্ডোজ এক্সপি
আপনি একটি ট্রিক্স খাটিয়ে আপনার বন্ধুর উইন্ডোজ এক্সপিকে হাতের স্পর্শেই ক্র্যাশ করে দিতে পারবেন। তবে উইন্ডোজটি চিরতরে ক্র্যাশ হবে না। তাই ভয় নেই। তাই এখুনি ট্রিক্সটি খাটান আর চমকে দিন আপনার বন্ধুকে, যে আপনি চাইলেই যে কোন কম্পিউটার ক্র্যাশ করতে পারেন। এজন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন-১।
এজন্য Win+R কীদ্বয় চেপে Regedit লিখে এন্টার চাপুন।
২। এবার HKEY_LOCAL_MACHINE >> SYSTEM >> CurrentControlSet >> Services >> i8042prt >> Parameters ধাপগুলো অনুসরণ করুন।
৩। এবার ডান পাশের খালি অংশে মাউসের রাইট বাটনে ক্লিক করে New হতে Dword Value সিলেক্ট করেCrashOnCtrlScroll নাম দিন।
৪। এবার CrashOnCtrlScroll নামের Dword Value ভ্যালুটির উপর ডাবল ক্লিক করে Value Data বক্সে  0 এর জায়গায় 1 দিয়ে ওকে করে বের হয়ে আসুন।
৫। এবার কম্পিউটারটি রিস্টার্ট দিন।
এবার কম্পিউটারটি অন হলে কীবোর্ড হতে Ctrl কী চেপে ধরে Scroll Lock বাটন দুই বার চাপলেই দেখবেন এক্সপি ক্র্যাশ করেছে।

No comments:

Post a Comment