Sunday, July 1, 2012

ডিলিট করা ফাইল ঝটপট রিকোভার করতে Undelete Plus


ডিলিট করা ফাইল ঝটপট রিকোভার করতে Undelete Plus (-১ মেগা) পোর্টেবল






অনেকসময় ভুলে ফাইল ডিলিট হয়ে গেলে আমরা দুঃশ্চিন্তায় পরে যায়। এখন থেকে আর চিন্তা করতে হবে না। খুবই ছোট্ট একটি সফ্টওয়্যার Undelete Plus দিয়ে দ্রুত আনডিলিট/রিকোভার করতে পারবেন ।
আর এটার সাইজ মাত্র ৬১৬ কে.বি; যা ডাউনলোড করতে ১ মিনিট সময় লাগবে।
এটা দিয়ে রিকোভার করতেও ১-২ মিনিট সময় লাগে। এবং খুবই সহজ উপায়।
বৈশিষ্টসমুহ :
* documents, photos, video, music এবং email থেকে রিকোভার করতে পারবেন;
* খালি করে দেওয়া Recycle Bin দ্রুত রিকোভার করা যাবে;
* হার্ড ড্রাইভ পার্টিশন জনিত ইরর দেখালেও তা রিকোভার করা যাবে;
* উইন্ডোজ ফরমেট হওয়ে গেলেও তা সহজেই রিকোভার করতে পারবেন;

হার্ড ডিস্ক, রিমুভাল ডিস্ক, ফ্লাস ড্রাইভ, মেমোরি কার্ড, ফটো, মিউজিক ফাইল, ইমেল এবং ফোল্ডার থেকে রিকোভার করা যাবে ।
ডাউনলোড লিংক > http://www.mediafire.com/?zkh8mw5vbn629fb

নতুন করে আর বলার দরকার নাই; এটা পোর্টেবল। সত্যি কথা বলতে আমার দেখা এটা সবচেয়ে ইজি এবং ফাষ্ট রিকোভারী সফ্টওয়্যার।

ধন্যবাদ সবাইকে; ভাল লাগলে আশাকরি কমেন্ট করবেন। আর ব্যবহার করলে অবশ্যই ভাল লাগবে।

No comments:

Post a Comment