Sunday, July 1, 2012

আপনার প্রিয় কার্সরটিকে সাজিয়ে নিন অপরূপ সাজে


1
mouse cursor আপনার প্রিয় কার্সরটিকে সাজিয়ে নিন অপরূপ সাজে
আমরা কম্পিউটারে যত কাজ করি তার প্রায় সবই এই কার্সর এর মাধ্যমে করি। উইন্ডোজ অপারেটিং সিস্টেম সর্বপ্রথম মাউসের পাথ ইন্ডিকেটর/পয়েন্টিং ডিভাইস নির্দেশক হিসেবে কার্সর এর ব্যবহার শুরু করে। বর্তমানে লিনাক্স ও ম্যাক কম্পিউটারেও কার্সর ব্যবহৃত হয়ে থাকে। কার্সর ছাড়া পার্সনাল কম্পিউটারের ব্যবহার কল্পনাও করা যায় না। অনেকেই চায় যে এই কার্সরকে সাজিয়ে যদি নতুন কোনো সাজে সাজানো যেতো, তাহলে নিশ্চয় খুব ভালো হতো। বাজারে যদিও এ রকম অনেক সফটওয়্যার পাওয়া যায় যেগুলোর মাধ্যমে কার্সরকে বিভিন্ন স্টাইলে ডেকোরেট করা যায়।
কিন্তু আজ আপনাদের উপহার দেব এমন একটি সফটওয়্যার যার মাধ্যমে আপনি আপনার কার্সরকে খুব সুন্দর সুন্দর থীম প্রয়োগ করতে পারবেন। সফটওয়্যারটির নাম CursorXP Plus v1.31। সফটওয়্যারটির ডাউনলোড করে আনজিপ করে সফটওয়্যাটি ইনস্টল করে নিন। সিরিয়াল কী সাথে দেওয়া আছে। সাথে থাকলো আরও কয়েকটি কার্সর বোনাস হিসেবে। তাই এক্ষুণি ডাউনলোড করে ফেলুন এই মজার সফটওয়্যারটি আর সাজিয়ে তুলুন আপনার প্রিয় কার্সরটিকে।

No comments:

Post a Comment