Tuesday, June 19, 2012

FOCUS PHOTO EDITOR এবং ANY PDF CONVERTER









FOCUS PHOTO EDITOR 6.4.0.1

ছবির সাথে ভার্সনের মিল না থাকলেও সত্য যে 6.4 হলো লেটেষ্ট ভার্সন।ফটো নিয়ে সফটওয়্যারের শেষ নেই।যে যেমন পারছে সফটওয়্যার তৈরী করে বাজারে ছাড়ছে অর্থ উপার্জনের লক্ষ্য নিয়ে।কোনটার মান কেমন বোঝা মুশকিল।যাইহোক এত সফটওয়্যারের ভিড়ে ভালোটা খুঁজে নেয়ার দায়িত্ব আপনারই।এ ক্ষত্রে focus photo editor কতটুকু অবদান রাখবে বুঝতে পারছি না।যারা ফটোশপের কাজ জানেন তাদের কাছে এসব সফটওয়্যারের কোন মূল্য নেই কারন তারা সর্বোচ্চটাই শিখেছেন।কিন্তু যারা ফটোশপের মত জটিল জিনিস পারেন না তাদের ভরসা এসব ডাইরেক্ট এ্যাকশন সফটওয়্যার।এই সফটওয়্যারে অনেক কিছু আছে যা বর্ননা করা আমার পক্ষে দুঃসাধ্য।তারপরেও আমি আমার মত করে কিছুটা দেখাতে চেষ্টা করছি।অভিজ্ঞরা দয়াকরে ভুল ধরবেন না কারন আমরা ভুল করে শিখতে এসেছি।
ধরুন আমি একটা ছবি নিলাম
স্বাভাবীক যেসব এডিট যেমন ওয়েল পেইন্ট,কালার কম/বেশী,ছবি বিভিন্ন ভাবে এ্যাডজাষ্ট সহ হাজার কাজ করতে পারবেন।
ধরুন পালের রঙটা একটু বেশী লাল করতে মন চাইলো করে ফেলুন না
আমার শখ হয়েছিলো একটু মেঘ লাগিয়ে দেবো।ভালো না হলেও তো দিতে পেরেছি
পাবেন শতাধীক ফন্ট।এরমাঝে বাংলা লেখার কোন ফন্ট আছে কি না বলতে পারছি না তবে অভ্র সাপোর্ট করে না।এছাড়াও রয়েছে আরো অসংখ্য অপশন যা ব্যাবহার করলেই বুঝতে পারবেন।চমৎকার এই সফটওয়্যারটি যারা ডাউনলোডে আগ্রহী তারা আমার নতুন মিডিয়া ফায়ার একাউন্ট থেকে ডাউনলোড করে নিতে পারেন।এবার আর ভুল করিনি।সফটওয়্যারের পুরো নাম না লিখে সাংকেতিক ভাবে লিখেছি।দেখা যাক কি হয়।আর সাইজ মাত্র ৩৮ মেগাবাইট।
ডাউনলোড করতে ক্লিক করুন
কাজ তেমন কিছু নেই।ইন্সটল করুন।এরপর ডেস্কটপের আইকোনে ক্লিক করলে খোলার আগে এ্যাক্টিভ নাম্বার চাইবে।কী'জেন খুলুন।প্রথমে আপনার নাম লিখুন এবং generate লেখাতে ক্লিক করুন।যে সংখ্যা আপনাকে দিবে তা কপি করে পেষ্ট করুন।মনে রাখবেন নাম আপনাকে প্রথমে হাতে লিখতে হবে এবং তা যেন অবশ্যই কমপক্ষে ৮ ডিজিটের হয়।এরপরেই generate তে ক্লিক করবেন।
কাজ শেষ এবং আপনার পছদের ছবিগুলো এডীট করা শুরু করুন।এবার কিছু প্রফেশনালী ছবি যা google থেকে নেয়া।
নাহ আমার মনে হয় অপছন্দের কিছু নেই কি বলেন?বিস্তারীত জানতে এখানে ক্লিক করে ভিজিট করুন।

ANY PDF CONVERTER V 12

এক এক কাজের জন্য তো এক এক রকম কনভার্টার ব্যবহার করলেন সারা জীবন। এবার নিয়ে এলাম any pdf converter.নীচের ছবিতে দেখুন তো এগুলো কনভার্ট হলে আপনার চলবে কিনা?মনে হয় আপনার যা দরকার তার সবই এখানে আছে।
খুশী তো?সাইজ আহামরি কিছু নয় মাত্র ১৬ মেগাবাইট।যাদের লাগবে ডাউনলোড করে ফেলুন
ডাউনলোড করতে ক্লিক করুন
ইন্সটলের পরে শুধু প্যাচটা c drive/programs/pdf converter এর ভিতরে ঢুকিয়ে ২ বার ক্লিক করে বেড়িয়ে আসুন।কাজ শেষ।এবার একটি ডেস্কটপ থেকে ছবি
আর হ্যাঁ সময় পেলে এদের ওয়েব সাইট থেকে ঘুরে আসতে ভুলবেন না। এখানে ক্লিক করলেই পৌছে যাবেন জায়গা মত।
আর বিশেষ কি? আবার দেখা হবে খুব শীঘ্রি এখানে,এই মঞ্চে।ভালো থাকবেন সবাই।অনেক অনেক ভালো ||| আল্লাহ হাফেজ|||

No comments:

Post a Comment