মিডিয়াফায়ার এভাবে রিসিউম করে দেখেছেন?? + মিডিয়াফায়ার প্র অ্যাকাউন্ট এর একটা বিকল্প
রিসিউম এর জন্য বেস্ট কোনটা?? অবশ্যই টরেন্ট— মাসের পর মাস ধরে আপনি নামাতে পারবেন; হাজারবার কারেন্ট যাক, তাতেও নেই কোনও সমস্যা!!! আর যারা টরেন্ট থেকে নতুন নামান/ নামাতে চান তাদের জন্য আমার এই পোস্ট ছিল
কিভাবে টরেন্ট ফাইল ডাউনলোড করবেন? [নতুনদের জন্য]
মিডিয়াফায়ারে আপনাদের রিসিউম ক্ষমতা নষ্ট হয়না?? আমার হয়- আজকে দেখবো কিভাবে নষ্ট না হয়! 

সবার আগে এই সাইট এ যান। নিচের ছবির মত ইন্টারফেস দেখবেন।
1 এ আপনি মিডিয়াফায়ারের ফোল্ডার লিঙ্ক দিলে এটা সিঙ্গেল লিঙ্ক ক্রিয়েট করতে পারবেন- নাহলে ফোল্ডার একেবারে নামাতে প্র অ্যাকাউন্ট লাগে।।
2 এ আপনি সিঙ্গেল ফাইল নামানোর লিঙ্ক ক্রিয়েট করতে পারবেন।।
এবার আমি একটা সিঙ্গেল ফাইল নামানোর জন্য লিঙ্ক দিলাম
GET LINK এ ক্লিক করে আপনি এমন একটা লিঙ্ক পাবেন
লিঙ্কটা কপি করে ব্রাউসার এ পেস্ট করুন, ডাউনলোড শুরু হয়ে যাবে
এবার কারেন্ট যাক, যতদিন ধরে খুশি নামান, কোনও সমস্যা নেই।
এবার বলেন, এই সাইট এর কোন ফিচার ভালো লেগেছে বেশি??
আমার ভালো লেগেছে , ফোল্ডার একেবারে নামানো- যা প্র অ্যাকাউন্ট ছাড়া সম্ভব না 

No comments:
Post a Comment