Sunday, July 1, 2012

ফেসবুকের ফ্যান পেজ ও গ্রুপ এখন সহজেই মুছে ফেলুন


ফেসবুকের ফ্যান পেজ ও গ্রুপ এখন সহজেই মুছে ফেলুন


প্রিয় টেকি ভাইয়েরা,
আপনাদের প্রতি রইল শুভেচ্ছা। টেকটিউন্সে এটি আমার প্রথম টিউন। ভূল হলে ক্ষমা করবেন।
আমরা যারা ফেসবুক ব্যবহার করি তারা অনেকেই বিভিন্ন ফ্যান পেজ আর গ্রুপ ওপেন করি। মাঝে মাঝে এগুলো মুছে ফেলতে চাই। কিন্তু তা অনেকেই পারে না। তাই আজকে আপনাদেরকে জানাবো কিভাবে নিজের তৈরী ফেসবুকের ফ্যান পেজ এবং গ্রুপ বন্ধ করা যায়।
ফেসবুক ফ্যান পেজ বন্ধ করা:
১। প্রথমে আপনার পেজে গিয়ে Edit page > Admin Roles এ ক্লিক করুন।

২। তারপর যে পেজ খুলবে সেখান থেকে manage permissions এ ক্লিক করুন। (সমস্যা হলে ৩নং এর ছবিটা দেখুন।)
৩। এখন ওপেন হওয়া পেজের একদম নিচে Permanently delete ....... লেখা আছে। সেখানে ক্লিক করুন।

৪। Delete লেখা আসবে। এবার Delete লেখাটি ক্লিক করুন। ব্যাস আপনার পেজটি চিরতরে মুছে যাবে।

ফেসবুক গ্রুপ মুছা বা বন্ধ করা:
১। প্রথমে আপনার তৈরী গ্রুপের পেজটি খুলেন।
২। এবার About লেখাটি ক্লিক করুন।

৩। এবার যে পেজ টি ওপেন হবে সেখান থেকে All members লেখাটিতে ক্লিক করুন।

৪। এবার যে পেজটি আসবে সেখানে আপনার গ্রুপের সকল সদস্যদের তালিকা আসবে।  এবার আপনারটি ছাড়া বাকি সকল মেম্বারকে মুছে ফেলুন। এখন শুধু আপনারটিই বাকি থাকবে।
৫। এবার চিত্রে চিহ্নিত স্থানে ক্লিক করুন।

৬। এবার যে বক্সটি এসেছে সেখান থেকে Delete Group লেখায় ক্লিক করুন। ব্যাস আপনার গ্রুপটি মুছে যাবে।
আজ এই পর্যন্ত। আবার দেখা হবে অন্য কোন বিষয় নিয়ে।

No comments:

Post a Comment