Monday, July 9, 2012

একঘেয়েমি কাটাতে যে সাইটগুলো সহায়ক ভুমিকা রাখতে পারে


একঘেয়েমি কাটাতে যে সাইটগুলো সহায়ক ভুমিকা রাখতে পারে

৩১ শে মার্চ, ২০১২ রাত ১:২১

শেয়ারঃ
621
মানুষ মাত্রই একঘেয়েমির শিকার হতে পারে। আর সেটি প্রচন্ড কাজের চাপের জন্য হোক অথবা কর্মহীন বেকার জীবনের কারণেই হোক। আর এই ক্লান্তিকর একঘেয়েমি কাটাতে বৈচিত্রময় জীবনের সন্ধানে আমরা কতভাবেই না বিকল্প পন্থা খুজি । কেউ কেউ আবার বিষন্নতা এড়াতে ইন্টারনেটের মহাসমুদ্রে ডুবে থাকি, ব্লগ পড়ি আর ব্লগ লেখি। এভাবে ব্লগ পড়ে এবং লিখতে লিখতে এক সময় এসে পুনরায় একঘেয়েমিতে আক্রান্ত হই। আবার বিরক্তিকর জীবন থেকে মুক্তি পাবার আশায় প্রয়োজন হয় বিকল্প কোনো কিছুর । ঠিক এমনি একটি কঠিন সময়ে ইন্টারনেটের কিছু সাইট আপনার জীবনে এনে দিতে পারে প্রশান্তি ও উচ্ছলতা , ভুলিয়ে দিতে পারে আপনার বিষন্নময় জগতের সকল অবসাদ। তাহলে আসুন, আজ ইন্টারনেটের এমন কিছু আকর্ষনীয় সাইট নিয়ে আপনাদের সাথে শেয়ার করি।

১. অন লাইনে বাদ্যযন্ত্র বাজানো ও শিক্ষার সাইট
 
এটি অনস্বীকার্য যে, ত্রুটিহীন বা নির্ভুলভাবে বাদ্যযন্ত্র বাজানো শিখতে হলে প্রত্যেক ছাত্রকে বাদ্যযন্ত্র বিষয়ক পূর্ণাঙ্গ শিক্ষা পদ্ধতির মাধ্যমে শিক্ষা সম্পূর্ণ করতে হয়। যদি আপনি মিউজিশিয়ান বা ত্তস্তাদ হয়ে থাকেন এবং ক্লাস পরিচালনা করতে ক্লাসে নিয়মিত বাদ্যযন্ত্রের প্রয়োজন হয়ে থাকে তাহলে আপনি এই সাইটে ভ্রমন করুন। এখানে বাদ্যযন্ত্রের এমন সব আকর্ষনীয় অ্যাপ্লিকেশন পাওয়া যাবে যা মাউস ও কিবোর্ড সাহায্যে ব্যবহার করে বাস্তব বাদ্যযন্ত্রের ন্যায় সঙ্গীত সৃষ্টিতে সহায়ক ভুমিকা পালন করবে।
( ক) গিটার

এ্যাকুস্টিক গিটার বাজানো ও শিক্ষার জন্য উপযোগী একটি সাইট।
http://www.chordbook.com/guitarchords.php 

( খ ) ইলেকট্রিক গিটার 

http://virtualguitar.net/live/Strum.php 

২.পিয়ানো। 

একটি ক্লাসিক পিয়ানোর ধ্বনি আসলেই নির্ভুল এবং অপাপবিদ্ধ। এটি মাউসের সাহায্যে অথবা কিবোর্ডে ১ থেকে ৭ সংখ্যা বা A থেকে J অক্ষর টিপে বাজানো যায়। আপনি যদি পিয়ানো বাজানো শিখতে চান তাহলে এখানে আপনার জন্য দুটি বিকল্প রয়েছে..... 
( ক ) ভার্চুয়াল পিয়ানো 

http://www.virtualpiano.net/ 

( খ ) ভার্চুয়াল কিবোর্ড 

http://www.bgfl.org/bgfl/custom/resources_ftp/client_ftp/ks2/music/piano/organ.htm

