Wednesday, July 11, 2012

এবার Avast Internet Security সাথে আছে ২০৫০ সালের ক্র্যাক


এবার Avast Internet Security সাথে আছে ২০৫০ সালের ক্র্যাক



আস সালামু আলাইকুম; আশাকরি সবাই ভাল আছেন ।  এর আগে এভাষ্টের ফ্রী এন্টিভাইরাস  এবং প্রো ভার্সন   ক্র্যাক দিয়েছিলাম। তারই ধারাবাহিকতায় আজ নিয়ে এলাম Avast Internet Security + ২০৫০ সলের ক্র্যাক ফাইল।
আর যারা এভাষ্ট নিয়মিত ব্যবহার করছেন; তারাতো অবশ্যই বুঝতে পারবেন যে এই তিনটি ভার্সনের মধ্যে পার্থক্য। নতুন করে কিছু না বলে শুধু বলছি আপনার পিসির ফুল প্রোটেকশনের জন্য  Avast Internet Security হলো সেরা।
যাহোক কথা না বড়িয়ে প্রথমে এভাষ্ট ইন্টারনেট সিকুউরিটির সেটআপ ফাইলটা ডাউনলোড করে নিন

কিভাবে ইনষ্টল করবেন তা ভালকরে লক্ষ্য করুন :
১) ডাউনলোডের পর ট্রায়াল ভার্সনটাই (ডেমো ভার্সন ) সাধারন ভাবে ইনষ্টল করে ফেলুন;
২) ইনষ্টল শেষে ইন্টারফেসটা ওপেন করুন;
৩) এবার Maintainance ট্যাবে ক্লিক করুন;
৪)  এখানে “Subscription ” বাটন দেখতে পাবেন; সেটাতে ক্লিক করুন;
৫) এবার উপরের কোনায় “buy now ” বাটনের পাশেয় “Setting” এ ক্লিক করুন;
৬) নতুন পপ ওপেন হলে “Troubleshooting ”  অপশনে ক্লিক করুন;
৭) “Enable!Avast self defence Mode” এর টিক মার্কটি তুলে দিন / আনচেক করুন;
৮) OK করে এন্টিভাইরাসটি ক্লোজ করে দিন;
৯) এবার নিচের দেওয়া ক্র্যাক ফাইলটি ডাউনলোড করে ইনষ্টল করুন;
১০) ইনষ্টল করার সময় পাসওয়ার্ড চাইলে ” ZeNiX ”  ব্যবহার করুন; ( পাসওয়ার্ডে ক্যাপিটাল ও স্মল লেটার ভাল করে লক্ষ্য করুন )
১১) এরপর কম্পিউটারটি রিষ্টার্ট দিন;
১২) subscription চেক করুন; মানে Enable!Avast self defence Mode টিক দিয়ে দিন.
১৩) এন্টিভাইরাসটি ক্লোজ করে দিন; আর উপভোগ রেজিষ্ট্রেশন উপভোগ করুন২০৫০ সাল পর্যন্ত ।
ক্র্যাক ডাউনলোড > http://www.mediafire.com/?uj4ep7pbb4ffk0o
মিডিয়াফায়ার এর পাসওয়ার্ড sihab

যেসব অপারেটিং সিষ্টেমে সাপর্ট করবে :
Windows 7 > যেকোন ইডিশন ( ৩২ বিট অথবা ৬৪ বিট)
Windows Vista > যেকোন ইডিশন ( ৩২ বিট অথবা ৬৪ বিট)
Windows XP > SP-2 বা তার চেয়ে উপরে যেকোন ইডিশন ( ৩২ বিট অথবা ৬৪ বিট)

হার্ডওয়্যার কনফিগারেশন সর্বনিম্ন যা থাকতে হবে :
* Pentium 3 Processor
* 256 MB RAM
* 320 MB জায়গা হার্ডডিস্কে খালি থাকতে হবে।

আশাকরি এটা ব্যবহার করলে ৩ যুগেরও বেশী সময় নাকে তেল দিয়ে ঘুমাতে পারবেন;
ধন্যবাদ সবাইকে ; ভাল লাগলে কমেন্ট করতে ভুলবেন না।

No comments:

Post a Comment