আসসালামু আলাইকুম।কেমন আছেন আপনারা?আমরা যারা ব্লগারে কাস্টম থিম বা ব্লগ থিম ব্যাবহার করি,আমাদের ব্লগে যদি জটিল একটা সার্চ বক্স বসাই তবে কেমন হয়?একটা কথা যাদের ব্লগে থিম এর সাথে সার্চ বক্স আছে ইচ্চা করলে তারাও ব্যাবহার করতে পারেন।
আসুন তাহলে দেখে নেই কিভাবে ব্লগারে সার্চ বক্স বসায়।
আসুন তাহলে দেখে নেই কিভাবে ব্লগারে সার্চ বক্স বসায়।
প্রথমে আপনাকে blogger.com এ গিয়ে সাইন ইন করতে হবে।এর পর ডাস বোর্ড এ যান।
ডাসবোর্ড এ গিয়ে ডিজাইনে ক্লিক করুন।এর পর Page Elements/পৃষ্ঠা উপাদানগুলি এ যান।
এবার Add a Gadgetলেখা স্থানে ক্লিক করুন।
এর পর HTML/JavaScript সিলেক্ট করুন।
এবার আপনার কাংখিত কোড টি এখানে বসাবেন।
সার্চ বক্স কোডঃ
(এখানে যে ইমেজ গুলি দেখতে পাচ্চেন ইমেজে ক্লিক করুন,ডাওনলোড করতে পারবেন পচন্দের কোড।এই কোড থেকে লেখা গুলি কপি করে ব্লগার কোড ঘরে রাখবেন।এর পর সেভ করবেন ব্যাস।





সবাই ভাল থাকবেন। কোন সমস্যা হলে কমেন্ট করবেন।আল্লাহ হাফেজ।
(ছবি দেখা না গেলে এখানে ক্লিক করুন।)
No comments:
Post a Comment