৩. বেহালা
এই সাইটে আপনি বেহালা বাজানোর র্চ্চা করা এবং MIDI ফরমেটে সেটাকে সংরক্ষণ করে রাখতে পারবেন। এখানে বেহালা ছাড়াও বেশকিছু অন্যান্য তার জাতীয় বাদ্যযন্ত্র বিদ্যমান রয়েছে।

http://www.freeecardgreeting.net/home/violin_html5.php 

৪. ভিয়োলনচেলো- বাদ্যযন্ত্রবিশেষ
জার্মানির সঙ্গীত শিল্পীদের সৃষ্টি এই বাদ্যযন্ত্রটি মাউসের সাহায্যে বাজানো যায় । 

http://philharmoniker.web-feedback.de/index.asp 


৫.ভার্চুয়াল বুকলে ড্রাম সেট।
 
কিবোর্ডের ১ থেকে ৯ সংখ্যা ব্যবহার করে অথবা মাউসের সাহায্যে এই বাদ্যযন্ত্র বাজানো এবং শব্দ নিয়ন্ত্রণ করা যায়। 
http://www.buckle.com/static/bscene/games/drums/drums.html 

৬. বংগো 

http://www.virtualmusicalinstruments.com/bongos 

৭. একাডেমিক 

.যে সকল শিক্ষার্থী চিকিৎসা বিজ্ঞানের শাখা, মানব দেহ নিয়ে অধ্যয়ন করছেন তাদের জন্য এই সাইটটি বেশ গুরুত্বপূর্ণ। এখানে মানুষের শারীরস্থান ও অসুস্থতার বিভিন্ন দিক নিয়ে যে দুটি রিসোর্স দেয়া আছে তা থেকে শিক্ষার্থীরা রোগের উৎস ও প্রতিকার সমন্ধে প্রভূত ধারণা অর্জন করতে পারবেন । 
( ক ) এখানে শারীরস্থান, রোগ এবং চিকিৎসা বিষয়ে বিস্তারিত তথ্য দেয়া আছে ।
 
http://www.biodigitalhuman.com/ 

( খ ) এখানে পুরুষ এবং মহিলার ছবির সাহায্যে মানব দেহের স্বাসযন্ত্র ও মাংশপেশী নিয়ে তথ্যভিত্তিক আলোচনা করা হয়েছে । 
 

http://www.healthline.com/human-body-maps/ 

৮. কিডস ওয়াল্ড ফান ।
 
ইন্টারনেটে শিশুসহ সব বয়সী লোকজনদের জন্য মূল্যবান রিসোর্সে ভরপুর রয়েছে , এই পোর্টাল তেমনি কমবয়সী শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ একটি সাইট। 
http://www.kidsworldfun.com/ 

৯. ফটোসপ অনলাইন । 

এই সাইটটি অনলাইন ফটোশপ সার্ভিস । এখানে বিনামূল্যে ছবি এডিড করা থেকে শুরু করে , ছবি বানানো ছবি সংরক্ষণ এবং শেয়ার করা সম্ভব ।
http://www.identidadenweb.com/Photoshop/index.html 

১০. ফ্লাশ এডিটর । 

এই সাইটটিতে অতি সহজে যে কোন ছবি এডিড করে এডিটরের সাহায্যে ছবিটিকে মুভির ন্যায় চোখ ও মুখ নাড়িয়ে কথা বলানো বা গান গাওয়ানো সম্ভব । 
http://www.pqdvd.com/flashediter/edit.php 

১১. ফ্লাশ ব্যানার মেকার । 
 
যদি আপনার কম্পিউটারে অফিসিয়াল ফ্ল্যাশ অ্যানিমেশন ইনস্টল করা না থাকে কিন্তু আপনি প্রযুক্তির সহায়তায় অ্যানিমেটেড ব্যানার বানাতে চান তাহলে এই সাইটটি ভিজিট করুন। এই সাইটটি আপনাকে ব্যানার বানাতে সাহায্য করবে। 
http://bannernow.com/ 

১২. রেকর্ড mp3 । 


এই সাইটে দেয়া একটি অ্যাপ্লিকেশনের সাহায্যে আপনার ভয়েস mp3 ফরম্যাটে রেকর্ড করে সেটি শেয়ার এবং ডাউনলোড পারবেন । 
http://www.recordmp3.org/ 

১৩. উইন্ডোজ ৩.১ । 
 
এই সাইটটি ক্লাসিক উইন্ডোজ 3.1 এর অনুকরণে বানানো।
এখানে দেয়া অ্যাপ্লিকেশন প্রয়োগ করে হারিয়ে যাওয়া উইন্ডোজ 3.1 এর ক্রিয়াকলাপ কেমন ছিল সেটি দেখা ও স্মরণ করতে পারবেন । 
http://www.michaelv.org/ 

১৪. টাইপিং ওয়েব । 

দক্ষ ও পেশাদার টাইপিস্ট হতে আগ্রহীদের জন্য এটি একটি শিক্ষামূলক সাইট। বিনামূল্যে টাইপ শিক্ষাদানের এই সাইটটিতে দুইটি পর্যায়ে টাইপ শিক্ষার ব্যবস্থা দেয়া আছে।
( ক ) . টাইপিং ওয়েব । 
http://www.typingweb.com/ 

