0

এসব মেমোরী ডিভাইস ফরমেট দিতে গেলে রাইট প্রোটেক্ট সুইচ অন আছে বলে মেসেজ দেয়। কিন্তু প্রকৃতপক্ষে ঐ ডিভাইস বা মেমোরী কার্ডটিতে কোন প্রকার রাইট প্রোটেক্ট সুইচ থাকে না। এজন্য প্রায় সবাই ঐ মেমোরী ডিভাইস বা কার্ডটিকে অকেজো ঘোষনা করে ফেলে দেন। আমি নিজেও এই কাজটি করেছি। তাই আজ আপনাদের জন্য উপহার দিচ্ছি এরকমই কাজের ওস্তাদ কিছু সফটওয়্যার। তাই তাড়াতাড়ি ডাউনলোড করে নিন নিচের ডাউনলোড লিঙ্কগুলো থেকে।
No comments:
Post a Comment