( খ) কি বোর্ড - অনলাইনে টাইপিং চর্চার সাহায্যে লেখার গতির উন্নতি সাধন করা। 
 
http://www.keybr.com/ 

১৫. ডাব্লিউ ডাব্লিউ আই টিভি । 

ইন্টারনেটে প্রচারিত বিশ্বের বিভিন্ন দেশের টেলিভিশন দেখার সাইট । 
http://es.wwitv.com/ 

১৬. docspal 
 
এই সাইটে দেয়া অ্যাপ্লিকেশনের সাহায্যে আপনার সকল ফাইল যেমন টেক্স ফাইল , অডিও , ভিডিও ফাইল অন্য ফরম্যাটে রূপান্তর করা যাবে । 
http://www.docspal.com/ 

১৭. মাইন্ড ইট। 
 
এই সাইটে দেয়া অ্যাপ্লিকেশনের সাহায্যে আপনার পছন্দের সাইটগুলো মনম্যাপ আকারে সংরক্ষণ করে রাখতে পারবেন । 
http://www.mindit-bookmarking.com/ 

১৮. দি সোসালরেডিও । 

আপনার টুইটার পেজে যা যা কিছু বলা হচ্ছে সেটা এই সাইটে দেয়া রেডিও এর মাধ্যমে আপনি শুনতে পারবেন । 
http://www.thesocialradio.com/ 

১৯. শিশুদের ফেসবুক । 

ইন্টারনেটে শিশুসহ সব বয়সী লোকজনদের জন্য মূল্যবান রিসোর্সে ভরপুর রয়েছে , এই পোর্টাল তেমনি কমবয়সী শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ একটি সাইট। 
http://www.woozworld.com/ 

২০. ভোজ মে । 
 
এই সাইটের পেজে কোনো শব্দ বা টেক্স লিখে সেটাকে বক্তৃতা আকারে পুরুষ বা নারী কন্ঠে রুপান্তরিত করা যায় । 
http://vozme.com/index.php?lang=es 

২১. কিপ মি আউট। 

যদি কোনো একঘেয়ামির কারণে আপনি কোনো সাইটে ভ্রমন করা থেকে নিজেকে বিরত রাখতে চান অথবা সেই সাইটের পৃষ্ঠাকে অবরুদ্ধ করতে চান তাহলে এই সাইটের সাহায্য নিয়ে কাজটি করতে পারবেন । 
http://keepmeout.com/en/ 

২২. উই ট্রান্সফার । 

এই সাইটের বদৌলতে আপনি ই-মেইল ছাড়াই ২ গিগাস এর যে কোনো ফাইল শেয়ার করতে পারবেন। এ ক্ষেত্রে ফাইলটি ডাউনলোড করার জন্য আপনাকে কেবল একটি লিংক সংগ্রহ বা সৃষ্টি করতে হবে । 
www.wetransfer.com 

২৩. স্পাইপিগ 

এই সাইট থেকে আপনি জানতে পারবেন আপনার পাঠানো চিঠি প্রাপক খুলেছে কি না এবং একই সাথে সেটা কখন খোলা হয়েছে এবং কোন কম্পিউটার থেকে খোলা হয়েছে সেটিও জানতে পারবেন ।
www.spypig.com 

২৪. এভেরি.কম। 

এই সাইটে এমন অনেক সরঞ্জাম উপস্থিত রয়েছে যার দ্বারা দর্শকগণ বিনামূল্যে ছবি এডিট থেকে শুরু করে, ফটোসপ ব্যবহার করে ছবি এডিট করা, নিজের গাওয়া গানের সাথে অন্য সঙ্গীত মিশ্রিত করা, নিজস্ব বিষয় সৃষ্টি করাসহ পছন্দসই নকশা এডিটও করতে পারবে। 
www.aviary.com/tools 

২৫. প্রিভনোট কম 

এই সাইটের মাধ্যমে আপনি নামে বা বেনামী যে কেউকে মেইল করতে পারবেন। এই মেইলের বৈশিষ্ট্য হচ্ছে প্রাপকের হাতে চিঠিটি পৌছানোর পর একবার পরা হলেই চিঠিটি স্বয়ংক্রিয়ভাবে নিজে নিজে ধ্বংস হয়ে যায়। 
www.privnote.com 

ধৈর্য সহকারে পোস্ট পড়া ও দেখার জন্য আন্তরিক ধন্যবাদ । 


1 comment: